Advertisement

IPL 2024: KKR ফাইনালে উঠতেই প্রকাশ্যে ক্ষমা চাইলেন শাহরুখ, মন ভাল করা সেই VIDEO

দুর্দান্ত ক্রিকেট খেলে আইপিএল-এর (IPL 2024) ফাইনালে পৌঁছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) আট উইকেটে হারিয়ে জয় পায় শ্রেয়াস আইয়ারের (Shreyash Iyer) দল। আর সেই ম্যাচের পর স্বাভাবিক ভাবেই আনন্দে মেতে ওঠেন দলের অন্যতম মালিক শাহরুখ খান (Shahrukh Khan)। গোটা স্টেডিয়াম ঘুরে দর্শকদের অভিনন্দন জানাতে থাকেন বলিউডের বাদশা। তবে এর মাঝেই হঠাৎ ক্ষমা চাইতে দেখা যায় তাঁকে। কেন হঠাৎ ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন কিং খান?

দর্শকদের কাছে ক্ষমা চাইছেন শাহরুখ
Aajtak Bangla
  • আহমেদাবাদ ,
  • 22 May 2024,
  • अपडेटेड 12:33 PM IST

দুর্দান্ত ক্রিকেট খেলে আইপিএল-এর (IPL 2024) ফাইনালে পৌঁছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) আট উইকেটে হারিয়ে জয় পায় শ্রেয়াস আইয়ারের (Shreyash Iyer) দল। আর সেই ম্যাচের পর স্বাভাবিক ভাবেই আনন্দে মেতে ওঠেন দলের অন্যতম মালিক শাহরুখ খান (Shahrukh Khan)। গোটা স্টেডিয়াম ঘুরে দর্শকদের অভিনন্দন জানাতে থাকেন বলিউডের বাদশা। তবে এর মাঝেই হঠাৎ ক্ষমা চাইতে দেখা যায় তাঁকে। কেন হঠাৎ ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন কিং খান?

কী ঘটেছিল?

কেকেআর জিতে যেতেই মাঠে নেমে আসেন শাহরুখ। সেই সময় সম্প্রচারকারী সংস্থার হয়ে পোস্ট ম্যাচ শো করছিলেন আকাশ চোপড়া, পার্থিব পটেল ও সুরেশ রায়না। মাঠ প্রদক্ষিণ করার সময় সেই শো-র ক্যামেরার সামনে এসে যান শাহরুখ। না বুঝেই ঢুকে পড়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে ক্ষমা চান তিনি। একে একে জড়িয়ে ধরেন তিন প্রাক্তন ক্রিকেটারকে। এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মঙ্গলবার আহমেদাবাদে ম্যাচ হলেও, প্রচুর কেকেআর সমর্থক এই খেলা দেখতে এসেছিলেন। গোটা ম্যাচ জুড়ে শ্রেয়াস আইয়ারদের হয়ে গলা ফাটান তাঁরা। আর এই দৃশ্য দেখেই ম্যাচের পর মাঠে নেমে আসেন শাহরুখ। ম্যাচ চলাকালীন নীল জার্সি এবং জিন্‌স পরে বসেছিলেন শাহরুখ। হায়দরাবাদের উইকেট পতনই হোক বা শ্রেয়স আয়ার, বেঙ্কটেশ আয়ারের ব্যাটিং, ক্যামেরা যখনই তাঁকে ধরেছে, তখনই হাততালি দিতে দেখা গিয়েছে শাহরুখকে। 

তবে ম্যাচ শেষ হওয়ার পর সাদা গোলগলা টিশার্ট পরে মাঠে নামেন তিনি। সঙ্গে মেয়ে সুহানা ও ছেলে আব্রাহাম। ম্যানেজার পূজা দাদলানিও উপস্থিত ছিলেন। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া 'বাজিগর' ছবির পোজে দেখা যায় শাহরুখ খানকে। পরে দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করে অভিনন্দন জানান তিনি। 

Advertisement

আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলে ফাইনালে ওঠা কেকেআর-কে নিয়ে স্বপ্ন দেখছেন ফ্যানরা। সাধারনভাবে কোয়ালিফায়ার ১-এ জিতে ফাইনালে যাওয়া দল আইপিএল ফাইনাল হারে না। এই পরিসংখ্যানের পাশাপাশি কলকাতার দর্শকদের ভরসা দিচ্ছে মিশেল স্টার্কদের দুরন্ত ফর্মও। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement