চার ওভারে মাত্র ২৯ রান দিয়ে চার চারটে উইকেট। একাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangalore) টপ ও মিডল অর্ডার গুঁড়িয়ে চেন্নাইকে (Chennai Super Kings) ম্যাচ জিতিয়েছেন মুস্তাফিজুর (Mustafizur Rahman)। শুক্রবার শুরুতে ব্যাট করতে নেমে দুরন্ত ছন্দে ছিলেন ফাফ ডু প্লেসি (Faf Du Plessis)। প্রথম কিছু ওভারে বেধড়ক মারতে থাকেন তিনি। সেই সময়ই মুস্তাফিজুরকে বল করতে ডাকেন রুতুরাজ। প্রথম ওভারেই দুই উইকেট। এখান থেকেই উইকেট হারাতে থাকে আরসিবি। তবে মুস্তাফিজুরের বোলিংই লড়াইয়ে ফেরায় ধোনিদের। ফলে ম্যাচের সেরাও হন বাংলাদেশি ফাস্ট বোলার। ম্যাচের সেরা হয়ে কত টাকা পেলেন তিনি?
কী কী পুরস্কার পেয়েছেন মুস্তাফিজুর?
তাঁর বলে আউট হয়েছেন ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, ক্যামেরুন গ্রিনদের মতো তারকারা। তাঁর বোলিং দক্ষতায় ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে সিএসকে-র হাতে। উদ্বোধনী ম্যাচে এমন পারফরম্যান্স করে ১২০ ফ্যান্টাসি পয়েন্ট পান বাংলাদেশি পেসার। তাতে ফ্যানটাসি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার হাতে ওঠে। আর ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেওয়ায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন মুস্তাফিজ। ফলে মোট দুই লক্ষ টাকা জিতেছেন তিনি।
চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড ম্যাচের শেষে বলেন, ‘প্রথম ২-৩ ওভার এলোমেলো হলেও পরে খেলা আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। বিশেষ করে মুস্তাফিজের ওভার থেকে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি। সত্য বলতে ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। ম্যাক্সওয়েল ও ফাফ ডু প্লেসি আউট হওয়াতে আমরা স্বস্তি পাই। পরের পাঁচ-ছয় ওভার আমরা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পেরেছি।’
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করে বেঙ্গালুরু। জবাবে মাত্র ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় চেন্নাই। রুতুরাজ ক্যাপ্টেন হিসেবে প্রথম ম্যাচেই জয় পেলেন। পাশাপাশি মুস্তাফিজুর ফের একবার নিজেকে প্রমাণ করলেন।