আইএসএল (ISL 2024) সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) সামনে ওড়িশা এফসি (Odisha FC)। শুক্রবার কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-১ গোলে জয় তুলে নিয়েছে সের্জিও লোবেরার দল। ওড়িশা এফসি ম্যাচের ৬৭ মিনিটে ফিওদোর সারনিচের করা গোলে পিছিয়ে পড়ে। তবে মরণবাঁচন সেই ম্যাচে জ্বলে ওঠেন রয় কৃষ্ণা। তাঁর দুই অ্যাসিস্ট ম্যাচের ভাগ্য বদলে দেয়।
সের্জিও লোবেরার দলের হয়ে গোল করলেন দিয়েগো মৌরিসিও আর ইসাক রালতে। ঘরের মাঠে দাপটের সঙ্গেই খেলতে শুরু করেছিল ওড়িশা। ২৮ মিনিটের মাঠায় গোলমুখও খুলে ফেলেছিল তারা। কর্নার থেকে ফিরে আসা বল পুশ করে গোলে ঢুকিয়ে দেন মোর্তাদা ফল। রেফারি শুরুতে গোল বলে জানিয়ে দিলেও সহকারি রেফারির পরামর্শে সেই গোল বাতিল হয়। অফ সাইড পেয়ে যায় কেরল। তবে তাতে ম্যাচের গতিপ্রকৃতি বদলে যায়নি। ক্রমাগত আক্রমণ চালাতে থাকে ওড়িশা। প্রথমার্ধে গোল না পেলেও, দ্বিতীয়ার্ধে ফের এগিয়ে যেতে পারত ওড়িশা। কেরল গোলকিপার লারা শর্মা ও ডিফেন্ডার হরমিপামের দক্ষতায় কোনওমতে গোল সেভ করে কেরল।
তবে ৬৭ মিনিটে কেরলের মিডফিল্ডার আইমেনের বাড়ানো বল পুরো ওড়িশা ডিফেন্সকে বোকা বানিয়ে দেয়। বল ধরে একটা টোকা মেরে শট করেন সারনিচ। গোল পেয়ে যায় কেরল। সমতা ফেরান ওড়িশার দিয়েগো মৌরিসিও। ডান দিক থেকে ঠিকানা লেখা ভাসানো বল একেবারে গোলের সামনে সাজিয়ে দিয়েছিলেন রয় কৃষ্ণ। গোল করতে ভুল করেননি ফল। ৯৮ মিনিটে দ্বিতীয় গোল করলেন ইসাক। এবারও কারিগর সেই কৃষ্ণ। ঠিক প্রথম গোলের মতোই। কেরালাকে ২-১ গোলে হারিয়ে এবার তাদের সামনে লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান।
মঙ্গলবার ভুবনেশ্বরে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামবে ওড়িশা। তবে এ ক্ষেত্রে তাদের দুই লেগে ম্যাচ খেলতে হবে। অর্থাৎ একটা ম্যাচ শুধু জিতলে হবে না। গোল পার্থক্যের বিচারে যে দল এগিয়ে থাকবে তারাই যাবে ফাইনালে।