Advertisement

ISL MBSG vs MCFC: সুপার সাব ক্রৌমা, এগিয়ে থেকেও মুম্বই-জয় হাতছাড়া মোহনবাগানের

আইএসএল (ISL) প্রথম ম্যাচ থেকেই জমজমাট। এগিয়ে থেকেও মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) ঘরের মাঠে ড্র করল মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) বিরুদ্ধে। ম্যাচের শুরুতে বিপিন সিং-এর (Bipin Singh) দাপটে মুম্বই ত্রাহি ত্রাহি রব তুলে দিয়েছিল মোহনবাগান ডিফেন্সের। তবে ৩০ মিনিটের মধ্যেই দুই গোল খেয়ে যায় মুম্বই। যদিও শেষ রক্ষা হয়নি। ম্যাচ শেষ হয়  ২-২ গোলে।

mohun bagan vs mumbaimohun bagan vs mumbai
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Sep 2024,
  • अपडेटेड 9:41 PM IST

আইএসএল (ISL) প্রথম ম্যাচ থেকেই জমজমাট। এগিয়ে থেকেও মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) ঘরের মাঠে ড্র করল মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) বিরুদ্ধে। ম্যাচের শুরুতে বিপিন সিং-এর (Bipin Singh) দাপটে মুম্বই ত্রাহি ত্রাহি রব তুলে দিয়েছিল মোহনবাগান ডিফেন্সের। তবে ৩০ মিনিটের মধ্যেই দুই গোল খেয়ে যায় মুম্বই। যদিও শেষ রক্ষা হয়নি। ম্যাচ শেষ হয়  ২-২ গোলে।

একেরাবে খেলার গতির বিরুদ্ধে। ১১ মিনিটে লিস্টন কোলাসোর বাড়ানো বল মুম্বই গোলরক্ষক পূর্বা লাচেনপা সেভ করলে তা তিরির গায়ে লেগে গোলে ঢুকে যায়। ব্যবধান বাড়িয়ে দেন আলবার্তো রদ্রিগেজ। ২৮ মিনিটে প্রথম কর্নার পায় সবুজ-মেরুন। সেখান থেকেই আসে গোল। কামিন্স বক্সের ভিতর বল ধরে তা বাড়িয়ে দেন আশিস রাইকে। তাঁর মাইনাস গ্রেগ স্টুয়ার্টের কাছে আসতেই তিনি রদ্রিগেজকে উদ্দেশ্য করে বল সাজিয়ে দেন বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়িয়ে মোহনবাগানকে ২-০ গোলে এগিয়ে দেন আলবার্তো রদ্রিগেজ। বাঁ দিক থেকে বারবার ডিফেন্সে চাপ পড়তে থাকায় মলিনা, আশিস রাইকে ওখানে খেলান। এতে কিছুটা আক্রমণের ঝড় কমে। প্রথমার্ধের খেলা এভাবেই শেষ হয়।

দ্বিতীয়ার্ধে খেলা অনেকটাই ধরে নেয় মুম্বই। কোচ নামিয়ে দেন জেরমি মানজোরোকে। আর সেখানেই কিছুটা অক্সিজেন খুঁজে পায় মুম্বই সিটি এফসি। ৭০ মিনিটে ব্যবধান কমান তিরি। গোল খেতেই জোড়া পরিবর্তন করেন মোহনবাগান কোচ মলিনা। মাঠে আসেন সাহাল আবদুল সামাদ এবং অনিরুদ্ধ থাপা। আক্রমণ, প্রতিআক্রমণে খেলা জমে উঠেছে। দ্বিতীয়ার্ধে মোহনবাগান সঙঘবদ্ধ ফুটবল খেলার চেষ্টা করলেও গোলসংখ্যা বাড়েনি। শেষদিকে কিছুটা ফিজিক্যাল হয়ে ওঠে ম্যাচ।

আরও পড়ুন

 

সেখান থেকেই সমতা ফেরায় মুম্বই। ম্যাচের একেবারে শেষদিকে পরিবর্ত হিসেবে নামা কৌমা গোল করেন। ফের সেই বাঁ দিক থেকেই আক্রমণে উঠে এসে দারুণ অ্যাসিস্ট অরেন নউফল। তাঁর দেওয়া ব্যাকপাস থেকে গোল করেন ক্রৌমা। 

Read more!
Advertisement
Advertisement