Advertisement

ATK Mohun Bagan: ডুরান্ডের ডার্বি নয়, ফেরান্দোর চিন্তায় AFC কাপ

ফেরান্দোর আসল লক্ষ্য ৭ সেপ্টেম্বর যুবভারতীতে অনুষ্ঠিত হতে চলা এএফসি ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচ। তার আগে ডুরান্ডের বেশ কয়েকটি ম্যাচ খেলে দলকে গুছিয়ে নিতে চান তিনি। আগামী ২৫ জুলাই এর মধ্যে কলকাতায় এসে যাচ্ছেন এটিকে মোহনবাগান ফুটবলাররা। ২৯ জুলাই মোহনবাগান দিবসের দিনে মোহনবাগান মাঠে শুরু হবে প্র্যাকটিস। ফ্লোরেন্টিন পোগবা, ব্রেন্ডন হামিলের মত নতুন ফুটবলাররা রয়েছেন দলে। পাশাপাশি রয়েছেন প্রীতম কোটালদের মত পুরনো ফুটবলাারাও। তাদের মধ্যে বোঝাপড়া তৈরি করতে কিছুটা সময় লাগবে। সেই জন্যই ৬ই আগস্ট নৈহাটি গোল্ডকাপে নৈহাটিতে মহামেডান স্পোর্টিং এর মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান।

জুয়ান ফেরান্দো ও এটিকে মোহনবাগান দল জুয়ান ফেরান্দো ও এটিকে মোহনবাগান দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jul 2022,
  • अपडेटेड 11:21 AM IST
  • এএফসি কাপকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন ফেরান্দো
  • ১৬ আগস্ট বড় ম্যাচ

আগামী ১৬ আগস্ট যুবভারতীতে ডার্বি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। দুই দলের কাছেই এই ম্যাচের আগে প্রস্তুতির সময় খুব কম। তবে এ নিয়ে চিন্তিত নন এটিকে মোহনবাগান কোচ জোয়ান ফেরান্দো। কারণ তাঁর দলে খুব বেশি পরিবর্তন হয়নি। তবে দলের কৌশলের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে বাদ পড়েছেন রয় কৃষ্ণা ও ডেভিড উইলিয়ামস। দ্রুতগতির পাসিং ফুটবল আর তার সঙ্গে আক্রমণ এই রণকৌশলের সঙ্গে খাপ খাওয়াতে পারেননি তাঁরা।

তবে ফেরান্দোর আসল লক্ষ্য ৭ সেপ্টেম্বর যুবভারতীতে অনুষ্ঠিত হতে চলা এএফসি ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচ। তার আগে ডুরান্ডের বেশ কয়েকটি ম্যাচ খেলে দলকে গুছিয়ে নিতে চান তিনি। আগামী ২৫ জুলাই এর মধ্যে কলকাতায় এসে যাচ্ছেন এটিকে মোহনবাগান ফুটবলাররা। ২৯ জুলাই মোহনবাগান দিবসের দিনে মোহনবাগান মাঠে শুরু হবে প্র্যাকটিস। ফ্লোরেন্টিন পোগবা, ব্রেন্ডন হামিলের মত নতুন ফুটবলাররা রয়েছেন দলে। পাশাপাশি রয়েছেন প্রীতম কোটালদের মত পুরনো ফুটবলাারাও। তাদের মধ্যে বোঝাপড়া তৈরি করতে কিছুটা সময় লাগবে। সেই জন্যই ৬ই আগস্ট নৈহাটি গোল্ডকাপে নৈহাটিতে মহামেডান স্পোর্টিং এর মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান।

বিশ্বকাপার সই করাল এটিকে মোহনবাগান
অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলা অ্যাটাকিং মিডফিল্ডার দিমিত্রি পেত্রাতোসকে সই করিয়ে নিলো এটিকে মোহনবাগান। অস্ট্রেলিয়া ছাড়াও কোরিয়া ও সৌদি আরবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। দলের প্রয়োজনে স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন পেত্রাতোস। আবার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলে থাকেন তিনি। কখনও কখনও রাইট উইঙ্গার হিসেবেও খেলেন পেত্রাতোস।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার লিগও সাফল্যের সঙ্গে খেলেছেন। ব্রিসবেন রোয়ার্সের হয়ে খেলার সময় সাফল্য পেয়েছিলেন তিনি। সৌদি আরবের ক্লাব আল ওহেদার হয়ে খেলেছেন তিনি। এরপর ফের ফিরে আসেন অস্ট্রেলিয়ায়। গত মরশুমে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্সের হয়ে খেলেছেন তিনি। ২৯ বছর বয়সী এই ফুটবলারের জার্সি নম্বর ছিল ৯। বিশ্বকাপের মঞ্চেও একই জার্সি পরে খেলেছিলেন তিনি। 

Read more!
Advertisement
Advertisement