Advertisement

East Bengal: ইস্টবেঙ্গল প্লে অফে যাবে? লাল-হলুদ ভাগ্য এবার মোহনবাগানের হাতে

চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) উপরে অনেকটাই নির্ভর করছে ইস্টবেঙ্গলের (East Bengal) প্লে অফে (ISL 2024 Play Offs) যাওয়ার ভাগ্য। বুধবার কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে জিতে আশা টিকিয়ে রেখেছে লাল-হলুদ। গ্রুপ পর্বে আরও দু'টি ম্যাচ বাকি রয়েছে ইস্টবেঙ্গলের। সেখানে তিনটি ম্যাচ খেলতে হবে মোহনবাগানকে। সেই তিন ম্যাচের প্রথম দুই ম্যাচ পঞ্জাব এফসি ও বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে। ইস্টবেঙ্গলের মতোই প্লে অফের লড়াইয়ে প্রবলভাবে রয়েছে এই দুই দল। ফলে কার্লেস কুয়াদ্রাতরা চাইবেন এই দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট পেয়ে যাক মোহনবাগান

মোহনবাগান ও ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Apr 2024,
  • अपडेटेड 4:12 PM IST
  • মোহনবাগান জিতলে লাভ ইস্টবেঙ্গলের
  • কীভাবে প্লে যাবে লাল-হলুদ

চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) উপরে অনেকটাই নির্ভর করছে ইস্টবেঙ্গলের (East Bengal) প্লে অফে (ISL 2024 Play Offs) যাওয়ার ভাগ্য। বুধবার কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে জিতে আশা টিকিয়ে রেখেছে লাল-হলুদ। গ্রুপ পর্বে আরও দু'টি ম্যাচ বাকি রয়েছে ইস্টবেঙ্গলের। সেখানে তিনটি ম্যাচ খেলতে হবে মোহনবাগানকে। সেই তিন ম্যাচের প্রথম দুই ম্যাচ পঞ্জাব এফসি ও বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে। ইস্টবেঙ্গলের মতোই প্লে অফের লড়াইয়ে প্রবলভাবে রয়েছে এই দুই দল। ফলে কার্লেস কুয়াদ্রাতরা চাইবেন এই দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট পেয়ে যাক মোহনবাগান

কোন দল কথায় দাঁড়িয়ে?
প্লে অফের প্রশ্নে মোহনবাগান নিয়ে ভাবার কিছু নেই। তারা আগেই উঠে গিয়েছে প্লে অফে। তবে তাদের লড়াই লিগ শিল্ড জিতে নেওয়া। ইস্টবেঙ্গল কেরলকেদ হারানোয় উঠে এসেছে সাত নম্বরে। এখন থেকে বাকি দুই ম্যাচ জিততেই হবে তাদের। পাশাপাশি অপেক্ষা করতে হবে বাকি ম্যাচগুলির ফলের উপরেও। ছয় নম্বরে থাকা বেঙ্গালুরু ২০ ম্যাচে ২২ পয়েন্ট পেয়ে গিয়েছে। অন্যদিকে ইস্টবেঙ্গলের পয়েন্ট সম সংখ্যক ম্যাচ খেলে ২১। লড়াইয়ে রয়েছে জামশেদপুর এফসি ও পঞ্জাব এফসিও। মোহনবগানের বিরুদ্ধে পয়েন্ট না পেলে ২১ পয়েন্টেই থাকবে পঞ্জাব। তবে জিতে গেলে সমস্যা বাড়বে লাল হলুদের। প্লে অফে যেতে ২৭ পয়েন্ট পেতেই হবে ইস্টবেঙ্গলকে। 

আইএসএল-এর পয়েন্ট টেবিল

প্লে অফে পৌঁছে গেল কেরল
হেরে গিয়েও প্লে অফে পৌঁছে গেল কেরল ব্লাস্টার্স। ২০ ম্যাচে তাদের পয়েন্ট ৩০। ইস্টবেঙ্গল বাকি দুই ম্যাচ জিতলেও ৩০-এ পৌঁছতে পারবে না। শুধু ইস্টবেঙ্গল কেন? বাকি ছয় দলও উঠে যেতে পারে প্লে অফে। তবে তাদের কেউই ৩০ পয়েন্ট ছুঁতে পারবে না। ফলে ষষ্ঠ স্থান নিয়েই লড়াইয়ে বাকি ছয় দল।  

Advertisement

লিগ শিল্ড জিততে কী করতে হবে মোহনবাগানকে?

লিগ শিল্ডের লড়াইয়ে কিছুটা এগিয়ে মুম্বই সিটি এফসি। ২০ ম্যাচে তাদের পয়েন্ট ৪৪। ১৯ ম্যাচ খেলে মোহনবাগান রয়ছে ৩৯ পয়েন্টে। ফলে বাকি দুই ম্যাচ তাদের জিততেই হবে। আন্তোনিও লোপেজ হাবাসের দলের বিরুদ্ধে ম্যাচ রয়েচে মোহনবাগানের। মনে করা হচ্ছে সেটাই নির্ণায়ক ম্যাচ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।             

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement