২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় আয়োজিত হতে চলেছে আইপিএল-এর মেগা নিলাম (IPL Mega Auction)। ২০২৫-এর আইপিএল-এর এই নিলামের আগে প্রতিটি দলই তাঁদের রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে দিয়েছে। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবার ছয় ক্রিকেটারকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। বাকি কাদের টার্গেট করতে পারে কলকাতার দল? তা নিয়েই চলছে নানা জল্পনা।
কাদের দলে নিয়ে ঝাঁপাবে কলকাতা?
কলকাতার দলে ফাস্ট বোলারের যেমন অভাব থাকছে, তেমন থাকছে উইকেটকিপার নিয়েও সমস্যা। গতবারের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে রিলিজ করে বড় চমক দিয়েছে কেকেআর। একইসঙ্গে ৬ জনকে রিটেন করেছে নাইটরা।
উইকেট কিপার কে হতে পারেন?
ফিল সল্ট, রহমানুল্লাহ গুরবাজের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের অন্যতম বড় লক্ষ্য হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের উইকেট রক্ষক ব্যাটসম্যান ঈশান কিষাণ। মিস্ট্রি স্পিনার সুনীল নারিনের সঙ্গে ওপেনিংয়ের জন্য শক্তিশালী পার্টনার প্রয়োজন। তাই ঈশান কিষাণের প্রতি কেকেআরের আগ্রহ স্বাভাবিক। আইপিএলে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে জস বাটলার অন্যতম সেরা। রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা বাটলার, যিনি বিশ্ব ক্রিকেটে সাদা বলের ক্রিকেটে এক উজ্জ্বল নাম।
পেস বোলার কাদের নিতে পারে কেকেআর?
গত আইপিএলে চোটের কারণে মাঠে নামতে না পারা মহম্মদ শামি এবার কেকেআরের লক্ষ্য হতে পারেন। গুজরাট টাইটান্স তাকে ছেড়ে দিয়েছে এবং শামি চোট সারিয়ে উঠলে কেকেআরের জন্য হতে পারেন এক দারুণ পেস বোলিং অপশন।
ভারতের তরুণ পেস বোলার আর্শদীপ সিং এবার কেকেআরের দলে যোগ হতে পারেন। ডেথ ওভারে তাঁর দুর্দান্ত বোলিং দক্ষতা এক সময়ে ভারতীয় দলের অন্যতম ভরসা ছিল। মিডল অর্ডার ব্যাটারের মধ্যে ভেঙ্কটেশ আইয়ার ফের কেকেআরের টার্গেট লিস্টে রয়েছে। আইয়ারের ব্যাটিং দক্ষতা এবং মিডিল অর্ডারে তার ঝোড়ো ইনিংস কেকেআর দলকে বড় ম্যাচে গুরুত্বপূর্ণ রান এনে দিয়েছে।
কত টাকা খরচ করতে পারবে কেকেআর?
আইপিএলের নিয়ম অনুযায়ী প্রতিটি দল পার্সে ১২০ কোটি টাকা করে পাবে। তারমধ্যে থেকেই রিটেনশন করতে হয়েছে সবকটি দলকে। কেকেআর রিঙ্কু ১৩ কোটি, রাসেল-নারিন-বরুণ ১২ কোটি করে ও হর্ষিত-রমনদীপকে ৪ কোটি টাকা করে দিয়েছে। এই ৬ জনের রিটেনশনের হিসেব যোগ করলে দেখা যাবে কেকেআরের খরচ হয়েছে ৫৭ কোটি টাকা। ফলে কেকেআরের পার্সে থাকা উচিত আরও ৬৩ কোটি টাকা। কিন্তু নাইটদের পার্সে রয়েছে ৫১ কোটি টাকা।
এই ১২ কোটি টাকা কেন কমে গেল কেকেআরের তা কিন্তু অনেকর কাছেই অজানা। বিষয়টা রয়েছে নিয়মেই। আইপিএল কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছিল যে ফ্র্যাঞ্চাইজিগুলি যাই করুক, ছয় রিটেনশনের জন্য কমপক্ষে ৬৯ কোটি টাকা তাঁদের ঝুলি থেকে কাটা হবে। কেকেআর তাদের ৬ ক্রিকেটারকে ম্যানেজ করে ৫৭ কোটির মধ্যে রিটেনশন কমপ্লিট করেছে। কিন্তু নিয়ম অনুযায়ী পার্স থেকে ৬৯ কোটি টাকা কেটে নেওয়া হয়েছে। সেই কারণেই কেকেআরের পার্সে এখন ৫১ কোটি টাকা দেখাচ্ছে।
৬ ক্রিকেটারকে রিটেন করার পর কেকেআরের হাতে রয়েছে মোট ৫১ কোটি টাকা। এই টাকার মধ্যেই গোটা দল গড়তে হবে নাইটদের। নিলামে মোট ১৯ জন ক্রিকেটারকে কিনতে পারবে কলকাতা নাইট রাইডার্স। তার মধ্যে মোট আরও ৬ জন বিদেশি কিনতে পারবে কেকেআর। অর্ধেকের বেশি টাকা খরচ হয়ে গিয়েছে নাইটদের। কেকেআরের হাতে নেই একটি আরটিএম কার্ড। ৫১ কোটি টাকার মধ্যে অনেক হিসেব করে দল গড়তে হবে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টকে।