IPL 2022 Retention players list: IPL-২০২২ এর জন্য ৮টি দলই যে সব খেলোয়াড়দের ধরে রাখতে চায়, তাদের তালিকা প্রকাশ করল। মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থের মতো নামজাদা খেলোয়াড়দের ধরে রেখেছে দলগুলি। আবার ডেভিড ওয়ার্নার, হার্দিক পান্ডিয়া, শিখর ধাওয়ানের মতো খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে তাঁদের ফ্রাঞ্চাইজিরা।
২০২২ সালের IPL-এ ১০টি দল অংশ নেবে। ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহে হবে নিলাম।
২০২২ IPL টুর্নামেন্ট শুরু হতে বা নিলাম অনুষ্ঠিত হতে এখনও হাতে কিছুটা সময় রয়েছে। তবে ৩০ নভেম্বরের মধ্যেই আট দলগুলিকে নিজেদের রিটেন করা খেলোয়াড়দের নাম জানিয়ে দিতে বলা হয়েছে। সেই মতো নাম সামনে এল। দেখে নিন কোন কোন খেলোয়াড়কে ধরে রাখল দলগুলি।
-
শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিল দিল্লি
-
মর্গান, শুভমন গিলদের ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স
-
রাজস্থান রয়্যালস ধরে রাখল তিন ক্রিকেটার। সঞ্জুর পাশাপাশি আছেন, জস বাটলার ও যশস্বী জয়সোয়াল।
-
রাসেল, বরুণ, ভেঙ্কটেশ ও সুনীলকে ধরে রাখল KKR
-
দিল্লি ক্যাপিটালসের হয়ে আগামী মরসুমে আছেন ঋষভ, পৃথ্ব, অক্ষর ও নর্খেকে।
-
জাদেজা, ধোনি, মইন আলি ও ঋতুরাজকে রাখল চেন্নাই। সব থেকে বেশি ১৬ কোটি টাকায় জাদেজাকে ধরে রাখল CSK।
- সান রাইজার্স হায়দরাবাদ ধরে রাখল কেন উলিয়ামসনের পাশাপাশি আব্দুল সামাদ ও উমরান মালিককে। ছেড়ে দিল রশিদ খানকে। কেনকে ১৪ কোটি টাকায় রাখল দল। অপর ২ জনকে ৪ কোটি টাকায়।
- আগামী মরশুমেও পাঞ্জাব কিংসে থাকছেন মায়াঙ্ক আগরওয়াল ও অর্শদীপ সিং।
- রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব ও কায়রন পোলার্ডকে ধরে রাখল মুম্বই ইন্ডিয়ান্স।
- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ধরে রাখল তিন ক্রিকেটার। দলে থাকছেন বিরাট, ম্যাক্সওয়েল ও মহম্মদ সিরাজ