ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2022) মেগা নিলামের আগে সমস্ত খেলোয়াড়ের তালিকা প্রকাশ করা হয়েছে, এবার তাদের দলে নেওয়ার জন্য বিড করবে আইপিএল-এ অংশ নেওয়া দশটি দল। মঙ্গলবার ৫৯০ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বিসিসিআই (BCCI)। এবার মেগা নিলাম হচ্ছে আইপিএল-এ, ১২ এবং ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে হবে এই নিলাম। এই আইপিএলে শ্রেয়াস আইয়ার, শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি (Mohammad Shami), ইশান কিশান, অজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, যুজবেন্দ্র চাহালের মতো আন্তর্জাতিক ক্রিকেটারদের নামও নিলামের তালিকায় রয়েছে। তবে এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইলের মতো বড় নাম, যারা আইপিএলে বিগত দিনে দারুণ খেলেছেন, তারা এবারের তালিকায় নেই। ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন ডি ভিলিয়ার্স।
৫৯০ জন ক্রিকেটার নিলামে অংশ নেবেন
এবার যে ৫৯০ জন ক্রিকেটারকে বিড করা হবে, তার মধ্যে ২২৮ জন ক্যাপড প্লেয়ার অর্থাৎ তাঁরা এর আগে আইপিএল-এর কোনও না কোনও দলে খেলেছেন। ৩৫৫ জন আনক্যাপড প্লেয়ার, এছাড়াও ৭ জন খেলোয়াড় রয়েছেন অ্যাসোসিয়েট দেশ থেকে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে এবার ফাফ ডু প্লেসি, ডেভিড ওয়ার্নার (David Warner), প্যাট কামিন্স (Pat Cummins), কাগিসো রাবাদা, ট্রেন্ট বোল্ট, কুইন্টন ডি কক, জনি বেয়ারস্টো, জেসন হোল্ডার, ডোয়াইন ব্রাভো, সাকিব আল হাসান, ওয়ানিন্দু হাসরাঙ্গা সহ অন্যান্য খেলোয়াড়দের নাম নিলামে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: কপিল দেবের বিকল্প হবে না, অলরাউন্ডার পেতে কী করা উচিত জানালেন গম্ভীর
আরও পড়ুন: শার্দূল-ক্রুণাল... IPL নিলামে নজরে যে অলরাউন্ডাররা
বড় অঙ্কের নিলাম হতে চলেছে এই মরশুমে
এবারের মেগা নিলামে এমন মোট ৪৮ জন ক্রিকেটার রয়েছেন, যাদের বেসপ্রাইস ২ কোটি টাকা। এবারে ২০ জন ক্রিকেটারের বেস প্রাইস রাখা হয়েছে ১.৫ কোটি টাকা। এছাড়াও ৩৪ জন খেলোয়াড়ের নাম রয়েছে যাদের বেস প্রাইস ১ কোটি টাকা। এবারের নিলামে মোট ৩৭০ জন ভারতীয় খেলোয়াড় অংশ নিচ্ছেন, যেখানে ২২০ জন বিদেশী খেলোয়াড় অংশ নিচ্ছেন। অস্ট্রেলিয়ার ৪৭ জন,ওয়েস্ট ইন্ডিজের ৩৪ জন এবং দক্ষিণ আফ্রিকার ৩৩ জন বিদেশী ক্রিকেটার রয়েছেন। এবার বিদেশী ক্রিকেটারের সংখ্যা সবচেয়ে বেশি।