Advertisement

Jaspreet Bumrah Injury Update: অপারেশন তো হয়ে গেল, বিশ্বকাপের আগে দলে ফিরবেন বুমরা?

ভারতের তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) চোট সারিয়ে কবে ফিরতে পারেন? এটাই এখন প্রশ্ন ভারতের ক্রিকেটপ্রেমীদের মনে। পিঠের চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ভারতের (Team India) এই তারকা। গতবছর ২৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছিলেন ভারতের বুমরা। এর মধ্যেই নিউজিল্যান্ডে পিঠের চোটের জন্য অপারেশন হয়েছে ভারতের ফাস্ট বোলারের। 

জসপ্রীত বুমরা জসপ্রীত বুমরা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Mar 2023,
  • अपडेटेड 4:30 PM IST
  • কবে ফিরতে পারেন বুমরা
  • অপারেশন হয়ে গেল বুমরার

ভারতের তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) চোট সারিয়ে কবে ফিরতে পারেন? এটাই এখন প্রশ্ন ভারতের ক্রিকেটপ্রেমীদের মনে। পিঠের চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ভারতের (Team India) এই তারকা। গতবছর ২৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছিলেন ভারতের বুমরা। এর মধ্যেই নিউজিল্যান্ডে পিঠের চোটের জন্য অপারেশন হয়েছে ভারতের ফাস্ট বোলারের। 

জানা গিয়েছে, অন্তত ছয় মাস মাঠের বাইরেই থাকতে হবে বুমরাকে। অর্থাৎ আইপিএল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ-এর (World Test Championship) ফাইনালের পাশাপাশি এশিয়া কাপেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অপারেশন হয়েছে তাঁর। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, বুমরার অপারেশন করেছেন ডাঃ রোয়েন শুটেন। বিসিসিআই সূত্রে আরও জানা গিয়েছে, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে অক্টোবর-নভেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হতে চলা একদিনের বিশ্বকাপে দলে ফিরতে পারেন তিনি।

আরও পড়ুন

বুমারার ফিট থাকা ভীষণ গুরুত্বপূর্ণ 
২০২৩ সালের একদিনের বিশ্বকাপের নিরিখে টিম ইন্ডিয়ার জন্য জসপ্রীত বুমরার ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ। বুমরা যদি বিশ্বকাপের আগে ফিট হয়ে যান, তবে টিম ইন্ডিয়ার জন্য তা দারুণ খবর হবে। বুমরার ইয়র্কার খেলা বেশ কঠিন। তাঁর সঙ্গে আরও কিছু বৈচিত্র রয়েছে তাঁর বোলিং-এ। ভারতের ভক্তরা প্রার্থনা করবেন যে জাসপ্রীত বুমরা সময়মতো ফিট হয়ে বিশ্বকাপে মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজের সঙ্গে পেস আক্রমণের নেতৃত্ব দিতে পারেন।

শ্রীলঙ্কা সিরিজে জায়গা পেয়েছিলেন

পিঠের চোটের কারণে গত বছর এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পাননি বুমরা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজের জন্য তিনি ভারতীয় দলে ফিরেছিলেন। বুমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছিলেন, কিন্তু পিঠের চোট আবার দেখা দেওয়ায় তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়তে হয়। এই বছরের শুরুতেও শ্রীলঙ্কার বিরুদ্ধে সুযোগ পেয়ে গিয়েছিলেন বুমরা। ফিট না হওয়ায় সেই সিরিজেও খেলতে পারেননি তিনি।

Advertisement

২৯ বছর বয়সী জসপ্রীত বুমরা এখনও পর্যন্ত ভারতের হয়ে ৩০টি টেস্ট, ৭২টি ওয়ানডে এবং ৬০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। একদিনের ক্রিকেটে এখনও অবধি ১২১টি উইকেট নিয়েছেন বুমরা। টি২০ ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে ৭০টি উইকেট। টেস্টে ১২৮টি উইকেট নিয়েছেন তিনি। 

Read more!
Advertisement
Advertisement