Advertisement

ISL 2024 Final: মোহনবাগান উঠলে কলকাতাতেই ISL ফাইনাল, নিয়ম কী বলছে?

মোহনবাগান (Mohun Bagan Super Giant) ফাইনালে উঠলে ফাইনাল ম্যাচ হবে কলকাতাতে (Kolkata)। নিয়ম মেনেই ফাইনাল হতে পারে কলকাতায়। লিগ তালিকায় যে দলের অবস্থান ভাল ছিল তাদের ঘরের মাঠেই হবে ফাইনাল। যার অর্থ, মোহনবাগান (Mohun Bagan) ফাইনালে উঠলে কলকাতাতেই হবে ফাইনাল। কারণ, লিগ তালিকায় তারা এক নম্বরে ছিল। তবে মোহনবাগান হারলে মুম্বই (Mumbai) বা গোয়ার মধ্যে একটি মাঠে ফাইনাল হবে। সে ক্ষেত্রে মুম্বই ও গোয়ার মধ্যে যে দল জিতবে তাদের মাঠে ফাইনাল হবে। ওড়িশায় ফাইনাল হওয়ার কোনও সম্ভাবনা নেই।

ISL Champion Mohun Bagan
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Apr 2024,
  • अपडेटेड 7:02 PM IST

মোহনবাগান (Mohun Bagan Super Giant) ফাইনালে উঠলে ফাইনাল ম্যাচ হবে কলকাতাতে (Kolkata)। নিয়ম মেনেই ফাইনাল হতে পারে কলকাতায়। লিগ তালিকায় যে দলের অবস্থান ভাল ছিল তাদের ঘরের মাঠেই হবে ফাইনাল। যার অর্থ, মোহনবাগান (Mohun Bagan) ফাইনালে উঠলে কলকাতাতেই হবে ফাইনাল। কারণ, লিগ তালিকায় তারা এক নম্বরে ছিল। তবে মোহনবাগান হারলে মুম্বই (Mumbai) বা গোয়ার মধ্যে একটি মাঠে ফাইনাল হবে। সে ক্ষেত্রে মুম্বই ও গোয়ার মধ্যে যে দল জিতবে তাদের মাঠে ফাইনাল হবে। ওড়িশায় ফাইনাল হওয়ার কোনও সম্ভাবনা নেই।

একটি সেমিফাইনালে মোহনবাগান খেলবে ওড়িশার (Mohun Bagan vs Odisha FC) বিরুদ্ধে। অপর সেমিফাইনালে মুম্বইয়ের মুখোমুখি গোয়া (Mumbai City FC vs FC Goa)। ১৫ এপ্রিল মুম্বইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে দারুণ জয় পেয়েছিল মোহনবাগান। সেই ম্যাচের পরেই ঠিক হয়ে গিয়েছিল, সবুজ-মেরুন ফাইনাল উঠে গেলে সেই ম্যাচ হবে কলকাতায়। এর আগে কোনও দিনই আইএসএল-এর (ISL 2024) ফাইনাল কলকাতায় অনুষ্ঠিত হয়নি। আজ ভূবনেশ্বরে প্রথম লেগের সেমিফাইনালে ওড়িশা এফসির মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামীকাল, ২৪ এপ্রিল গোয়ায় সেমিফাইনালের প্রথম লেগে মুম্বই সিটি খেলতে নামবে।

প্লে অফের সময় সূচি:
এপ্রিল ২৩: সেমিফাইনাল ১ (প্রথম লেগ)- ওড়িশা এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট – (কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর)
২৪ এপ্রিল: সেমিফাইনাল ২ (প্রথম লেগ)- এফসি গোয়া বনাম মুম্বই সিটি এফসি (ফতোরদা স্টেডিয়াম, গোয়া)
এপ্রিল ২৮: সেমিফাইনাল ১ (দ্বিতীয় লেগ)- মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি (বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা)
এপ্রিল ২৯: সেমিফাইনাল ২ (দ্বিতীয় লেগ)- মুম্বই সিটি এফসি বনাম এফসি গোয়া (মুম্বই ফুটবল এরিনা, মুম্বই)
* ৪ মে: ফাইনাল – সেমিফাইনাল ১ এর বিজয়ী বনাম সেমিফাইনাল ২ এর বিজয়ী (শীর্ষস্থানীয় দলের হোম গ্রাউন্ড)        

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement