Advertisement

Mohammed Shami On Hardik Pandya: হার্দিককে পাত্তাই দিলেন না শামি, স্পষ্ট বললেন...

এবারের আইপিএল-এর (IPL 2024) মিনি নিলামের আগে বড় চমক ছিল হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) চলে যাওয়া এবং পাঁচ বারের চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন হওয়া। গুজরাত (Gujarat Titans) ছেড়ে হার্দিক চলে যাওয়ায় দলের কি কোনও সমস্যা হবে? এই ব্যাপারে মুখ খুললেন গুজরাত পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। বিশ্বকাপের সেরা বোলার হওয়া শামি যদিও হার্দিকের চলে যাওয়া নিয়ে চাপ নিতে নারাজ।

হার্দিক পান্ডিয়া ও মহম্মদ শামি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Jan 2024,
  • अपडेटेड 11:07 AM IST
  • এবারের আইপিএল-এ গুজরাত ছেড়ে মুম্বইয়ে গিয়েছেন পান্ডিয়া
  • সমস্যা হবে না মন্তব্য শামির

এবারের আইপিএল-এর (IPL 2024) মিনি নিলামের আগে বড় চমক ছিল হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) চলে যাওয়া এবং পাঁচ বারের চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন হওয়া। গুজরাত (Gujarat Titans) ছেড়ে হার্দিক চলে যাওয়ায় দলের কি কোনও সমস্যা হবে? এই ব্যাপারে মুখ খুললেন গুজরাত পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। বিশ্বকাপের সেরা বোলার হওয়া শামি যদিও হার্দিকের চলে যাওয়া নিয়ে চাপ নিতে নারাজ।

কী বললেন শামি?
গতবার আইপিএল-এ সবথেকে বেশি উইকেট নিয়েছেন শামি। দুই বছরে গুজরাত একবার চ্যাম্পিয়ন হয়েছে, আর একবার রানার্স। দুই ক্ষেত্রেই শামির বিরাট অবদান রয়েছে। ফলে হার্দিকের দল ছাড়া নিয়ে তাঁকে প্রশ্ন করা হয় এতে দলে কতটা প্রভাব পড়বে তা নিয়ে এক সংবাদমাধ্যমকে দেওয়া প্রশ্নের জবাবে শামি বলেন, 'কেউ দল ছেড়ে গেলে আমাদের কিছু যায় আসে না, কেউ তাতে পাত্তা দেয় না। হার্দিক যেতে চেয়েছিল এবং ও চলে গিয়েছে। অধিনায়ক হিসেবে ও ভালো করেছে এবং গুজরাত দু’বার ফাইনালে নিয়ে গিয়েছে। একবার ট্রফিও জিতেছে। ও তো গুজরাটের সঙ্গে আজীবনের জন্য চুক্তি করেনি।' 

'গিলের সমস্যা হবে না'

হার্দিক পান্ডিয়া দল ছাড়ার পরেই শুভমন গিলকে ক্যাপ্টেন ঘোষণা করে দেয় গুজরাত। শুভমন প্রথমবার আইপিএল-এর মতো মঞ্চে ক্যাপ্টেন্সি করলেও দলের সমস্যা হবে না বলেই মনে করেন শামি। তিনি বলেন, 'শুভমন গিলও ধীরে ধীরে অভিজ্ঞ হয়ে উঠবে এবং সম্ভবনা রয়েছে ভবিষ্যতে ও অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে পারে। আপনাকে কেউ আটকাতে পারবে না।'

ফিট হতে পারবেন হার্দিক?

হার্দিককে মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন করলেও তাঁর চোট নিয়ে চিন্তা থাকছেই। ৫০ ওভারের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে নিজের বলেই ফিল্ডিং করতে গিয়ে মারাত্মক চোট পেয়েছিলেন ভারতীয় দলের অলরাউন্ডার। সেখান থেকে এখনও ২২ গজে ফেরা হয়ে ওঠেনি তাঁর। আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজেও নেই তিনি। তবে সূত্রের খবর আইপিএল-এর আগে ফিট হয়ে যাবেন হার্দিক। তবে তিনি একই ভাবে ব্যাট করার পাশাপাশি বলও করতে পারবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। কারণ এর আগেও পিঠের চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরেই থাকতে হয়েছিল হার্দিককে। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement