Advertisement

IPL Mega Auction 2025: রবিবার দুপুরে শুরু IPL-এর মেগা নিলাম, কোথায়-কীভাবে ফ্রিতে দেখবেন?

রাত পোহালেই আইপিএল-এর মেগা নিলাম (IPL Mega Auction)। গোটা ভারত তো বটেই, সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে জেড্ডায় অনুষ্ঠিত হতে চলা এই নিলামে। ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে কবে থেকে শুরু হবে ২০২৫-এর আইপিএল (IPL 2025)।

IPL Mega AuctionIPL Mega Auction
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Nov 2024,
  • अपडेटेड 1:59 PM IST

রাত পোহালেই আইপিএল-এর মেগা নিলাম (IPL Mega Auction)। গোটা ভারত তো বটেই, সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে জেড্ডায় অনুষ্ঠিত হতে চলা এই নিলামে। ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে কবে থেকে শুরু হবে ২০২৫-এর আইপিএল (IPL 2025)। এ বারের মেগা নিলামের জন্য দেশ-বিদেশের ১৫৭৪ জন ক্রিকেটার নাম দিয়েছিলেন। যদিও ফাইনাল লিস্টে জায়গা পেয়েছেন ৫৭৪ জন। ২০৪টি স্লট পূরণ করতে পারবে ১০ ফ্র্যাঞ্চাইজি। নিলামে নাম লিখিয়েছিলেনন ৩২০ জন ক্যাপড, ১২২৪ জন আনক্যাপড ক্রিকেটার। এবং ৩০ জন আইসিসি (ICC) অ্যাসোসিয়েট দেশের ক্রিকেটাররাও। এ বারের নিলামে থাকছেন। ক্রিকেট প্রেমীদের নজর থাকবে কোন ফ্র্যাঞ্চাইজি কোন ক্রিকেটারকে কত টাকায় দলে নিল। 

কবে কোথায় হবে আইপিএল-এর মেগা নিলাম?
২০২৫-এর আইপিএল-এর নিলাম হবে সৌদি আরবের জেড্ডায়। দুইদিন ধরে হবে এই নিলাম। রবিবার ২৪ নভেম্বর আইপিএল-২০২৫ এর মেগা নিলামের প্রথম দিন। আর ২৫ নভেম্বর এই মেগা নিলামের দ্বিতীয় দিন। বর্ডার গাভাসকর ট্রফির তৃতীয় ও চতুর্থ দিন হবে মেগা নিলাম। কারণ পারথ টেস্ট শুরু হয়েছে ২১ নভেম্বর থেকে।   

কীভাবে দেখবেন এই নিলাম?
আইপিএলের অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় দুপুর ১২.৩০ মিনিটে শুরু হবে মেগা নিলাম। ভারতীয় সময় অনুযায়ী, বিকেল ৩টে নাগাদ শুরু হবে আইপিএলের মেগা নিলাম। টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে পঁচিশের আইপিএলের মেগা নিলাম দেখা যাবে। অনলাইনে আইপিএল-২০২৫ এর মেগা নিলাম জিও সিনেমায় দেখা যাবে। 

কোন দল কত টাকা খরচ করতে পারবে?
পঞ্জাব কিংসের হাতে আছে ১১০.৫ কোটি টাকা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হাতে থাকছে ৮৩ কোটি টাকা। দিল্লি ক্যাপিটালস ৭৩ কোটি টাকা নিয়ে নামবে এই মেগা নিলামে। লখনউ সুপার জায়ান্টস নিলামে খরচ করতে পারবে ৬৯ কোটি টাকা। গুজরাত টাইটান্সের হাতে থাকছে ৬৯ কোটি টাকা। চেন্নাই সুপার কিংসের হাতে ৫৫ কোটি টাকা। কলকাতা নাইট রাইডার্সের কাছে থাকবে ৫১ কোটি টাকা। সানরাইজার্স হায়দরাবাদের হাতে থাকছে ৪৫ কোটি টাকা। মুম্বই ইন্ডিয়ান্স খরচ করতে পারবে ৪৫ কোটি টাকা। রাজস্থান রয়্যালসের হাতে আছে ৪১ কোটি টাকা।

Advertisement
Read more!
Advertisement
Advertisement