Advertisement

IPL 2024 Varun Chakravarthy: শাহরুখও গোয়েঙ্কার মতো চিত্‍কার করেন? ড্রেসিং রুমের সিক্রেট জানালেন কলকাতার তারকা

IPL-এ (IPL 2024) ক্রিকেটারদের সঙ্গে মালিকের সম্পর্ক ঠিক কেমন হওয়া উচিত? ক্যামেরার সামনেই কেএল রাহুলকে (KL Rahul) ডেকে মালিক সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) জবাবদিহি চাওয়া নিয়ে এই বিতর্ক দানা বেধেছে। লখনউ (Lucknow Super Giant) কর্ণধার কি ঠিক করলেন? তা নিয়ে আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। এর মধ্যেই, অনেকে কঠিন সময়ে দলের পাশে থাকার জন্য কেকেআর (Kolkata Knight Riders) মালিক শাহরুখ খানের (Shah Rukh Khan) প্রশংসা করেছেন। শুক্রবার এ নিয়েই মুখ খুললেন কেকেআর মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarty)।

Shah rukh Khan, IPL 2024, KKRShah rukh Khan, IPL 2024, KKR
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 May 2024,
  • अपडेटेड 10:53 AM IST

IPL-এ (IPL 2024) ক্রিকেটারদের সঙ্গে মালিকের সম্পর্ক ঠিক কেমন হওয়া উচিত? ক্যামেরার সামনেই কেএল রাহুলকে (KL Rahul) ডেকে মালিক সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) জবাবদিহি চাওয়া নিয়ে এই বিতর্ক দানা বেধেছে। লখনউ (Lucknow Super Giant) কর্ণধার কি ঠিক করলেন? তা নিয়ে আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। এর মধ্যেই, অনেকে কঠিন সময়ে দলের পাশে থাকার জন্য কেকেআর (Kolkata Knight Riders) মালিক শাহরুখ খানের (Shah Rukh Khan) প্রশংসা করেছেন। শুক্রবার এ নিয়েই মুখ খুললেন কেকেআর মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarty)।

শনিবার মুম্বইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নামছে কলকাতা। সেই ম্যাচের আগেই, মালিক হিসেবে শাহরুখ খান ঠিক কেমন তা জানিয়ে দিলেন বরুণ।  সাংবাদিক সম্মেলনে রাজস্থান (Rajasthan Rouyals) ম্যাচের কথা তুলে ধরে বরুণ বলেন, 'পঞ্জাবের বিরুদ্ধে ২৬০ করার পরও আমরা হেরে গেছিলাম। মনে আছে, ড্রেসিংরুমে এসে শাহরুখ আমাদের বলেছিল- এটা হতেই পারে। ক্রিকেট অনেক পরিবর্তন হচ্ছে। আধুনিক হচ্ছে অনেক। পরের ম্যাচে তোমরা ঘুরে দাঁড়াও। কখনো ভেঙে পড়ো না।’

পাশাপাশি কেকেআর তারকা আরও বলেন, 'আমি এমনই একজন কর্ণধারকে দেখেছি যে সবসময় দলের পাশে থাকে। রেজাল্ট যাই হোক না কেন। আমি দীর্ঘদিন ধরে কেকেআরে খেলছি।’  

লখনউ সুপার জায়ান্টসের দেওয়া ১৬৬ রানের টার্গেট মাত্র ৫৮ বলেই পূরণ করে সানরাইজার্স (Sunrisers Hyderabad)। ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার ওপেনিং জুটিই ম্যাচ জেতায় সানরাইজার্সকে। মানসিক ভাবে বিধ্বস্ত ছিলেন লখনউ ক্রিকেটাররা। তার উপর ক্যাপ্টেন ও কোচকে প্রকাশ্যেই তুলোধনা করতে দেখা যায় কর্ণধারকে। এর পরেই শুরু হয়ে যায় নানা বিতর্ক। অনেকেই মনে করেন, দলের ক্রিকেটাদের কাছ থেকে জবাবদিহি চাইতেই পারেন মালিক। তবে তা ড্রেসিংরুমে বা বন্ধ ঘরের মধ্যে হওয়াই উচিত। প্রকাশ্যে একজন ক্রিকেটারের সম্মানহানি কখনই উচিত নয় বলে মত তাদের।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement