Advertisement

IPL 2024 SRH vs RR Weather Update: চিপকে বৃষ্টির আশঙ্কা, SRH vs RR ম্যাচ ভেস্তে গেলে ফাইনালে কারা?

শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদের (Sunrisers Hyderabad) মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। চেন্নাইয়ে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে বৃষ্টি হলে কী হবে? কোন দল ফাইনালে পৌঁছে যাবে? আবহাওয়া দপ্তর সূত্রের খবর তিনদিন বৃষ্টি হতে পারে চেন্নাইয়ে। ফলে এর জেরে বিঘ্ন হতে ম্যাচ। তবে অল্প বৃষ্টির পূর্বাভাস থাকায় ভেস্তে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সেক্ষেত্রে ম্যাচের ভবিষ্যৎ কী হবে? 

এসআরএইচ বনাম আরআর (ফাইল ফটো)এসআরএইচ বনাম আরআর (ফাইল ফটো)
Aajtak Bangla
  • চেন্নাই,
  • 24 May 2024,
  • अपडेटेड 12:46 PM IST

শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদের (Sunrisers Hyderabad) মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। চেন্নাইয়ে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে বৃষ্টি হলে কী হবে? কোন দল ফাইনালে পৌঁছে যাবে? আবহাওয়া দপ্তর সূত্রের খবর তিনদিন বৃষ্টি হতে পারে চেন্নাইয়ে। ফলে এর জেরে বিঘ্ন হতে ম্যাচ। তবে অল্প বৃষ্টির পূর্বাভাস থাকায় ভেস্তে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সেক্ষেত্রে ম্যাচের ভবিষ্যৎ কী হবে? 

ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে?
এবারের আইপিএল-এ (IPL 2024) এখনও অবধি তিনটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। এর মধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে, চেন্নাইয়ের চিপকে আগামী তিন দিন হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই ম্যাচ হয়তো ভেস্তে যাবে না। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচে বিঘ্ন ঘটতেই পারে।

ফাইনালে রিজার্ভ ডে রয়েছে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে রিজার্ভ ডে রয়েছে। কিন্তু প্লে অফে কোনও ম্যাচের জন্য রিজার্ভ ডে নেই। তাই বৃষ্টিতে যদি একান্তই ম্যাচ না হয়, তা হলে অন্য ভাবে চলতি আইপিএলের দ্বিতীয় ফাইনালিস্ট পাওয়া যাবে। এক্ষেত্রে কী নিয়ম রয়েছে? আইপিএলের প্লে অফ ম্যাচ ভেস্তে গেলে ফাইনালে সুযোগ পাওয়া টিম হওয়ার ক্ষেত্রে সুবিধা পাবে পয়েন্ট টেবলের অবস্থান। গ্রুপ পর্বে হায়দরাবাদ ও রাজস্থানের পয়েন্ট ১৭। কিন্তু নেট রানরেটে এগিয়ে থাকার জন্য হায়দরাবাদ পয়েন্ট টেবলের দুইয়ে শেষ করেছিল আর তিনে শেষ করেছিল রাজস্থান। ফলে বৃষ্টিতে দ্বিতীয় কোয়ালিফায়ার ভেস্তে গেলে কেকেআরের বিরুদ্ধে ফাইনালে খেলার সুযোগ পাবে অরেঞ্জ আর্মি।

এবারের আইপিএল-এ দারুণ ছন্দে রয়েছে কেকেআর। শীর্ষে থেকে প্লে অফে যাওয়ার পর হায়দরাবাদকে হারিয়ে পৌঁছে গিয়েছে ফাইনালেও। অন্যদিকে ফাইনালে যেতে হলে আরও একটা ধাপ পেরতে হবে হায়দরাবাদকে। তাদের সামনে এবার রাজস্থান রয়্যালস। ফলে লড়াই বেশ কঠিন। এখন দেখার রবিবারের ফাইনালে কোন দল পৌঁছতে পারে। 

    
  

Advertisement
Read more!
Advertisement
Advertisement