Advertisement

IPL 2024 RR vs DC: বোলিং নয়, RR-এর বিরুদ্ধে ম্যাচের আগে কী নিয়ে চিন্তিত সৌরভ?

প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের (Punjab Kings)  বিরুদ্ধে হার। বৃহস্পতিবার জয়পুরে দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajastan Royals) বিরুদ্ধে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস (Delhi Caitals)। তবে প্রথম ম্যাচে হারের পর তা নিয়ে খুব বেশি চিন্তিত নন দিল্লি দলের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সবে টুর্নামেন্ট শুরু হয়েছে। ফলে এই হার নিয়ে ভাবার কিছু নেই বলে মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন। তিনি বলেন, 'মরসুম শুরু হওয়ার আগে সকলেই কঠোর পরিশ্রম করেছে। টুর্নামেন্ট সবে শুরু হয়েছে। আশা করি আমরা ভাল খেলব।' 

ঋষভ পন্ত ও সৌরভ গঙ্গোপাধ্যায়
Aajtak Bangla
  • জয়পুর,
  • 28 Mar 2024,
  • अपडेटेड 10:58 AM IST

প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের (Punjab Kings)  বিরুদ্ধে হার। বৃহস্পতিবার জয়পুরে দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajastan Royals) বিরুদ্ধে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস (Delhi Caitals)। তবে প্রথম ম্যাচে হারের পর তা নিয়ে খুব বেশি চিন্তিত নন দিল্লি দলের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সবে টুর্নামেন্ট শুরু হয়েছে। ফলে এই হার নিয়ে ভাবার কিছু নেই বলে মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন। তিনি বলেন, 'মরসুম শুরু হওয়ার আগে সকলেই কঠোর পরিশ্রম করেছে। টুর্নামেন্ট সবে শুরু হয়েছে। আশা করি আমরা ভাল খেলব।' 

পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটা কেন হারতে হয়েছে সে ব্যাপারেও মুখ খুলেছেন সৌরভ। তিনি বলেন, 'চণ্ডীগড়ের ম্যাচটা হারতে হয় ইশান্ত শর্মা চোট পেয়ে যাওয়ায়। তবে বৃহস্পতিবার একেবারে নতুন ম্যাচ। নতুন মনোভাব নিয়েই মাঠে নামব।' দিল্লি হার দিয়ে শুরু করলেও বৃহস্পতিবার তাদের প্রতিপক্ষ রাজস্থান অভিজান শুরু করেছে লখনউ সুপার জায়েন্টকে হারিয়ে। রাজস্থান ম্যাচের আগে সৌরভ বলেন, 'পুরো শক্তির দল আমরা পেয়ে গিয়েছি। অনরিখ নখিয়া দলের সঙ্গে যোগ দিয়েছে। জোরে বোলিং বিভাগে নখিয়ার সঙ্গে থাকছে মুকেশ কুমার, মহম্মদ খলিল এবং ইশান্ত। রয়েছে দুই স্পিনার অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব। ফলে আমাদের দলও শক্তিতে পিছিয়ে নেই।’ চোট সারিয়ে পন্ত ফিরে আসায় দলের শক্তি যে অনেকটাই বেড়েছে তাও স্বীকার করে নিলেন সৌরভ। তিনি বলেন, ‘চোট সারিয়ে ঋষভ ফিরে আসায় ব্যাটিংও অনেক জোরদার হয়েছে। গত বছর ঋষভের অভাবটা আমরা অনুভব করেছি। ওর শূন্যস্থান পূরণ হয় না।’

বোলিং বিভাগ নয়, ব্যাটিং নিয়েই বেশি চিন্তিত সৌরভ। দিল্লি ক্রিকেট ডিরেক্টর বলেন, 'ভাল ব্যাটিং খুবই প্রয়োজনীয়। সেটা কাজে এলেই প্রচুর ম্যাচ জেতা সম্ভব। সত্যি বলতে, বোলিং বিভাগ নিয়ে আমাদের তেমন কোনও সমস্যা নেই।' এবার দেখার, রাজস্থানের ঘরের মাঠে সঞ্জু স্যামসনদের হারিয়ে এবারের আইপিএল-এ (IPL 2024) প্রথম জয় তুলে নিতে পারে কিনা দিল্লি।      

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement