Advertisement

IPL Auction 2025 Mohammed Shami: লড়াই করেও শামিকে পেল না KKR, ১০ কোটি টাকায় কোন দলে তারকা বোলার?

চোটের জন্য ২০২৪ সালের আইপিএল-এ (IPL 2024) খেলতে পারেননি মহম্মদ শামি (Mohammed Shami)। চোট কাটিয়ে ফেরত এসে বাংলার হয়ে দু'টি ম্যাচ খেলে ফেলা তারকা ফাস্ট বোলারকে নিয়ে ২০২৫ আইপিএল-এর মেগা নিলামে (IPL Mega Auction 2025) যে ঝড় উঠবে তা বোঝা গিয়েছিল। তবে শামির নাম আসার আগেই শ্রেয়াস আইয়ার ও ঋষভ পান্তকে নিয়ে বিরাট লড়াই চলল প্রায় ১০ দলের মধ্যেই। ২৬.৭৫ কোটি টাকায় পঞ্জাবে শ্রেয়স আইয়ার। রেকর্ড ২৭ কোটি টাকায় লখনউতে ঋষভ পান্ত। তবে মহম্মদ শামিকে কি পাবে কেকেআর? তা নিয়ে চিন্তা ছিলই।

Mohammed ShamiMohammed Shami
Aajtak Bangla
  • জেড্ডা,
  • 24 Nov 2024,
  • अपडेटेड 5:47 PM IST

চোটের জন্য ২০২৪ সালের আইপিএল-এ (IPL 2024) খেলতে পারেননি মহম্মদ শামি (Mohammed Shami)। চোট কাটিয়ে ফেরত এসে বাংলার হয়ে দু'টি ম্যাচ খেলে ফেলা তারকা ফাস্ট বোলারকে নিয়ে ২০২৫ আইপিএল-এর মেগা নিলামে (IPL Mega Auction 2025) যে ঝড় উঠবে তা বোঝা গিয়েছিল। তবে শামির নাম আসার আগেই শ্রেয়াস আইয়ার ও ঋষভ পান্তকে নিয়ে বিরাট লড়াই চলল প্রায় ১০ দলের মধ্যেই। ২৬.৭৫ কোটি টাকায় পঞ্জাবে শ্রেয়স আইয়ার। রেকর্ড ২৭ কোটি টাকায় লখনউতে ঋষভ পান্ত। তবে মহম্মদ শামিকে কি পাবে কেকেআর? তা নিয়ে চিন্তা ছিলই।

লড়াই করলেও মহম্মদ শামিকে নিতে পারল না কলকাতা। মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে ম্যাচ উইনিং পারফরম্যান্স করেছেন তারকা পেসার। চোট-আঘাত জয় করে মাঠে ফিরে বাংলার জার্সিতে দুরন্ত পারফর্ম করেছিলেন। ২০২৩ বিশ্বকাপের পর থেকেই চোটে জেরবার শামি। তিনি কবে ফিরবেন মাঠে তা নিয়ে এতদিন কোনও খবরই ছিল না। তবে এখন শামি আগের থেকে অনেকটা ফিট। আর সেটা তাঁকে ঘরোয়া ক্রিকেটে দেখেই বোঝা গিয়েছিল। 

সেই শামিকে নিয়ে আবার বড়সড় ভবিষ্যদ্বাণী করেছিলেন আকাশ চোপড়া। বলেছিলেন, আইপিএল নিলামে শামি এবার বেশি দর পাবেন না। চোটই তার একমাত্র কারণ। তবে সেই সম্ভাবনা উড়িয়ে উল্টে কটাক্ষই করেছিলেন শামি। আকাশকে জ্যোতিষী বলে সকলকেই তাঁর কাছে গিয়ে হাত দেখানোর পরামর্শও দিয়েছিলেন তারকা পেসার। তবে এক্ষেত্রে আকাশের কথা মিলেই গেল বলা যায়। ২০২৩ বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া এই বোলারকে মাত্র ১০ কোটি টাকায় বিক্রি হতে হল। 

কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস তাঁকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল। তবে শেষ অবধি ১০ কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদে গেলেন শামি। তাঁকে আরটিএম কার্ড ব্যবহার করে রাখার আগ্রহ দেখাল না গুজরাত টাইটান্স।


   

Advertisement
Read more!
Advertisement
Advertisement