Advertisement

ISL 2024 East Bengal vs Bengaluru FC: গোল ক্লেইটন-সউলের, সুনীলের বেঙ্গালুরুকে ছিটকে দিল ইস্টবেঙ্গল

প্রথমার্ধে গোল পেয়ে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে গোল করেন সউল ক্রেসপো। দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় বেঙ্গালুরুও। গোল করে সমতা ফেরান সুনীল ছেত্রী। 

সউল ক্রেসপোসউল ক্রেসপো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Apr 2024,
  • अपडेटेड 9:33 PM IST

প্রথমার্ধে গোল পেয়ে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে গোল করেন সউল ক্রেসপো। দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় বেঙ্গালুরুও। গোল করে সমতা ফেরান সুনীল ছেত্রী। 

জিতে গেল ইস্টবেঙ্গল

২-১ গোলে জিতল লাল-হলুদ। সমতা ফেরালেও গোল খেয়ে ছিটকে যেতে হল সুনীল ছেত্রীদের। 

গোল করে দলকে এগিয়ে দিলেন ক্লেইটন

দুরন্ত গোল ক্লেইটনের। হেডে গোল করে ক্যাপ্টেন এগিয়ে দিলেন দলকে। ডানদিক থেকে নিশু কুমারের ক্রসে মাথা ছুঁয়ে গোল করে গেলেন ব্রাজিলিয়ান। এই মরসুমে এটা তাঁর ১০ নম্বর গোল। 

সুনীলের গোলে সমতা ফেরাল বেঙ্গালুরু

পেনাল্টি থেকে গোল করে গেলে সুনীল ছেত্রী। ডানদিক থেকে উঠে এসে ক্রস বাড়ান। সেই ক্রস খাবড়ার হাতে লাগে। পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকবে। তবে সুযোগ পেয়ে তা নষ্ট করেননি সুনীল। গোল করে সমতা ফেরান। 

সুনীলের গোল বাতিল

সুনীল ছেত্রীর গোল বাতিল করলেন রেফারি। অফসাইডের জন্য বাতিল হল গোল। 

প্রথমার্ধের খেলা শেষ

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে লড়াইয়ে ফিরতে পারবে বেঙ্গালুরু?

গোল করে এগিয়ে গেল ইস্টবেঙ্গল

বক্সের মধ্যে মহেশকে ফাউল করেন ফানাই। তেজস নাভেঙ্কর পেনাল্টি দিতে ভুল করেননি। স্পট কিক থেকে গোল করে যান সউল ক্রেসপো। গুরপ্রীতকে উল্টো দিকে ফেলে গোল করেন সউল। এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

হিজাজির হেড বাইরে

১৫ মিনিটে মহেশের বাঁ দিক থেকে আসা ক্রসে মাথা ছুঁইয়ে দেন হিজাজি মাহের। তাঁর হেড অল্পের জন্য বাইরে যায়।

গোল করার সুযোগ নষ্ট বেঙ্গালুরুর

১১ মিনিটে শিবাশক্তি একা লাল-হলুদ গোলরক্ষক গিলকে পেয়ে গোলে শট করেছিলেন। তবে ইস্টবেঙ্গল গোলকিপার কোনওমতে তা বাঁচান।

দলে ২ পরিবর্তন ইস্টবেঙ্গলের

স্টপার লালচুংনুঙ্গাকে বাইরে রেখেই দল গড়লেন কুয়াদ্রাত। তাঁর জায়গায় দলে খাবড়া। দলে নেই সায়নও। দ্বিতীয়ার্ধে নামতে পারেন তিনি। 

জিততেই হবে ইস্টবেঙ্গলকে

লাল-হলুদকে জিততেই হবে এই ম্যাচ। পাশাপাশি লিগের শেষ ম্যাচ থেকেও নিতে হবে ৩ পয়েন্ট। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement