২০২৫ সালের আইপিএল-এর (IPL 2024) আগে মেগা নিলাম (IPL Mega Auction) হতে চলেছে। কবে সেই নিলাম হবে তার তারিখ এখনও জানানো না হলেও, ৩১ অক্টোবরের মধ্যে ১০টি ফ্র্যাঞ্চাইজিকে তাদের ধরে রাখা এবং ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে। দীপাবলির দিন দিয়ে দেওয়া হল ১০ দলের সেই তালিকা।
বিসিসিআই (BCCI) সম্প্রতি ধরে রাখার বিষয়ে নতুন নিয়ম জারি করেছে। এই অনুসারে, একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৬ জন খেলোয়াড় ধরে রাখতে পারে। যদি কোনও দল ৬ জনের কম খেলোয়াড় ধরে রাখে, সে ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি নিলামের সময় রাইট টু ম্যাচ কার্ড ব্যবহারের সুযোগ পাবে। ধরে রাখা খেলোয়াড়দের আনুষ্ঠানিক তালিকা প্রকাশের আগেই শুরু হয়েছে জল্পনা।
কোন দল কাদের ধরে রাখল?
রিপোর্টে যা বলা হয়েছিল তাই হল, গুজরাত টাইটান্স (Gujarat Titans) মহম্মদ শামিকে (Mohammed Shami) ছেড়ে দিল পারে। লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giant) অধিনায়ক কেএল রাহুলও (KL Rahul) নিলামে উঠছেন। আসুন জেনে নিই ১০টি ফ্র্যাঞ্চাইজি কোন কোন খেলোয়াড়কে ধরে রাখল।
গুজরাত টাইটান্স (GT)-
শুভমান গিল (১৬.৫ কোটি)
রশিদ খান (১৮ কোটি)
সাই সুদর্শন (৮.৫ কোটি)
শাহরুখ খান (৪ কোটি)
রাহুল তেওয়াতিয়া (৪ কোটি)
লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)
নিকোলাস পুরান (২১ কোটি)
মায়াঙ্ক যাদব (১১ কোটি)
রবি বিষ্ণোই (১১ কোটি)
আয়ুষ বাদোনি (৪ কোটি)
মহসিন খান (৪ কোটি)
মুম্বই ইন্ডিয়ান্স (MI)
হার্দিক পান্ডিয়া
জসপ্রিত বুমরা
রোহিত শর্মা
সূর্যকুমার যাদব
তিলক ভার্মা
মুম্বই ইন্ডিয়ান্স (MI)
হার্দিক পাণ্ডিয়া (১৬.৩৫ কোটি)
সূর্যকুমার যাদব (১৬.৩০ কোটি)
রোহিত শর্মা (১৬.৩০ কোটি)
জসপ্রিত বুমরা (১৮ কোটি)
তিলক ভার্মা (৮ কোটি)
চেন্নাই সুপার কিংস (CSK)
রুতুরাজ গায়কওয়াড় (১৮ কোটি)
মাথিশা পাথিরানা (১৩ কোটি)
শিবম দুবে (১২ কোটি)
রবীন্দ্র জাদেজা (১৮ কোটি)
মহেন্দ্র সিং ধোনি (৪ কোটি)
সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)
প্যাট কামিন্স (১৮ কোটি)
হেনরিখ ক্লাসেন (২৩ কোটি)
অভিষেক শর্মা (১৪ কোটি)
ট্র্যাভিস হেড (১৪ কোটি)
নীতীশ কুমার রেডিড (৮ কোটি)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)
বিরাট কোহলি
রিজত পাতিদার
যশ দয়াল
দিল্লি ক্যাপিটালস (DC)
কুলদীপ যাদব
অক্ষর প্যাটেল
অভিষেক পোড়েল
ট্রিস্টান স্টাবস
কলকাতা নাইট রাইডার্স (KKR)
সুনীল নারিন
রহমানুল্লাহ গুরবাজ
রিঙ্কু সিং
হর্ষিত রানা
বরুণ চক্রবর্তী
আন্দ্রে রাসেল
রমনদীপ সিং
পঞ্জাব কিংস (PBKS)
শশাঙ্ক সিং
প্রভসিমরান সিং
রাজস্থান রয়্যালস (RR)
সঞ্জু স্যামসন
যশস্বী জয়সওয়াল
শিমরান হেটমায়ার
ধ্রুভ জুড়েল
সন্দীপ শর্মা
রিয়ান পরাগ