Advertisement

ISL 2024 Final: মোহনবাগান ISL ফাইনাল খেলবে কলকাতাতেই, কোন নিয়মে এমন সিদ্ধান্ত?

লিগ শিল্ড জেতা হয়ে গিয়েছে আগেই। সেমিফাইনাল জিততে হলে ২ গোলে জিততেই হত মোহনবাগান সুপার জায়েন্টকে। অ্যাওয়ে ম্যাচে ১-২ গোলে হারতে হলেও, ঘরের মাঠে দারুণ প্রত্যাবর্তন আন্তনিও লোপেজ হাবাসের ছেলেদের। ২-০ গোলে ম্যাচ জিতে ফাইনালে চলে গেল মোহনবাগান। ফাইনালে তাদের প্রতিপক্ষ কারা তা ঠিক না হলেও, ৪ মের ফাইনাল যে কলকাতায় হবে তা নিশ্চিত। 

মোহনবাগানমোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Apr 2024,
  • अपडेटेड 11:05 PM IST

লিগ শিল্ড জেতা হয়ে গিয়েছে আগেই। সেমিফাইনাল জিততে হলে ২ গোলে জিততেই হত মোহনবাগান সুপার জায়েন্টকে। অ্যাওয়ে ম্যাচে ১-২ গোলে হারতে হলেও, ঘরের মাঠে দারুণ প্রত্যাবর্তন আন্তনিও লোপেজ হাবাসের ছেলেদের। ২-০ গোলে ম্যাচ জিতে ফাইনালে চলে গেল মোহনবাগান। ফাইনালে তাদের প্রতিপক্ষ কারা তা ঠিক না হলেও, ৪ মের ফাইনাল যে কলকাতায় হবে তা নিশ্চিত। 

কেন ফাইনাল হবে কলকাতায়?
এই ম্যাচের আগেই এফএসডিএল জানিয়ে দিয়েছিল, মোহনবাগান ফাইনালে উঠলে কলকাতাতেই হবে ম্যাচ। লিগ তালিকায় তারা এক নম্বরে ছিল। ফাইনালে জেসন কামিন্সদের প্রতিপক্ষ কারা তা জানা যাবে সোমবার। মুম্বই ও গোয়ার মধ্যে যে দল জিতবে তারাই খেলবে এই ম্যাচ। দ্বিতীয় সেমিফাইনালের লড়াইয়ে এগিয়ে থেকেই শুরু করছে মুম্বই। ৩-২ গোলে প্রথম লেগে জয় পাওয়ায় এগিয়ে তারাই। তবে প্রতিপক্ষ যেই হোক, প্রথমবার আইএসএল-এর (ISL 2024) ফাইনাল কলকাতায় হতে চলেছে এটা নিশ্চিত।

চোট কাটিয়ে ফিরেই মোহনবাগানকে ফাইনালে তুলে দিলেন সাহাল আব্দুল সামাদের (Sahal Abdul Samad)। ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে হেডে গোল করে মোহনবাগান সুপার জায়েন্টকে (Mohun Bagan Super Giant) ২-০ গোলে জেতালেন ভারতীয় দলের তারকা। তবে মহনবাগানকে সমতায় ফিরিয়েছিলেন জেসন কামিন্স। ম্যাচের ২২ মিনিটে দিমিত্রি পেত্রাতোসের শট সামনের দিকে ফিস্ট করলেন। সুযোগের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা জেসন কামিন্স ট্যাপ করে গোল করে যান। তবে প্রথমার্ধের একেবারে শেষদিকে মোহনবাগানের গোল বাঁচান হেক্টর উস্তে। ইশাক রালতের হেড বাঁচানোর মতো জায়গায় ছিলেন না সবুজ-মেরুন গোলকিপার বিশাল কাইত। গোললাইন থেকে বল বাঁচান হেক্টর।  ৬২ হাজার দর্শকের সামনে সুযোগ তৈরি করলেও গোল শোধ করতে ব্যর্থ হয় ওড়িশা। 

আরও পড়ুন

আর সেই সুযোগ নষ্টের খেসারতই দিতে হল সের্জিও লোবেরার ছেলেদের। হেরেই মাঠ ছাড়তে হল তাদের। যুবভারতীতে মোহনবাগানকে হারানোর ইচ্ছে অপূর্ণই থেকে গেল রয় কৃষ্ণদের। ম্যাচ শেষেও সে কথাই জানালেন ওড়িশা কোচ।  

Advertisement


        

Read more!
Advertisement
Advertisement