ISL 2021 : 'কৃষ্ণ বলো, এগিয়ে চলো' মন্ত্রে জয় বাগান ব্রিগেডের

Aajtak Bangla | পানামা | 31 Jan 2021, 9:27 PM IST

চলতি আইএসএল মরশুমে গোল করাটা হাবাস ব্রিগেডের কাছে যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত কলকাতার এই ফুটবল দলটা মাত্র ১৩ গোল করতে পেরেছে। তবে দলের স্প্যানিশ কোচ জানিয়েছেন, সম্প্রতি এই দলটা আগের থেকে অনেকটাই উন্নতি করেছে।

প্রথম লেগের ম্যাচে কেরালার বিরুদ্ধে রয় কৃষ্ণার গোলের পর এটিকে মোহনবাগানের উচ্ছ্বাস (ছবি - টুইটার)
9:30 PM (5 years ago)

Posted by :- koushik

০-২ গোলে পিছিয়ে পড়ার পর যেভাবে মোহনবাগান ৩-২ গোলে জয়লাভ করল সেটা রূপকথার থেকে কম কিছু নয়।

9:29 PM (5 years ago)

বেজে গেল রেফারির লম্বা বাঁশি

Posted by :- koushik
9:28 PM (5 years ago)

Posted by :- koushik

শেষ হল দ্বিতীয়ার্ধের খেলা।

9:22 PM (5 years ago)

Posted by :- koushik

৯০ মিনিট- নির্ধারিত সময়ের পর আরও ৬ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হল।

9:21 PM (5 years ago)

Posted by :- koushik

৮৭ মিনিট - গোল করার পর নিজের জার্সি খোলার জন্য হলুদ কার্ড দেখলেন রয় কৃষ্ণা।

9:20 PM (5 years ago)

৮৭ মিনিট : এটিকে মোহনবাগান - ২ এবং কেরালা ব্লাস্টার্স - ২

Posted by :- koushik
9:20 PM (5 years ago)

গোওওওওওওলললললল

Posted by :- koushik

৮৬ মিনিট - সন্দীপ সিংয়ের মিস কিক থেকে বল পেয়ে দলকে ৩-২ গোলে এগিয়ে দিলেন রয় কৃষ্ণা।

9:13 PM (5 years ago)

Posted by :- koushik

৮১ মিনিট - মার্সেলিনহোর বদলে মাঠে নামলেন জ়াভি হার্নান্দেজ়।

9:10 PM (5 years ago)

Posted by :- koushik

৭৯ মিনিট - কর্নার পেল কেরালা। কিন্তু, লাভের লাভ হল না।

9:05 PM (5 years ago)

৭৫ মিনিট : এটিকে মোহনবাগান - ২ এবং কেরালা ব্লাস্টার্স - ২

Posted by :- koushik
9:05 PM (5 years ago)

Posted by :- koushik

৭৪ মিনিট - হলুদ কার্ড দেখলেন কার্ল ম্যাকহিউ।

9:04 PM (5 years ago)

Posted by :- koushik

৭২ মিনিট - কর্নার কিক পেল এটিকে মোহনবাগান। মার্সেলিনহোর কর্নার থেকে হেড মেরেছিলেন মনবীর। কিন্তু, অল্পের জন্য তেকাঠির মধ্যে রাখতে পারলেন না।

9:02 PM (5 years ago)

Posted by :- koushik

৭০ মিনিট - মনবীরের পাস থেকে শট নিলেন কোমল থাটাল। কিন্তু, অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে গেল শট।

8:58 PM (5 years ago)

Posted by :- koushik

৬৬ মিনিট - কর্নার পেল এটিকে মোহনবাগান। কিন্তু কেরালার ডিফেন্সে তা প্রতিহত হয়ে বেরিয়ে এল।

8:58 PM (5 years ago)

৬৫ মিনিট : এটিকে মোহনবাগান - ২ এবং কেরালা ব্লাস্টার্স - ২

Posted by :- koushik
8:57 PM (5 years ago)

গোওওওওওললললললল

Posted by :- koushik

৬৪ মিনিট - পেনাল্টি কিক থেকে দলের হয়ে সমতা ফেরালেন রয় কৃষ্ণা।

8:57 PM (5 years ago)

Posted by :- koushik

৬৩ মিনিট - বক্সের মধ্যে মনবীরকে ট্যাকল করতে গিয়ে ফাউল করে ফেললেন জেসেল কারনেইরো। পেনাল্টি পেল এটিকে মোহনবাগান।

8:55 PM (5 years ago)

Posted by :- koushik

৬০ মিনিট - জয়েশ রানের বদলে মাঠে নামল কোমল থাটাল।

8:54 PM (5 years ago)

গোওওওওললললল

Posted by :- koushik

৫৮ মিনিট - এবার গোল পেল এটিকে মোহনবাগান। পিছন থেকে পাস পেয়ে গোল করলেন মার্সেলো পেরেইরা। আইএলএল টুর্নামেন্টে এই নিয়ে তিনি ৩২তম গোলটি করলেন।

8:51 PM (5 years ago)

Posted by :- koushik

৫৫ মিনিট - কর্নার কিক পেল কেরালা। কোনও গোল হল না।

8:49 PM (5 years ago)

৫০ মিনিট : এটিকে মোহনবাগান - ০ এবং কেরালা ব্লাস্টার্স - ২

Posted by :- koushik
8:49 PM (5 years ago)

ফের গোওওওওললল কেরালার

Posted by :- koushik

৪৯ মিনিট - সাহাল আব্দুল সামাদের কর্নার কিক থেকে কোস্টার জোরাল শট। ২-০ গোলে এগিয়ে গেল কেরালা।

8:47 PM (5 years ago)

শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা

Posted by :- koushik
8:29 PM (5 years ago)

হাফটাইমের বিরতি : এটিকে মোহনবাগান - ০ এবং কেরালা ব্লাস্টার্স - ১

Posted by :- koushik
8:29 PM (5 years ago)

Posted by :- koushik

৪৫ মিনিট - নির্ধারিত সময়ের পর আরও ২ মিনিটের অতিরিক্ত খেলা। 

8:28 PM (5 years ago)

Posted by :- koushik

৩৬ মিনিট - রয় কৃষ্ণাকে পাস বাড়িয়েছিলেন প্রবীর দাস। কিন্তু, সেটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়।

8:07 PM (5 years ago)

৩০ মিনিট : এটিকে মোহনবাগান - ০ এবং কেরালা ব্লাস্টার্স - ১

Posted by :- koushik
8:07 PM (5 years ago)

Posted by :- koushik

৩০ মিনিট - মোহনবাগান অর্ধে একের পর এক আঘাত হানছে কেরালা।

8:06 PM (5 years ago)

Posted by :- koushik

২৯ মিনিট - সুযোগ এসেছিল কেরালার কাছে। জর্ডন মারের ক্লোজ় শট আটকে দিলেন অরিন্দম। ক্লিয়ার করল বাগানের ডিফেন্স।

8:05 PM (5 years ago)

Posted by :- koushik

২৬ মিনিট - কর্নার পেয়েছিল এটিকে মোহনবাগান, কিন্তু মার্সেলো পেরেইরা বল ক্লিয়ার করে দিল।

7:55 PM (5 years ago)

Posted by :- koushik

২০ মিনিট - প্রথম লেগে এই কেরালা ব্লাস্টার্সকে ১-০ গোলে হারিয়েছিল এটিকে মোহনবাগান।

7:54 PM (5 years ago)

Posted by :- koushik

১৯ মিনিট - জর্ডন মারের লম্বা পাস, অল্পের জন্য মিস করল লক্ষ্য।

7:51 PM (5 years ago)

Posted by :- koushik

১৮ মিনিট - খেলার গতিটাকে ধরে নিয়েছে কেরালা। তারা ছোটো ছোটো পাসে খেলছে।

7:48 PM (5 years ago)

১৫ মিনিট : এটিকে মোহনবাগান - ০ এবং কেরালা ব্লাস্টার্স - ০

Posted by :- koushik
7:48 PM (5 years ago)

গোওওওওওওললললল

Posted by :- koushik

১৩ মিনিট - ১-০ গোলে এগিয়ে গেল কেরালা ব্লাস্টার্স। গ্যারি হুপারের লম্বা শট পরাস্ত করল এটিকে মোহনবাগানের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যকে। এই নিয়ে চলতি টুর্নামেন্টে দ্বিতীয় গোল করলেন গ্যারি।

7:44 PM (5 years ago)

১০ মিনিট : এটিকে মোহনবাগান - ০ এবং কেরালা ব্লাস্টার্স - ০

Posted by :- koushik
7:43 PM (5 years ago)

ইতিমধ্যে শুরু হয়ে গেছে খেলা

Posted by :- koushik
7:42 PM (5 years ago)

Posted by :- koushik

এখন পর্যন্ত ৬ ম্যাচ অপরাজিত রয়েছে কেরালা ব্লাস্টার্স। আজও কি তারা এই রেকর্ড অক্ষুণ্ণ রাখতে পারবে?

7:41 PM (5 years ago)

Posted by :- koushik

এছাড়া জয়েশ রানে এবং শেখ সাহিল এসেছে প্রথম একাদশে।

7:38 PM (5 years ago)

ডেভিড উইলিয়ামসের বদলে আজ মাঠে নামছেন মার্সেলিনহো

Posted by :- koushik
7:21 PM (5 years ago)

আজ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান

Posted by :- koushik