ঘরের মাঠে রাজস্থানের (Rajasthan Royals) বিরুদ্ধে ২ উইকেটে হেরে গিয়েছে কলকাতা (Kolkata Knight Riders)। শুধু হার নয়, এই ম্যাচে চোট পেয়েছিলেন কলকাতার ফিনিশার রিঙ্কু সিং (Rinku Singh)। সে কারণে তিনি ফিল্ডিং করতেও নামেননি। কবে তিনি ফের মাঠে নামবেন? সেটাই এখন প্রশ্ন কেকেআর (KKR) সমর্থকদের মনে। তবে রিঙ্কুর চোট নিয়ে বড় আপডেট সামনে এসেছে। কবে তিনি মাঠে নামতে পারবেন তা স্পষ্ট হয়েছে এই আপডেট থেকেই।
কবে মাঠে ফিরছেন রিঙ্কু?
বুধবারের ম্যাচে রিক্ঙু অল্প চোট পেয়েছেন। ঝুঁকি যাতে না হয়, সেই কারণেই তাঁকে সরিয়ে নেওয়া হয়েছিল। তবে পরের ম্যাচে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামবেন রিঙ্কু। এমনটাই সূত্রের খবর। ২১ এপ্রিল কলকাতায় বিরাট কোহলিদের বিরুদ্ধে মাঠে নামবেন রিঙ্কু। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে ফিনিশার হিসেবেও ভাল ব্যাট করেছিলেন রিঙ্কু। মাত্র ৯ বল খেলে ২০ রান করেন তিনি। একটি চার ও দু'টি ছক্কা মারেন তিনি।
২০২৪ সালে রিঙ্কুর পারফরম্যান্স
২০২৪ আইপিএল টুর্নামেন্টে রিঙ্কু সিংয়ের পারফরম্যান্স নিয়ে যদি কথা বলতে হয় তাহলে তিনি এখনও পর্যন্ত ৬ ম্যাচের ৫ ইনিংসে মোট ৮৩ রান করেন। এই রানটি তিনি ২৭.৬৬ ব্যাটিং গড় এবং ১৬২.৭৪ স্ট্রাইক রেটে করেছেন। এবারের টুর্নামেন্টে রিঙ্কু সর্বাধিক ২৬ রান করেছেন। আশা করা হচ্ছে, ২০২৪ টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে রিঙ্কু সিংয়ের জায়গা হতে পারে। দলের ফিনিশার হিসেবে তিনি টিম ইন্ডিয়ায় জায়গা পাবেন বলে আশা করা হচ্ছে। দলের লোয়ার অর্ডারে তিনি দ্রুত গতিতে রান করতে পারেন।
পয়েন্ট টেবিলে কে কোথায়?
সাত ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে আইপিএল লিগ টেবিলের শীর্ষে রাজস্থান। দুই নম্বরে কেকেআর। ছয় ম্যাচে আট পয়েন্ট পেয়েছে শ্রেয়াস আইয়ারের দল। সাত ম্যাচ ২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সবার শেষে বিরাট কোহলির আরসিবি। ছয় ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে মুম্বই নয় নম্বরে।