IPL 2022 Retention players list: IPL-২০২২ এর জন্য ৮টি দলই যে সব খেলোয়াড়দের ধরে রাখতে চায়, তাদের তালিকা প্রকাশ করল। মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থের মতো নামজাদা খেলোয়াড়দের ধরে রেখেছে দলগুলি। আবার ডেভিড ওয়ার্নার, হার্দিক পান্ডিয়া, শিখর ধাওয়ানের মতো খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে তাঁদের ফ্রাঞ্চাইজিরা।
২০২২ সালের IPL-এ ১০টি দল অংশ নেবে। ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহে হবে নিলাম।
২০২২ IPL টুর্নামেন্ট শুরু হতে বা নিলাম অনুষ্ঠিত হতে এখনও হাতে কিছুটা সময় রয়েছে। তবে ৩০ নভেম্বরের মধ্যেই আট দলগুলিকে নিজেদের রিটেন করা খেলোয়াড়দের নাম জানিয়ে দিতে বলা হয়েছে। সেই মতো নাম সামনে এল। দেখে নিন কোন কোন খেলোয়াড়কে ধরে রাখল দলগুলি।