Advertisement

IPL 2024 Playoffs: প্লে অফে নিশ্চিত ৪ দল, কোয়ালিফায়ারে KKR-এর বিরুদ্ধে কারা?

লিগ টেবিলের একেবারে শেষ থেকে সেরা চারে। টানা ছয় ম্যাচ জিতে প্লে অফজায়গা করে নিয়েছে আরসিবি। অন্যদিকে প্রথম থেকেই ছন্দে কেকেআর। তারা শীর্ষে থেকেই নামছে প্লে অফে। দুই নম্বরে থাকা রাজস্থান শুরুটা ভাল করলেও, গ্রুপ পর্বের পরের দিকে পরপর ম্যাচ হেরেছে। তিন নম্বরে থাকা হায়দরাবাদও বেশ ভাল ছন্দে। এই চার দলের প্লে অফে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে। তা জানা যাবে রবিবার। 

শ্রেয়াস আইয়ার,প্যাট কামিন্স, সঞ্জু স্যামসন ও ফাফ ডু প্লেসি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 May 2024,
  • अपडेटेड 12:42 PM IST

লিগ টেবিলের একেবারে শেষ থেকে সেরা চারে। টানা ছয় ম্যাচ জিতে প্লে অফজায়গা করে নিয়েছে আরসিবি। অন্যদিকে প্রথম থেকেই ছন্দে কেকেআর। তারা শীর্ষে থেকেই নামছে প্লে অফে। দুই নম্বরে থাকা রাজস্থান শুরুটা ভাল করলেও, গ্রুপ পর্বের পরের দিকে পরপর ম্যাচ হেরেছে। তিন নম্বরে থাকা হায়দরাবাদও বেশ ভাল ছন্দে। এই চার দলের প্লে অফে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে। তা জানা যাবে রবিবার। 

কেকেআর কাদের বিরুদ্ধে খেলবে?
আইপিএলের (IPL 2024) পয়েন্ট টেবিলে কেকেআর রয়েছে শীর্ষে। রবিবার তাদের ম্যাচ দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এই ম্যাচ হারলেও নাইটরা (KKR) শীর্ষস্থানেই থাকবে। মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে নামবে কেকেআর। ওই ম্যাচ জিতলেই সরাসরি ফাইনালে চলে যাবেন শ্রেয়স আইয়াররা। হারলেও তাদের সামনে সুযোগ থাকবে শেষ চারে যাওয়ার। প্রশ্ন হল ওই কোয়ালিফায়ারে নাইটদের প্রতিপক্ষ কে হবে? সেটা ঠিক হবে আজকের দুই ম্যাচের উপর। প্রথম ম্যাচে যদি হায়দরাবাদ (SRH) জেতে আর দ্বিতীয় ম্যাচে যদি রাজস্থান হারে, তাহলে হায়দরাবাদ উঠে আসবে দু'নম্বরে। সেক্ষেত্রে নাইটদের প্রতিপক্ষ হবে হায়দরাবাদ। এদিনের প্রথম ম্যাচে হায়দরাবাদ এবং দ্বিতীয় ম্যাচে রাজস্থান জিতলে আবার রাজস্থান দু নম্বরে থেকে যাবে। সেক্ষেত্রে নাইটদের প্রতিপক্ষ হবে রাজস্থান। কিন্তু রবিবার যদি হায়দরাবাদ হারে তাহলে তৃতীয় স্থানেই থেকে যাবে তারা। সেক্ষেত্রে আজকের কেকেআর বনাম রাজস্থান ম্যাচের ফল যাই হোক প্রথম কোয়ালিফায়ারে কেকেআরের বিরুদ্ধে খেলবে রাজস্থানের বিরুদ্ধেই।

বিরাটদের প্রতিপক্ষ কারা?

চেন্নাইকে হারিয়ে বেঙ্গালুরু লিগ টেবিলে চার নম্বরে থাকা নিশ্চিত করে ফেলেছে। বিরাটদের তাই এলিমিনেটরে খেলতে হবে। সেই ম্যাচে বিরাটদের প্রতিপক্ষ কে হবে সেটাও ঠিক হবে রবিবারের দুই ম্যাচের পর। প্রথম ম্যাচে যদি হায়দরাবাদ জেতে আর দ্বিতীয় ম্যাচে যদি রাজস্থান হারে, তাহলে হায়দরাবাদ উঠে আসবে দুনম্বরে। সেক্ষেত্রে বিরাটদের (Virat Kohli) প্রতিপক্ষও হবে রাজস্থান। এদিনের প্রথম ম্যাচে হায়দরাবাদ এবং দ্বিতীয় ম্যাচে রাজস্থান জিতলে আবার রাজস্থান দু নম্বরে থেকে যাবে। সেক্ষেত্রে বিরাটদের প্রতিপক্ষ হবে হায়দরাবাদ। কিন্তু রবিবার যদি হায়দরাবাদ হারে তাহলে তৃতীয় স্থানেই থেকে যাবে তারা। সেক্ষেত্রে বিরাটদের প্রতিপক্ষও হবেন ট্রেভিস হেডরা। এই ম্যাচ যারা হারবে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। যারা জিতবে তারা ফাইনালে ওঠার জন্য খেলবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিরুদ্ধে।  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement