Advertisement

IPL 2024 RCB vs RR: ধোনির পর বিদায় বিরাটদের, ৪ উইকেটে জিতে SRH-এর সামনে RR

ফের স্বপ্নভঙ্গ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। এবারেও জেতা হল না ট্রফি। দারুণ ছন্দে থাকলেও আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চার উইকেটে হেরে বিদায় নিতে হল তাদের। কোয়ালিফায়ার টু-তে এবার এসআরএইচের মুখোমুখি রাজস্থান রয়্যালস।

রাজস্থান রয়্যালস। (@BCCI)
Aajtak Bangla
  • আহমেদাবাদ ,
  • 22 May 2024,
  • अपडेटेड 11:49 PM IST

ফের স্বপ্নভঙ্গ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। এবারেও জেতা হল না ট্রফি। দারুণ ছন্দে থাকলেও আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চার উইকেটে হেরে বিদায় নিতে হল তাদের। কোয়ালিফায়ার টু-তে এবার এসআরএইচের মুখোমুখি রাজস্থান রয়্যালস।

শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিল রাজস্থান

চার উইকেটে আরসিবিকে হারিয়ে কোয়ালিফায়ার ২তে চলে গেল রাজস্থান। মে মাসে প্রথম ম্যাচ জিতল সঞ্জু স্যামসনের দল। তাও আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে। আরও একবার আইপিএল ট্রফি হাতছাড়া হল বিরাট কোহলিদের। বিদায় নিল ব্যাঙ্গালোর। 

এক ওভারে দুই উইকেট সিরাজের

প্রথমে রিয়ান পরাগ আর তারপর হেটমায়ার। দুরন্ত ক্যাচ ডু প্লেসির। ১৬০ রানে ৬ উইকেট হারাল রাজস্থান।

আবার উইকেট হারাল রাজস্থান

আউট হলেন রিয়ান পরাগ। আট বলে আট রান করে আউট তিনি। দারুণ ফিল্ডিং বিরাট ও গ্রিনের।

পরপর দুই উইকেট হারাল রাজস্থান

এবার আউট ক্যাপ্টেন সঞ্জু স্যামসনও। স্ট্যাম্প আউট হলেন সঞ্জু। উইকেট নিলেন করণ শর্মা। ৮৬ রানে ৩ উইকেট হারাল রাজস্থান। 

২ উইকেট হারাল RR

এবার আউট হলেন জয়সওয়াল। ৩০ বলে ৪৫ রান করে আউট বাঁ হাতি ব্যাটার। ৮১ রনে ২ উইকেট হারাল রাজস্থান। 

উইকেট হারাল RR

আউট ক্যাডমোর, ৪৬ রানে প্রথম উইকেট হারাল RR। উইকেট নিলেন লকি ফার্গুসন। 

RR-এর সামনে ১৭৩ রানের টার্গেট

ভাল শুরু করলেও পরপর উইকেট হারিয়ে শেষটা ভাল হল না RCB-র। ফিনিশার দীনেশ কার্তিক বিতর্কিত সিদ্ধান্ত থেকে লাভ পেলেও কাজের কাজ করতে পারলেন না। 

আউট লোমরোর

৩২ রান করে আউট লোমরোর। ১৫৯ রানে ৭ উইকেট হারাল RCB। ৩ উইকেট আভেশ খানের। 

Advertisement

৫ উইকেট হারিয়ে ফেলল আরসিবি

১২২ রানে ৫ উইকেট হারাল RCB। আভেশ খানের বলে বড় শট খেলতে দিয়ে ক্যাচ দিয়ে বসলেন রজত পাতিদার। ২২ বলে ৩৪ রান করে আউট রজত। 

পরপর দুই উইকেট অশ্বিনের

এলিমেনেটরে অ্যাডভান্টেজ রাজস্থান। ৯৭ রানে চার উইকেট হারিয়ে ফেলল আরসিবি। পরপর দুই উইকেট হারাল তারা। 

আবার উইকেট হারাল আরসিবি

আউট হলেন বিরাট। ২৪ বলে ৩৩ রান করে আউট কিং কোহলি। উইকেট নিলেন যুজবেন্দ্র চাহাল। ৫৬ রানে ২ উইকেট হারাল আরসিবি। 

৫০ পেরল আরসিবি

৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫০ রান আরসিবি-র। আইপিএল-এ ৮,০০০ রান করে ফেললেন বিরাট। পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টায় বিরাট-ক্যামেরন গ্রিন। 

আউট ফাফ ডু প্লেসি

ট্রেন্ট বোল্টের বলে আউট ফাফ ডু প্লেসি। ১৭ রান করে ফিরলেন আরসিবি ক্যাপ্টেন। দারুণ ক্যাচ রোভম্যান পাওয়েলের। ৩৭ রানে প্রথম উইকেট হারাল আরসিবি। 

টসে জিতল রাজস্থান

টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত রাজস্থানের। শিশির সমস্যার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানালেন সঞ্জু স্যামসন। দলে ফিরলেন শিমরান হেটমায়ার।

দুই দলে কারা?

আরসিবি দল- বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), রজত পতিদার, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), মহিপাল লোমরোর, কর্ন শর্মা, লকি ফার্গুসন, যশ দয়াল, মহম্মদ সিরাজ

রিজার্ভ- স্বপ্নিল সিং, অনুজ রাওয়াত, সুয়শ প্রভুদেসাই, বৈশাক বিজয়জুমার, হিমাংশু শর্মা

আরআর একাদশ: যশস্বী জয়সওয়াল, টম কোহলার-ক্যাডমোর, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, রোভমান পাওয়েল, আর অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আভেশ খান, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল

রিজার্ভ- নন্দ্রে বার্গার, শুভম দুবে, ডোনোভান ফেরেরা, তানুশ কোটিয়ান, শিমরন হেটমায়ার

 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement