Advertisement

IPL 2024: ২০২৪-এর IPL ভারতে নাও হতে পারে, মেগা টুর্নামেন্ট বিদেশে হওয়ার জল্পনা তুঙ্গে

ফের ভারতের বাইরে অনুষ্ঠিত হতে পারে ২০২৪ সালের আইপিএল (IPL)। আবারও ভারত থেকে সরতে পারে ক্রিকেটের এই মেগা ইভেন্ট। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ সূত্রে এমনটাই শোনা যাচ্ছে। পরের আইপিএল-এর জন্য ডিসেম্বর মাসে নিলাম হওয়ার কথা রয়েছে। যদিও ইতিমধ্যেই খুলে গিয়েছে আইপিএল-এর ট্রেডিং উইন্ডো।

ছবি- প্রতীকী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Oct 2023,
  • अपडेटेड 9:41 AM IST

ফের ভারতের বাইরে অনুষ্ঠিত হতে পারে ২০২৪ সালের আইপিএল (IPL)। আবারও ভারত থেকে সরতে পারে ক্রিকেটের এই মেগা ইভেন্ট। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ সূত্রে এমনটাই শোনা যাচ্ছে। পরের আইপিএল-এর জন্য ডিসেম্বর মাসে নিলাম হওয়ার কথা রয়েছে। যদিও ইতিমধ্যেই খুলে গিয়েছে আইপিএল-এর ট্রেডিং উইন্ডো।
 

কেন আইপিএল সরতে পারে ভারত থেকে?
২০২৪ সালে গোটা ভারতে লোকসভা নির্বাচন (oksabha Election 2024) হবে। সেই কারণেই সম্ভবত ভারতের বাইরে টুর্নামেন্ট নিয়ে যাওয়া হতে পারে।  শোনা গিয়েছিল আগামী বছরের ২২ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত আইপিএল অনুষ্ঠিত হতে পারে। আর ২০২৪ এর মে মাসে লোকসভা নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের মধ্যে আইপিএল-এর মতো হাইপ্রোফাইল টুর্নামেন্ট করতে হলে যে পরিমাণ নিরাপত্তার প্রয়োজন হবে তা কোনও রাজ্যের প্রশাসনের পক্ষেই দেওয়া সম্ভব হবে না। এতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে সমস্যায় পড়তে হবে। সেই কথা চিন্তা করেই সংযুক্ত আরব আমিরশাহিতে সরিয়ে নেওয়া হতে পারে এই টুর্নামেন্ট। 

তবে এবারেই প্রথম নয়, এর আগেও নির্বাচনের কারণে ও কোভিড মহামারির কারণে সংযুক্ত আরব আমিরশাহি (UAE) ও দক্ষিণ আফিকায় এই কোটি টাকার টুর্নামেন্ট খেলা হয়েছে। সেই কারণেই আইপিএল আয়োজনের ক্ষেত্রে এগিয়ে  সংযুক্ত আরব আমিরশাহি। ডিসেম্বর মাসেই শুরু হচ্ছে ক্রিকেটারদের নিলাম। তবে এবারে মেগা নিলাম হচ্ছে না। তার জায়গায় মিনি নিলাম হবে।  
কবে আইপিএল-র নিলাম?
আইপিএল ২০২৪ এর জন্য ট্রেডিং উইন্ডো আপাতত খোলা আছে। কিন্তু এখনও পর্যন্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজির মধ্যে প্লেয়ার অদল বদলের কোন খবর জানা যায়নি। ১৫-১৯ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে পারে আইপিএল নিলাম। পাশাপাশি উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম হওয়ার কথা ৯ ডিসেম্বর। তার ভেনু অবশ্য এখনও ঠিক হয়নি। যদিও তা ভারতেই হওয়ার কথা। এখনও অবধি বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনও ফ্র্যাঞ্চাইজিকেই আইপিএলের নিলামের বিষয়ে কিছু জানানো হয়নি।

Advertisement

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement