Advertisement

চাকদাহ এক্সপ্রেসের ৬০০! বাংলার ঝুলনের মুকুটে নতুন পালক

সাল ২০২১, ভারতীয় ক্রিকেটের জন্য সত্যিই এক স্মরণীয় বছর। কারণ টেস্ট ক্রিকেটে একদিকে গাব্বায় অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের জয়লাভ। অন্যদিকে ওয়ানডেতে ব্যাট-বলের জাদুতে দর্শকদের মোহিত করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দল। 

ঝুলন গোস্বামী। ফাইল ছবি।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 26 Sep 2021,
  • अपडेटेड 6:22 PM IST
  • ঝুলন গোস্বামীর ঝুলিতে ৬০০ উইকেট
  • অনবদ্য রেকর্ড চাকদাহ এক্সপ্রেসের
  • বল হাতে রেকর্ড ঝুলন গোস্বামীর

সাল ২০২১, ভারতীয় ক্রিকেটের জন্য সত্যিই এক স্মরণীয় বছর। কারণ টেস্ট ক্রিকেটে একদিকে গাব্বায় অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের জয়লাভ। অন্যদিকে ওয়ানডেতে ব্যাট-বলের জাদুতে দর্শকদের মোহিত করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দল। 

অভিজ্ঞ ভারতীয় পেসার এবং বাংলার মেয়ে ঝুলন গোস্বামীর ছোঁয়ায় আরও একটি ব্যক্তিগত মাইলফলক যোগ হয়েছে যা কেরিয়ারের উইকেটে ৬০০ অতিক্রম করেছে।

অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিংয়ের বিরুদ্ধে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন রবিবার, যিনি আজ ম্যাককেতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় ওয়ানডেতে শূন্য রানে ক্যাচ দিয়েছিলেন।

ভারতীয় মহিলা ক্রিকেট দলের অভিজ্ঞ খেলোয়াড় ঝুলন গোস্বামী রবিবার ম্যাচের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২ উইকেটে জয়ে তার ব্যক্তিগত পারফরম্যান্সে খুশি। ভারত ২৬৫ রান তাড়া করে ৫০ ওভারের ফরম্যাটে অস্ট্রেলিয়ার ২৬ ম্যাচের জয়ের ধারাবাহিকতা শেষ করে। ৩৮ বছর বয়সী এই মহিলা শেষ বলে চার মেরেই শেষ করেছিলেন এই ধারাবাহিকতা। 

ঝুলন গোস্বামী বলেন, "আমি জানতাম যে আমি সাফল্য পেতে পারি আর আমি সেটাই করেছি। ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে আমার সেরাটা দিয়েছি সিনিয়র হিসেবে আমি এটাই করতে চেয়েছিলাম। ব্যাক-টু-ব্যাক খেলে শরীরে ব্যথা বেড়েছে পুনরুদ্ধারের জন্য সময় প্রয়োজন। তবে আমরা প্রথমবারের মতো গোলাপি বল টেস্টের অংশ হওয়ার অপেক্ষায় আছি।" 

এদিকে শুক্রবারের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে গোস্বামীর দুটি নো বলই ছিল ভারতের হারের প্রধান কারণ। অন্যদিকে, ভারতের অধিনায়ক মিতালি রাজ আনন্দ প্রকাশ করেছেন যে অস্ট্রেলিয়ার ২৬ ম্যাচে জয়ের ধারা তাদের হাত ধরেই শেষ হয়েছে।
 
তিনি বলেন, "আমরা খুব খুশি। আমি শুধু মেয়েদের বলেছিলাম, অস্ট্রেলিয়ার জয়ের ধারা ভারতের বিপক্ষেই ২০১৮ সালে শুরু হয়েছিল। এখন আমরাই আবার সেই ধারাবাহিকতা ভেঙেছি"

Advertisement

তিনি আরও বলেন, ব্যাটিং অর্ডারে কিছুটা গভীরতা থাকা ভালো। দীপ্তি ভালো রান তুলেছে এবং অবশ্যই শাফালির সঙ্গে ইয়াস্তিকার জুটিটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং স্নেহা রানার ক্যামিওটিও দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমার মনে হয় শেষ ম্যাচটিই আমাদের আজকের ম্যাচে আত্মবিশ্বাস যুগিয়েছে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement