Advertisement

IPL 2024 KKR vs RCB: ঘরের মাঠে RCB-কে হারিয়ে ৭ উইকেটে জয় নাইটদের

IPL Live Score, KKR vs RCB: আজ IPL 2024-এ, রয়‍্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) এবং কলকাতা নাইট রাইডার্স (KKR) এর দল একে অপরের মুখোমুখি হবে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে এই ম্যাচ। এটি কেকেআরের দ্বিতীয় ম্যাচ। আরসিবির তৃতীয় ম্যাচ খেলতে নামছে।

দারুণ ছন্দে নারিন
Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 29 Mar 2024,
  • अपडेटेड 10:47 PM IST

IPL 2024 Live: আজ IPL 2024-এ, রয়‍্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) এবং কলকাতা নাইট রাইডার্স (KKR) এর দল একে অপরের মুখোমুখি হবে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে এই ম্যাচ। এটি কেকেআরের দ্বিতীয় ম্যাচ। আরসিবির তৃতীয় ম্যাচ খেলতে নামছে।

জিতে গেল KKR

দুর্দান্ত ব্যাটিং ভেঙ্কটেশের। সাত উইকেটে RCB-র বিরুদ্ধে জয় তুলে নিল KKR। কলকাতার বিরুদ্ধে টানা ছয় ম্যাচ হারল RCB। 

হাফ সেঞ্চুরি করে আউট ভেঙ্কটেশ

দারুণ ইনিংস খেলে আউট হলেন ভেঙ্কটেশ আইয়ার। ৩০ বলে ৫০ করে আউট মিডল অর্ডার ব্যাটার। জয় থেকে ১৬ রান দূরে KKR।

দুর্দান্ত ব্যাটিং KKR-এর

আর মাত্র ৪৮ রান দ্রকার KKR-এর। ভাল ব্যাট করছেন ভেঙ্কটেশ আইয়ার। 

দ্বিতীয় উইকেট হারাল KKR

৬ রানের মধ্যে ২ উইকেট খোয়াল কলকাতা। আউট সল্ট। ৯২ রানে ২ উইকেট হারাল KKR। 

পাওয়ার প্লেতেই এল ৮৫ রান

৪৭ রানে ব্যাট করছেন নারিন। কোনও উইকেট হারায়নি KKR।

দারুণ শুরু সল্টের

১৮৩ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ১৮ রান করে ফেলল KKR। 

১৮৩ রানের লক্ষ্য

ফের বেধড়ক মার খেলেন মিশেল স্টার্ক। ৪ ওভারে ৪৭ রান দিলেন তিনি। KKR-এর সামনে ১৮৩ রানের লক্ষ্য। 

উইকেট হারাল RCB

পরপর আউট রজত পাতিদার (৩) ও অনুজ রাওয়াত (৩)। ১৫১ রানে ৫ উইকেট হারাল RCB।  

পরপর ক্যাচ মিস কেকেআর-এর

তিনটে ক্যাচ মিস করে ফেলল কেকেআর। সমস্যায় পড়তে পারে দল। 

উইকেট তুলে নিলেন রাসেল

Advertisement

আউট হলেন ছন্দে থাকা ক্যামেরন গ্রিন। ৩৩ রান করে প্লেড অন অজি ক্রিকেটার। ৮২ রানে ২ উইকেট হারাল RCB 

মার খেলেন নারিনও

১ ওভারে ১৫ রান খেলেন নারিন, পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৬১ রান RCB-র। 

চার ওভার শেষ

১ উইকেট হারিয়ে ৪৩ রান করে ফেলেছে ব্যাঙ্গালোর। বড় রানের লক্ষ্যে ক্যামেরন গ্রিন ও বিরাট কোহলি। 

আউট ডু প্লেসি

ক্যাচ আউট হলেন ডু প্লেসি। স্কুপ মারতে গিয়ে আউট হলেন RCB ক্যাপ্টেন। ১৭ রানে প্রথম উইকেট হারাল ব্যাঙ্গালোর। 

প্রথম ওভারে এল সাত রান

মিশেল স্টার্কের বলে সাত রান এল আরসিবির। গত ম্যাচে প্রচুর রান খেলেও, ভাল শুরু করলেন সবচেয়ে দামি পেসার। উইকেট হারায়নি RCB।  

টসে জিতল কেকেআর

টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল কলকাতা। দলে অনুকুল রয়। 

ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন যারা
কেকেআর দলে বিস্ফোরক ব্যাটিং শুরু করেন ফিল সল্ট ও সুনীল নারিন। এরপর মিডল অর্ডারের দায়িত্ব নেন ভেঙ্কটেশ আইয়ার, অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং নীতীশ রানা। এরপর রমনদীপ সিং, রিংকু সিং এবং আন্দ্রে রাসেল যে কোনো শক্তিশালী বোলিংকে হারানোর ক্ষমতা রাখেন। এই দুই দলেরই খেলোয়াড়, যারা একাই ম্যাচের গতি পরিবর্তন করার ক্ষমতা রাখেন। বেঙ্গালুরুর পক্ষে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, দীনেশ কার্তিকের মতো ক্রিকেটাররা।

RCB বনাম KKR হেড টু হেড
মোট ম্যাচ: ৩২টি
কেকেআর জিতেছে: ১৮টি
আরসিবি জিতেছে: ১৪টি

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement