Advertisement

Mohun Bagan VS East Bengal: ISL-এর ডার্বি কবে? দ্বিতীয় লেগের সূচি প্রকাশিত

৩ ফেব্রুয়ারি আইএসএল-এর প্রথম ডার্বি। ফিরতি লিগ শুরু হচ্ছে ৩১ জানুয়ারি থেকে। দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে জামশেদপুর ও নর্থ ইস্ট ইউনাইটেড। ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই দলই তাদের প্রথম ম্যাচ খেলবে একে অপরের বিরুদ্ধেই। ডার্বির পোর ১০ ফেব্রুয়ারি নর্থ ইস্টের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল।

Mohun Bagan vs East BengalMohun Bagan vs East Bengal
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jan 2024,
  • अपडेटेड 5:49 PM IST

৩ ফেব্রুয়ারি আইএসএল-এর প্রথম ডার্বি। ফিরতি লিগ শুরু হচ্ছে ৩১ জানুয়ারি থেকে। দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে জামশেদপুর ও নর্থ ইস্ট ইউনাইটেড। ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই দলই তাদের প্রথম ম্যাচ খেলবে একে অপরের বিরুদ্ধেই। ডার্বির পোর ১০ ফেব্রুয়ারি নর্থ ইস্টের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল।

ডার্বির টিকিট বিক্রি শুরু
দ্বিতীয় পর্বের সূচি ঘোষণার সঙ্গে সঙ্গেই টিকিট বিক্রিও চালু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। জানা যাচ্ছে এই ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম হবে ২০০ টাকা। পাওয়া যাবে ৩০০ ও ৫০০ টাকার টিকিটও। প্রথম ডার্বি আয়োজন করবে মোহনবাগান সুপার জায়েন্ট। ইস্টবেঙ্গল সমর্থকরা যুবভারতীর ১,২ ও ৩ নম্বর গেট দিয়ে ঢুকতে পারবেন। আর মোহনবাগান সমর্থকরা ঢুকতে পারবেন ৩A, ৪ ও ৫ নম্বর গেট দিয়ে। 

ফিরতি ডার্বি কবে?
ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ফিরতি ডার্বি ১০ মার্চ। সেই ম্যাচ আয়োজন করবে ইস্টবেঙ্গল। ১৪ এপ্রিল শেষ হবে লিগ পর্বের খেলা। তারপর শুরু হবে প্লে অফ। সেরা ছয় দল খেলবে প্লে অফে। বাংলার দুই দলই এখনও এই প্লে অফের ওঠার প্রবল দাবিদার। মোহনবাগান সুপার জায়েন্ট প্রথম পর্বের শেষ তিন ম্যাচ হারলেও ৫ নম্বরে। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট পেয়েছে তারা। তবে বেশ কয়েকটি দলই ১২ টা ম্যাচও খেলে ফেলেছে। ইস্টবেঙ্গল রয়েছে আট নম্বরে। তারাও খেলেছে ১০টি ম্যাচ। কার্লেস কুয়াদ্রাতের দল পেয়েছে ১১ পয়েন্ট। মোহনবাগান আট পয়েন্ট এগিয়ে। একটাও ডার্বি খেলা হয়নি।

আরও পড়ুন

সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল

সুপার কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল। জামশেদপুর এফসিকে হারিয়ে দেয় লাল-হলুদ।    

Read more!
Advertisement
Advertisement