Advertisement

IPL 2024 KKR vs RCB: বিরাটদের বিরুদ্ধে ব্যাট করতে চাইছেন না KKR তারকা রাসেল, কেন?

সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধ প্রথম ম্যাচে দুরন্ত ছন্দে দেখা গিয়েছিল কলকাতা নাইট রাইডর্সের (Kolkata Knight Riders) আন্দ্রে রাসেলকে (Andre Russell)। ঘরের মাঠে তাঁর দাপট দেখে দারুণ খুশি হয়েছিলেন কেকেআর সমর্থকরা। তাঁর বিদ্ধীসং ব্যাটিং-এ ভর করেই ২০০ পেরিয়েছিল কেকেআর-এর রান। তবে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের আগে ব্যাট করতেই নামতে চাইছেন না ক্যারেবিয়ান তারকা।

Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 29 Mar 2024,
  • अपडेटेड 6:28 PM IST
  • শুক্রবার আরসিবির বিরুদ্ধে ম্যাচ
  • বিরাটদের বিরুদ্ধে দ্বিতীয় জয়ের লক্ষ্যে KKR

সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধ প্রথম ম্যাচে দুরন্ত ছন্দে দেখা গিয়েছিল কলকাতা নাইট রাইডর্সের (Kolkata Knight Riders) আন্দ্রে রাসেলকে (Andre Russell)। ঘরের মাঠে তাঁর দাপট দেখে দারুণ খুশি হয়েছিলেন কেকেআর সমর্থকরা। তাঁর বিদ্ধীসং ব্যাটিং-এ ভর করেই ২০০ পেরিয়েছিল কেকেআর-এর রান। তবে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ম্যাচের আগে ব্যাট করতেই নামতে চাইছেন না ক্যারেবিয়ান তারকা।

কেন ব্যাট করতে চাইছেন না রাসেল?
আরসিবি ম্যাচের আগের দিন সাংবাদিকরা রাসেলকে প্রশ্ন করেন চিন্নাস্বামীতেও কী আগের দিনের ফর্মেই পাওয়া যাবে আন্দ্রে রাসেলকে। জবাবে কেকেআর বিগ হিটার বললেন,'আমি চাইব যাতে আমাকে ব্যাট করতে না নামতে হয়।' তিনি আরও বলেন, 'প্রথম ম্যাচে আমাদের টপ অর্ডারের ব্যাটাররা বড় রান পাননি। দ্বিতীয় ম্যাচে ওরা রান করার জন্য মুখিয়ে আছে। আমি চাইব ওরা পুরো ওভার ব্যাট করুক। যাতে আমাকে নামতে না হয়।' রাসেলের কোথায় প্রথমে চমকে গেলেও পরে ব্যাপারটা বুঝতে পারেন সাংবাদিকরা। পরে রাসেল জানিয়ে দেন, ফের যদি দলের টপ অর্ডার ব্যাটাররা রান করতে ব্যর্থ হন তবে এভাবেই বিধ্বংসী মেজাজে খেলতে দেখা যাবে তাঁকে।

দেখুন রাসেলের সেই ইনিংস

ইডেনে প্রথম ম্যাচে স্লগ ওভারে নেমে ২৫ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন রাসেল। ৭টি ছয় ও ৩টি চারে সাজানো ছিল তাঁর ইনিংস। মরশুমের প্রথম ম্যাচ থেকেই দলের সবথেকে মারকাটারি ব্যাটারকে পুরনো ফর্মে পাওয়ায় খুশি টিম ম্যানেজমেন্ট থেকে ফ্যানেরা। 
  
কেমন হতে পারে দল?
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:
ফাফ ডু প্লেসিস (সি), বিরাট কোহলি, রজত পাটিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দিনেশ কার্তিক, অনুজ রাওয়াত (উইকেটরক্ষক), আলজারি জোসেফ, মায়াঙ্ক ডাগর, মোহাম্মদ সিরাজ, যশ দয়াল।

কলকাতা নাইট রাইডার্স: ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (সি), নীতীশ রানা, রিংকু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।      

Advertisement

ইম্প্যাক্ট সাব- সুয়শ শর্মাকে দেখা যেতে পারে ইমপ্যাক্ট সাব হিসাবে। আগের ম্যাচেও ঠিক তেমনটাই দেখা গিয়েছিল। তাঁর সঙ্গে বদলি করা হতে পারে ভেঙ্কটেশ আইয়ার। অর্থাৎ ব্যাটিং করবেন ভেঙ্কটেশ। আর ফিল্ডিং-এর সময় দলে আসবেন সুয়শ। 

Read more!
Advertisement
Advertisement