
সদ্য প্রকাশিত হয়েছে বিসিসিআই-এর (BCCI) বার্ষিক চুক্তি (Annual contract) তালিকা। সেখানে গ্রেড-এ (Grade-A) ক্যাটেগরিতে স্থান পেয়েছেন যশপ্রীত বুমরা। ডানহাতি এই ফাস্ট মিডিয়াম (Right handed fast medium) ভারতীয় বোলার না খেলেও কীভাবে গ্রেড এ-কে থাকলেন সেনিয়ে উঠছে প্রশ্ন। কে.এল রাহুলের (K.L Rahul) হতশ্রী পারফরম্যান্সের ফলে তাঁকে পাঠানো হয়েছে গ্রেড-বিতে (Grade-B)। অন্যদিকে, অস্ট্রেলিয়া সিরিজে দুরন্ত খেলার সুবাদে গ্রেড-এ তে উঠে এসেছেন রবীন্দ্র জাদেজা। কিন্তু প্রশ্ন উঠেছে বুমরার অন্তর্ভুক্তি নিয়ে।
দীর্ঘদিন চোটের জন্য মাঠের বাইরে ছিলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছেন ২০২২ সালের সেপ্টেম্বর মাসে। অস্ত্রোপ্রচারও হয় তাঁর। ফিটনেস সমস্যার জেরেই জার্সি গায়ে চাপাতে পারেননি তিনি। এমনকি মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট জোফ্রে আর্চারের (Jofre Archer) সঙ্গে বুমরাকে জুড়ে দিয়ে বোলিং বিভাগে যে ঝড় তুলতে চেয়েছিল, সেই পরিকল্পনাও বিশ বাঁও জলে!
আপাতত যা খবর, আসন্ন আইপিএলেও (IPL 2023) খেলতে পারবেন না বুমরা। খেলতে পারেননি দেশের মাঠে সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজেও। কিন্তু উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL 2023) ফাইনালে মাঠে উপস্থিত হলেন,মুম্বই ইন্ডিয়ান্স মহিলা দলকে (Mumbai Indians Women) সমর্থন করতে।
টুইটারে (Twitter) অনেকেই প্রশ্ন তুলেছেন যে, এতদিন মাঠের বাইরে বুমরা। দেশের জার্সি গায়ে খেলননি একটিও ম্যাচ। তাহলে কিভাবে তিনি গ্রেড-এ তে স্থান পান? কারও মতে, গত সাত মাসে যে বোলার সাতটি ম্যাচও খেলেননি। তিনি কীভাবে এই জায়গায় স্থান পান? যেখানে হার্দিক (Hardik Pandiya) নেমে গেছেন গ্রেড-সিতে (Grade-C)। অথচ চেতেশ্বর পূজারা (Cheteswar Pujara) এবং মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ভালো পারফর্ম করেও স্থান পেলেন না গ্রেড-এ ক্যাটেগরিতে। তা নিয়েও উঠেছে প্রশ্ন। কেউ বলছেন, বিসিসিআই-এর নিজস্ব পছন্দ অনুযায়ী এই তালিকা তৈরি করা হয়েছে।
এ কথা অনস্বীকার্য, বিসিসিআই-এর এই বার্ষিক চুক্তির তালিকা ঘিরে বেশ শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেটমহলে।