Advertisement

IPL 2024 KKR vs RCB: লখনৌয়ের পর বেঙ্গালুরু, গম্ভীরদের বিরুদ্ধে বিশেষ জার্সি RCB-র

নতুন মরসুমে একেবারেই ছন্দে নেই আরসিবি (royal challengers Bangalore)। দলে অনেক পরিবর্তন হলেও কাজ হয়নি। ধারাবাহিকতার অভাব সমস্যায় ফেলেছে বিরাট কোহলিদের (Virat Kohli)। নাম, লোগো সব পরিবর্তনের পরেও ভাগ্য ফেরেনি তাদের। এই বছর এখনও পর্যন্ত ৭টি ম্যাচের মধ্যে মাত্র ১টি তে জয়লাভ করেছে তাঁরা। আর তাই পয়েন্ট তালিকার একদম শেষে গড়াগড়ি খাচ্ছে বিরাট, ডুপ্লেসিরা। যা খেলার বহর তাতে এইবারেও ট্রফি জেতা হবে না তাদের। তবে প্লে অফে যাওয়ার আশা একেবারে শেষ হয়ে যায়নি তাদের কাছে। রবিবার কলকাতায় অন্য জার্সিতে নামতে চলেছেন কোহলিরা। 

Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Apr 2024,
  • अपडेटेड 6:15 PM IST

নতুন মরসুমে একেবারেই ছন্দে নেই আরসিবি (royal challengers Bangalore)। দলে অনেক পরিবর্তন হলেও কাজ হয়নি। ধারাবাহিকতার অভাব সমস্যায় ফেলেছে বিরাট কোহলিদের (Virat Kohli)। নাম, লোগো সব পরিবর্তনের পরেও ভাগ্য ফেরেনি তাদের। এই বছর এখনও পর্যন্ত ৭টি ম্যাচের মধ্যে মাত্র ১টি তে জয়লাভ করেছে তাঁরা। আর তাই পয়েন্ট তালিকার একদম শেষে গড়াগড়ি খাচ্ছে বিরাট, ডুপ্লেসিরা। যা খেলার বহর তাতে এইবারেও ট্রফি জেতা হবে না তাদের। তবে প্লে অফে যাওয়ার আশা একেবারে শেষ হয়ে যায়নি তাদের কাছে। রবিবার কলকাতায় অন্য জার্সিতে নামতে চলেছেন কোহলিরা। 

কিন্তু রবিবারের এই ম্যাচে জয়ের সরনিতে ফিরতে মরিয়া আরসিবি। তাই এবার তাঁরা ২০১১ সালের পর থেকে হয়ে আসা রীতিকে পাল্টে দিতেও দ্বিধা বোধ করেনি তাঁরা। অনেকেই জানেন যে পরিবেশ রক্ষার বার্তা দিতে প্রতি বছর আরসিবি একটি ম্যাচ সবুজ জার্সি পরে খেলে। কিন্তু সেটা খেলে তাদের ঘরের মাঠে চিন্নাস্বামী স্টেডিয়ামে। এবার সেই নিয়মেও বদল আনলো তাঁরা। কেকেআরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে সবুজ কিট পরে খেলবেন তাঁরা।

কেকেআর এই বছর ভালো ফর্মে রয়েছে। ব্যাটিং ডিপার্টমেন্ট খুব ভাল খেলছে। নারিন, সল্ট, রাজবংশী, আইয়ার, রাসেল সবাই ভালো খেলছেন। গত ম্যাচেই ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন নারিন।  এর ফলে কেকেআরকে ঘরের মাঠে হারনো বেশ কঠিন হবে আরসিবির পক্ষে। অপরদিকে দুই দলেরই বোলিং লাইন আপ ভাবাচ্ছে তাদেরকে। কেকেআরের তারকা বোলার মিশেল স্টার্ক একদম ফ্লপ। তাঁকে এই মরসুমে প্রায় ২৫ কোটি টাকায় সই ইরেন তযযত এই ম্যাচে যেই টিম ভালো বোলিং করতে পারবে তাদের দিকেই পাল্লা ভারি থাকবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এই ম্যাচে টসও খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। 

অন্যদিকে ২০১৭ সালের ৪৯ রানে অল আউট হওয়ার লজ্জার স্মৃতি আজও ইডেনে তাজা। আবার কোহলি এবং গম্ভীরের ব্যাটেল দেখবে ইডেন। কিন্তু এবার একজন মাঠে আর অন্যজন ডাগ আউটে। দেখা যাক কে শেষ হাসি হাসতে পারে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement