Advertisement

IPL 2024 KKR Flying Kiss Celebration: IPL জিতে আবার ফ্লাইং KISS করলেন হর্ষিত, উস্কে দিলেন শাহরুখই, VIDEO VIRAL

আইপিএল-এ কেকেআর বোলার হর্ষিত রানাকে ফ্লাইং কিস সেলিব্রেশন করতে গিয়ে শাস্তির মুখে পড়তে হয়। ১০ বছরের প্রতীক্ষার শেষে IPL চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীরের পর শ্রেয়াস আইয়ারের হাতে উঠেছে IPL ট্রফি। আর তাই চ্যাম্পিয়ন হয়ে বিতর্কের জবাব দিল কেকেআর। সৌজন্য কর্ণধার শাহরুখ খান।

কেকেআর দল
Aajtak Bangla
  • চেন্নাই,
  • 27 May 2024,
  • अपडेटेड 12:34 PM IST

আইপিএল-এ কেকেআর বোলার হর্ষিত রানাকে ফ্লাইং কিস সেলিব্রেশন করতে গিয়ে শাস্তির মুখে পড়তে হয়। ১০ বছরের প্রতীক্ষার শেষে IPL চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীরের পর শ্রেয়াস আইয়ারের হাতে উঠেছে IPL ট্রফি। আর তাই চ্যাম্পিয়ন হয়ে বিতর্কের জবাব দিল কেকেআর। সৌজন্য কর্ণধার শাহরুখ খান।

হর্ষিত রানাকে নিয়ে কেন বিতর্ক?
IPL-এর প্রথম ম্যাচে বিতর্কে জড়িয়েছিলেন KKR-এর হর্ষিত রানা। তিনি ময়াঙ্ক আগরওয়ালকে আউট করার পর তাকে ইশারা করে চলে যেতে বলেন। আঙুল উঁচিয়ে তাঁকে ডাগ আউটের দিকে যেতে বলেন। এই ঘটনার পরেই তাঁকে জরিমানা করা হয়। এরপর আরও একটি ম্যাচে তিনি ফ্লাইং কিস দেওয়ায় তাঁকে এক ম্যাচের জন্য সাসপেন্ড করা হয় ও ম্যাচ ফিও কেটে নেওয়া হয়। তবে বিতর্ক আরও দানা বাধে সেই একই কাজ বিরাট কোহলি করার পরেও তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায়। 

পাল্টা জবাব শাহরুখের
শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স IPL জেতার পর ফ্লাইং কিস দিয়ে সেলিব্রেট করতে দেখা যায় ক্রিকেটারদের। ট্রফি পাওয়ার পর শাহরুখ খান নিজেই সব খেলোয়াড়কে এই পোজ দিতে বলেছিলেন। ম্যাচ শেষে মাঠে নেমে এসে কিং খান তাদের বুঝিয়ে দেন কী করতে হবে। এরপর শাহরুখ নিজে এবং দলের সব খেলোয়াড়ের পাশাপাশি সাপোর্ট স্টাফরাও ক্যামেরার সামনে ফ্লাইং কিস পোজ দেন। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।   

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) ফাইনাল ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (KKR) সানরাইজার্স হায়দরাবাদকে (SRH) ৮ উইকেটে হারিয়েছে। এই জয়ের ফলে তৃতীয়বারের শিরোপা ঘরে তুলেছে কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়তে হয় হায়দরাবাদকে। একের পর এক উইকেট হারাতে থাকে তারা। ১৮ ওভার ৩ বলে ১১৩ রানে সমস্ত উইকেট হারিয়ে ফেলে প্যাট কামিন্সরা। জবাবে ব্যাট করতে নেমে ১০ ওভারেই রান তুলে নেয় শাহরুখের দল।    
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement