কেকেআর-এর (Kolkata Knight Riders) বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নেমেছে মুম্বই (Mumbai Indians)। তবে সেই ম্যাচের আগে মুম্বই ফ্যানরা তো বটেই, চিন্তার ভাঁজ ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team) দলের ফ্যানদের কপালেও। টি২০ বিশ্বকাপের আগে চোট পেয়েছেন রোহিত। সেই কারণেই শুক্রবারের ম্যাচে প্রথম দলে নেই মুম্বইকে পাঁচবার চ্যাম্পিয়ন করা ক্যাপ্টেন।
ম্যাচ শুরু হওয়ার আগে মুম্বই মেন্টর সচিন তেন্ডুলকরের সঙ্গে বেশ কিছুটা সময় কথা বলতে দেখা যায় রোহিতকে। বারেবারে পিঠে হাত দিয়ে তিনি কিছু বোঝাতে চাইছিলেন মাস্টার ব্লাস্টারকে। শিরদাঁড়া দেখিয়ে তিনি কিছু একটা বলতে চাইছিলেন। তবে আশা করা যায় তাঁর চোট খুব গুরুতর নয়। কারণ তাঁকে ওপেনার হিসেবে ব্যবহার করতে পারেন হার্দিক পান্ডিয়ারা। তবে টি২০ বিশ্বকাপের আগে রোহিতের চোট আশঙ্কার। সেই কারণেই হয়ত তাঁকে ফিল্ডিং থেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
মুম্বইয়ের আবহাওয়া কেমন থাকবে?
মুম্বইয়ে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। তবে গরম খুব বেশি থাকবে না। ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তাপমাত্রা। যদিও বাতাসে আপেক্ষিক আদ্রতা ৭০ শতাংশ থাকতে পারে। পাশাপাশি দ্বিতীয় ইনিংসে শিশির একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। সে কথা মাথায় রেখেই টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন হার্দিক পান্ডিয়া।
দুই দলে কারা রয়েছেন?
মুম্বই ইন্ডিয়ান্স: ইশান কিশান (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, নেহাল ওয়াধেরা, হার্দিক পান্ড্য (সি), নমন ধীর, টিম ডেভিড, জেরাল্ড কোয়েটজি, পীযূষ চাওলা, জাসপ্রিত বুমরাহ, নুয়ান থুশারা।
ইমপ্যাক্ট সাব: রোহিত শর্মা, শামস মুলানি, শিবালিক শর্মা, ডিওয়াল্ড ব্রেভিস, রোমারিও শেফার্ড।
কলকাতা নাইট রাইডার্স: ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), সুনীল নারিন, আংক্রিশ রঘুবংশী, শ্রেয়াস আইয়ার (সি), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।
ইমপ্যাক্ট সাব: অনুকুল রায়, মনীশ পান্ডে, শ্রীকর ভারত, শেরফেন রাদারফোর্ড, চেতন সাকারিয়া