Advertisement

ISL 2024-25 Fixture: ১৩ সেপ্টেম্বর মুম্বই-মোহনবাগান ম্যাচ দিয়ে শুরু ISL, কবে ডার্বি?

মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) ও মুম্বই সিটি এফসি (Mumbai City FC) ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইএসএল (ISL)। ১৩ সেপ্টেম্বর ঘরের মাঠে লিগের প্রথম ম্যাচে নামবে মোহনবাগান (Mohun Bagan)। সেই সপ্তাহেই প্রথম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গলও (East Bengal)। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ সুনীল ছেত্রীর (Sunil Chhetri) বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। এবারের আইএসএল-এ নতুন দল হিসেবে জায়গা করে নিয়েছে কলকাতার আরও এক প্রধান মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। তারাও ১৬ সেপ্টেম্বর তাদের অভিযান শুরু করবে নর্থ ইস্টের (North East United FC) বিরুদ্ধে কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে।  

আইএসএল ডার্বির টিকিট কবে? যা জানা যাচ্ছেআইএসএল ডার্বির টিকিট কবে? যা জানা যাচ্ছে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Aug 2024,
  • अपडेटेड 9:00 PM IST

মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) ও মুম্বই সিটি এফসি (Mumbai City FC) ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইএসএল (ISL)। ১৩ সেপ্টেম্বর ঘরের মাঠে লিগের প্রথম ম্যাচে নামবে মোহনবাগান (Mohun Bagan)। সেই সপ্তাহেই প্রথম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গলও (East Bengal)। অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ সুনীল ছেত্রীর (Sunil Chhetri) বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। এবারের আইএসএল-এ নতুন দল হিসেবে জায়গা করে নিয়েছে কলকাতার আরও এক প্রধান মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। তারাও ১৬ সেপ্টেম্বর তাদের অভিযান শুরু করবে নর্থ ইস্টের (North East United FC) বিরুদ্ধে কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে।  

কবে ডার্বি ম্যাচ?
এবার মোট ৬টি ডার্বি খেলা হবে। কারণ তিন প্রধানই এবারের আইএসএল-এ অংশ নিচ্ছে। মরসুমের প্রথম ২টি কলকাতা ডার্বি অক্টোবরে অনুষ্ঠিত হবে। মোহনবাগান সুপার জায়েন্ট বনাম মহমেডান এফসি শনিবার, ৫ অক্টোবর যুবভারতীতে হবে। এরপর ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট ১৯ অক্টোবর শনিবার খেলা হবে। তবে এখনও পুরো সূচি প্রকাশ করা হয়নি এফএসডিএল-এর পক্ষ থেকে। ৩০ ডিসেম্বর অবধি সূচি দিয়েছে তাঁরা। সূচিতে হায়দরাবাদ এফসি থাকলেও, তাদের ক্লাব লাইসেন্সিং পাশ করে আইএসএল-এ খেলতে হবে।
 
গত মরসুমে মোহনবাগানের সঙ্গে কড়া টক্কর হয়েছিল মুম্বইয়ের। শেষ অবধি আইএসএল ট্রফি জেতে মুম্বই আর লিগ শিল্ড জিতে নেয় সবুজ-মেরুন ক্লাব। তবে সেই দ্বৈরথ যে এ মরসুমে আরও বাড়বে তা অনুমান করাই যায়। আর সেই হাইভোল্টেজ ম্যাচ দিয়েই শুরু হবে এবারের লিগ। 

কোথায় দেখা যাবে ম্যাচগুলি?
ISL সিজন ২০২৪-২৫ শুরু হবে শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩০ PM এ শুরু হবে। টিভিতে এবারের আইএসএল-এর সমস্ত ম্যাচ দেখা যাবে Sports18 চ্যানেলে। আর লাইভ স্ট্রিমিং দেখা যাবে JioCinema-তে। ISL JioCinema-এ লাইভ-স্ট্রিম করা হবে এবং TV-এ লাইভ হবে Sports18 Network-এ। পাশাপাশি চারটি ভাষায় দেখতে পাওয়া যাবে ম্যাচগুলি। ইংরেজি, হিন্দি, বাংলা এবং মালায়লামে পাওয়া যাবে ধারাভাষ্য।

Advertisement

আরও পড়ুন


 

Read more!
Advertisement
Advertisement