Advertisement

IPl 2024 Virat Kohli Rinku Singh: বিরাটের থেকে ফের ব্যাট আদায় করেই ছাড়লেন রিঙ্কু, RCB ম্যাচ শেষে বললেন...

শেষ পর্যন্ত বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট হাতে পেলেন কেকেআর-এর (KKR) রিঙ্কু সিং (Rinku Singh)। আরসিবি-র (RCB) বিরুদ্ধে ম্যাচের আগে কিং কোহলির কাছে ব্যাট চেয়েছিলেন রিঙ্কু। ম্যাচের আগে বিরাটকে জানিয়েছিলেন সে কথা। তবে তিনি যে তারপরেও ব্যাট পাবেন তা বোধহয় বুঝতেই পারেননি রিঙ্কু নিজেও। ম্যাচ শেষে এক ফ্যানের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বিরাটের দেওয়া ব্যাট নিয়েই স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যাচ্ছেন কেকেআর ফিনিশার। সেই সময় তাঁকে প্রশ্ন করা হলে, তিনি জানান, বিরাটই তাঁকে ব্যাটটা দিয়েছেন।

রিঙ্কুকে ব্যাট দিচ্ছেন বিরাট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Apr 2024,
  • अपडेटेड 6:29 PM IST

শেষ পর্যন্ত বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট হাতে পেলেন কেকেআর-এর (KKR) রিঙ্কু সিং (Rinku Singh)। আরসিবি-র (RCB) বিরুদ্ধে ম্যাচের আগে কিং কোহলির কাছে ব্যাট চেয়েছিলেন রিঙ্কু। ম্যাচের আগে বিরাটকে জানিয়েছিলেন সে কথা। তবে তিনি যে তারপরেও ব্যাট পাবেন তা বোধহয় বুঝতেই পারেননি রিঙ্কু নিজেও। ম্যাচ শেষে এক ফ্যানের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বিরাটের দেওয়া ব্যাট নিয়েই স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যাচ্ছেন কেকেআর ফিনিশার। সেই সময় তাঁকে প্রশ্ন করা হলে, তিনি জানান, বিরাটই তাঁকে ব্যাটটা দিয়েছেন।

আগে বিরাট ও রিঙ্কুর কথোপকথনের ভিডিও শেয়ার করেছিল কেকেআর। প্রথমে ভয়ে বিরাটের থেকে সরাসরি ব্যাট চাইতে পারেননি রিঙ্কু। প্রথমে কথা শুরু করেন, বিরাটের দেওয়া ব্যাটটা ভেঙে গিয়েছে বলে। তারপর নানা ধরণের কথা বলতে থাকলেও, আরেকবার ব্যাট চাওয়ার সাহস দেখাতে পারেননি। অভিজ্ঞ বিরাট নিজেই বুঝে যান সে কথা। তাই ব্যাট দেওয়ার বিষয়ে কোনও উচ্চবাচ্য করেননি। শেষপর্যন্ত আর থাকতে না পেরে সরাসরি ব্যাট চেয়ে বসেন রিঙ্কু। সটান বলে দেন যে ‘তোমার দিব্যি, আর ব্যাট ভাঙব না।’ যদিও বিরাট সাফ জানিয়ে দেন যে দুটি ম্যাচে দুটি ব্যাট দেবেন নাকি? তারপর তিনি চলে যান। পরে তিনি রিঙ্কুকে ব্যাট দিয়েছেন কিনা, তা অবশ্য এখনও জানা যায়নি। এই কথোপকথনের মাঝে, নিজের ব্যাট নিয়েও অনুযোগ করতে শোনা যায় রিঙ্কুকে।  

   

আর এবার সেই আক্ষেপই মিটিয়ে দিলেন বিরাট। কলকাতায় অনুষ্ঠিত এই ম্যাচে ১ রানে জয় পায় কেকেআর। হাড্ডাহাড্ডি এই ম্যাচে ২০ ওভার ব্যাট করে ২২২ রান করে কেকেআর। রিঙ্কু নিজেও বেশ ভাল ইনিংস খেলেন। মাত্র ১৬ বলে করেন ২৪ রান। ফিনিশার হিসেবে গত মরসুম থেকেই ভাল ছন্দে তিনি। আর এবার চোট থাকায় তাঁকে ইম্প্যাক্ট সাব হিসেবে ব্যবহার করছেন গৌতম গম্ভীররা। 

Advertisement

কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে পঞ্জাব ও কেকেআর। পঞ্জাবের বিরুদ্ধে জিততে পারলে, শীর্ষে যাওয়ার পথে আরও অনেকটাই এগিয়ে যাবে কলকাতা। ৭ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১০। পাশাপাশি শীর্ষে থাকা রাজস্থান আট ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। এক ম্যাচ থেকে চার পয়েন্ট পাওয়া সম্ভব নয়, জিতলে দুই পয়েন্ট পাবেন শ্রেয়াস আইয়াররা। তাতে ১২ পয়েন্ট হবে কলকাতার। রাজস্থান একটা ম্যাচ হারলে সুবিধা হবে তাদের। সাত ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে হায়দরাবাদও। ফলে কেকেআর-কে দ্বিতীয় স্থান ধরে রাখতে হলে জিততেই হবে আগামিকালের ম্যাচ। 

   

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement