Advertisement

Mohun Bagan Transfer Update: মোহনবাগানের এই ডিফেন্ডারকে টার্গেট মুম্বইয়ের, ছাড়বেন হাবাস?

মঙ্গলবার ওড়িশা এফসি-র (Odisha FC) বিরুদ্ধে আইএসএল-এর (ISL 2024) সেমিফাইনালের প্রথম লেগে খেলতে নামছে মোহনবাগান (Mohun Bagan Super Giant)। মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারবেন না ব্র্যান্ডন হ্যামিল (Brendan Hamill)। ফলে হেক্টর উস্তে ও আনোয়ার আলিকেই (Anwar Ali) সামলাতে হবে ডিপ ডিফেন্স। পরের মরসুমে শুভাশিস বসুদের দল ভাঙাতে উঠে পরে লেগে গেল মুম্বই সিটি এফসি। 

মোহনবাগান মুম্বাই সিটি এফসি-এর উপর প্রভাবশালী জয়ের সাথে প্রথম আইএসএল লিগ শিল্ড জিতেছে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Apr 2024,
  • अपडेटेड 5:56 PM IST

মঙ্গলবার ওড়িশা এফসি-র (Odisha FC) বিরুদ্ধে আইএসএল-এর (ISL 2024) সেমিফাইনালের প্রথম লেগে খেলতে নামছে মোহনবাগান (Mohun Bagan Super Giant)। মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারবেন না ব্র্যান্ডন হ্যামিল (Brendan Hamill)। ফলে হেক্টর উস্তে ও আনোয়ার আলিকেই (Anwar Ali) সামলাতে হবে ডিপ ডিফেন্স। পরের মরসুমে শুভাশিস বসুদের দল ভাঙাতে উঠে পরে লেগে গেল মুম্বই সিটি এফসি। 
 

হ্যামিলকে প্রস্তাব মুম্বইয়ের
খেতাব দখলের লড়াই হোক বা ফুটবলার সই করা। সব ক্ষেত্রেই বারেবারে একে অপরের সঙ্গে লড়াই করেছে মোহনবাগান ও মুম্বই। তবে মোহনবাগান কোচ আন্তনিও লোপেজ হাবাস তাঁকে পরের মরসুমের জন্য চাইছেন কিনা তা এখনও জানা না গেলেও মোহনবাগানের এই ডিফেন্ডারকে বেশ পছন্দ মুম্বইয়ের। তবে এর মধ্যে মঙ্গলবারের অ্যাওয়ে ম্যাচে হ্যামিলের না থাকা ফ্যাক্টর হয় কিনা সেটাই বড় ব্যাপার। গত কয়েক মরশুম ধরে অনবদ্য পারফরম্যান্স থেকেছে হ্যামিলের। শেষ মরশুমে দলের আইএসএল জয়ের ক্ষেত্রেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে এই অস্ট্রেলিয়ান ফুটবলারের। সেজন্য এই সিজনে ও তাকে দলে রাখা সিদ্ধান্ত নিয়েছিল বাগান ম্যানেজমেন্ট। কিন্তু গত মরশুমের তুলনায় এ বছর কিছুটা হলেও ধার কমেছে হ্যামিলের।

ডিফেন্স সামলাতে গিয়ে বেশ কয়েকবার সমস্যা হয়েছে হ্যামিলের। ফলে গোটা মরসুমে বেশিরভাগ সময় তিনি পরিবর্ত হিসেবেই মাঠে নেমেছেন। ফলে পরের মরসুমে তাঁকে ছেড়ে দিতে খুব একটা সমস্যা হবে না মোহনবাগানের। এমনটাই মনে করছেন মোহনবাগান ফ্যানরা। তবে সেক্ষেত্রে শুধু হ্যামিল নন, মোহনবাগান দল থেকে বাদ পড়তে পারেন আরও তিন ভারতীয় ফুটবলারও।

কিয়ান নাসিরি সম্ভবত সই করতে চলেছেন চেন্নাইয়েন এফসিতে (Chennaiyin FC)। তবে হামতে বা গ্লেন কোথায় সই করতে পারেন তা এখনও জানা যায়নি। মোহনবাগান দলে পরের মরসুমেও খুব বেশি বদল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এই মরসুমে দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান। সোমবার লিগ শিল্ড জেতার পো এবার লক্ষ্য চ্যাম্পিয়নশিপ। 

Advertisement

এর আগে আইএসএল জিতলেও, লিগ শিল্ড জেতা হয়নি মোহনবাগানের। আর এর আগে কোনও দল লিগ শিল্ড ও চ্যাম্পিয়নশিপ একই মরসুমে জিততে পারেনি। মোহনবাগান তা করে দেখাতে পারলে নিশ্চিত ভাবেই তা বড় রেকর্ড হবে সবুজ-মেরুনের জন্য। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement