Advertisement

Ishan Kishan: ফের দ্রাবিড়ের নির্দেশ অমান্য, ঈশান টি২০ বিশ্বকাপে জায়গা পাবেন?

কোচ রাহুল দ্রাবিড়ের নির্দেশ ছিল, ঘরোয়া ক্রিকেট খেলেই ভারতীয় দলে ফেরত আসতে হবে ঈশান কিশানকে। তবে প্রথম ম্যাচের মতোই, রঞ্জি ট্রাফির দ্বিতীয় ম্যাচও খেলতে নামলেন না এই উইকেট কিপার ব্যাটার। অর্থাৎ আরও একবার কোচের নির্দেশ অমান্য করলেন তিনি? যদিও, মানসিক সমস্যার কারণে ভারতীয় দল থেকে ছুটি চেয়েছিলেন ঈশান। এখন তিনি মানসিক ভাবে সুস্থ হতে পেরেছেন কিনা সেটা যদিও জানা যায়নি।

ishan kishanishan kishan
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jan 2024,
  • अपडेटेड 10:56 AM IST
  • দ্রাবিড়ের নির্দেশ অমান্য ঈশানের
  • টি২০ বিশ্বকাপে খেলবেন?

কোচ রাহুল দ্রাবিড়ের নির্দেশ ছিল, ঘরোয়া ক্রিকেট খেলেই ভারতীয় দলে ফেরত আসতে হবে ঈশান কিশানকে। তবে প্রথম ম্যাচের মতোই, রঞ্জি ট্রাফির দ্বিতীয় ম্যাচও খেলতে নামলেন না এই উইকেট কিপার ব্যাটার। অর্থাৎ আরও একবার কোচের নির্দেশ অমান্য করলেন তিনি? যদিও, মানসিক সমস্যার কারণে ভারতীয় দল থেকে ছুটি চেয়েছিলেন ঈশান। এখন তিনি মানসিক ভাবে সুস্থ হতে পেরেছেন কিনা সেটা যদিও জানা যায়নি।

ঈশানের টি২০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা যে দিনে দিনে কমে যাচ্ছে তা বলাই যায়। কারণ ইতিমধ্যেই ভারতীয় দলের হয়ে নিয়মিত খেলছেন জিতেশ শর্মা। উইকেটের পেছনে তিনি যেমন ভরসা জোগাচ্ছেন ঠিক তেমনি ব্যাট হাতেও খেলছেন দারুণ কিছু ইনিংস। আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি২০ সিরিজে সেরা হয়েছেন জিতেশ। শোনা গিয়েছিল মানসিক সমস্যার কারণে ছুটি চাইলেও, দুবাইয়ে পার্টি করেছেন ঈশান। পাশাপাশি গিয়েছেন কৌন বানেগা ক্রোড়পতির সেটে। এর জেরেই তাঁকে শাস্তি দেওয়া হয়েছে। তবে আফগানিস্তান সিরিজের সময় রাহুল দ্রাবিড় পরিস্কার জানিয়ে দিয়েছেন, ঈশানকে বাদ দেওয়ার কারণ এটা নয়।

শুক্রবার একটি ভিডিও পোস্ট করেছেন ভারতের এই উইকেটকিপার ব্যাটার। সেখানে মেডিটেশন করার পাশাপাশি দৌড়তেও দেখা যাচ্ছে তাঁকে। নিজেকে শারীরিক ও মানসিক ভাবে ফিট রাখতে ব্যস্ত তিনি। ভারতীয় টিমের কোচ রাহুল দ্রাবিড় বলেছেন,'ওকে ঘিরে শৃঙ্খলা ভঙ্গের মতো কোনও অভিযোগ নেই। আমরা সেসব নিয়ে আলোচনাও করিনি। অন্তত আমি নির্বাচকদের সঙ্গে আলোচনা করার সময় এসব ছিল না।'

দ্রাবিড় আরও বলেন,'ঈশান আফগানিস্তান সিরিজ খেলতে চায়নি, ও ছুটির জন্য আবেদন করেছিল। সেটা মেনে নেওয়া হয়েছিল। এখনও ওকে পাওয়া যাবে না। ছুটি কাটিয়ে ফিরলে নিশ্চিতভাবে ঘরোয়া ক্রিকেট খেলবে সে। আবার ভারতীয় দলের মুলস্রোতে  ফেরার জন্য তৈরি করবে নিজেকে।'

 ক্রিকেটিও কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছে। তবে দ্রাবিড় যাই বলুন, ঈশানের দলে না থাকা এবং কোচের কথা না শোনা নিয়ে কিন্তু আবারও জল্পনা শুরু হয়েছে। আগামী সপ্তাহেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। সেই সিরিজের জন্য প্রথম দুই ম্যাচের দল ঘোষণা হয়ে গিয়েছে। সেই দলেও নেই ভারতের উইকেটকিপার ব্যাটার। এবার বাকি তিন টেস্ট ও আসন্ন টি২০ বিশ্বকাপে তাঁকে দেখা যায় কিনা সেটাই এখন দেখার।

Advertisement

Read more!
Advertisement
Advertisement