Advertisement

ISL Final 2024 Mohun Bagan vs Mumbai City FC: টিকিটের হাহাকার শহরজুড়ে, ফ্রিতে কীভাবে দেখবেন মোহনবাগান vs মুম্বই ম্যাচ?

রাত পোহালেই ত্রি মুকুট জয়ের লক্ষ্যে নামবে মোহনবাগান সুপার জায়েন্ট। মরসুমের শেষ ম্যাচ। ফাইনালে খেলতে হবে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে। টিকিটের হাহাকার গোটা শহর জুড়ে। অনলাইনে টিকিট মুহূর্তের মধ্যে শেষ। অফলাইন টিকিটের কোনও ব্যবস্থা নেই। ফলে অনেকেই ইচ্ছে থাকলেও মাঠে গিয়ে খেলা দেখতে পাবেন না। তাঁদের ঘরে বসেই ম্যাচ উপভোগ করতে হবে।

মোহনবাগানমোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2024,
  • अपडेटेड 6:41 PM IST

রাত পোহালেই ত্রি মুকুট জয়ের লক্ষ্যে নামবে মোহনবাগান সুপার জায়েন্ট। মরসুমের শেষ ম্যাচ। ফাইনালে খেলতে হবে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে। টিকিটের হাহাকার গোটা শহর জুড়ে। অনলাইনে টিকিট মুহূর্তের মধ্যে শেষ। অফলাইন টিকিটের কোনও ব্যবস্থা নেই। ফলে অনেকেই ইচ্ছে থাকলেও মাঠে গিয়ে খেলা দেখতে পাবেন না। তাঁদের ঘরে বসেই ম্যাচ উপভোগ করতে হবে।

কত টিকিট বাজারে ছাড়া হয়েছে?
লিগ শিল্ড জয় এবং আইএসএল দ্বিতীয় লেগের সেমিফাইনালে  রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। ৬২ হাজার টিকিট বিক্রি করে মোহনবাগান সুপারজায়ান্ট ম্যানেজমেন্ট নজির গড়েছিল।  ফাইনালেও একই পরিমান টিকিট ছাড়া হচ্ছে।  কিন্তু এফএসডিএল তিরিশ হাজার টিকিট মোহনবাগান সুপারজায়ান্টকে দিয়েছে। ১০হাজার টিকিট মুম্বই সিটি এফসি নিয়েছে। কুড়ি হাজার টিকিট রাজ্য সরকার রেখে দিয়েছে।  টিকিট বিক্রি শুধুমাত্র অনলাইনে হচ্ছে।  অফলাইনে টিকিট বিক্রি হবে না জেনেও সমর্থকরা ভিড় জমাচ্ছেন।  শুক্রবার আগে আসার ভিত্তিতে ২০০ টাকার টিকিট মোহনবাগান ক্লাব সদস্যদের বেলা ১২টা থেকে দেওয়া হবে। ফলে টিকিটের চাহিদা জোগানের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য দেখা যাচ্ছে।

টিভিতে কীভাবে দেখবেন ম্যাচ?
এর মধ্যেই সমস্ত মেরিনার্স ফ্যানদের জন্য দারুণ সুখবর।  ফ্রিতেই দেখতে পাবেন এই ম্যাচ। টিভিতে দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। তবে বাংলায় এই ম্যাচ দেখাতে নয়া উদ্যোগ নেওয়া হয়েছে। কালার্স বাংলা সিনেমাতে এই ম্যাচের সম্প্রচার দেখানো হবে। পাশাপাশি জিও সিনেমাতে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন।  

ডুরান্ড কাপ, আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পরে আইএসএল চ্যাম্পিয়ন হতে পারে ত্রিমুকুট জয়ের হাতছানি  সবুজ মেরুনের সামনে। সাদিকুকে পাওয়া যাবে না, তাই স্বপ্নপূরনে মোহনবাগানের ভরসা জেসন কামিন্স। তাঁর সঙ্গে দুই প্রান্ত ধরে মনবীর সিং,লিস্টন কোলাসোর দৌড় সমস্যায় ফেলতে পারে মুম্বই ডিফেন্ডারদের। পাশাপাশি মাঝমাঠে জনি কাউকো,সাহাল আব্দুল সামাদ এবং আশিস রাইদের বদলে যাওয়া মানসিকতা অক্সিজেন জোগাচ্ছে এই লড়াইয়ে। হার না মানা মনোভাবের পাশাপাশি হাবাসের স্ট্র্যাটেজি, এই দুইয়ের জোড়েই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন মেরিনার্সরা।       

Advertisement
Read more!
Advertisement
Advertisement