Advertisement

Kalinga Super Cup 2024 East Bengal: ডার্বির পর খালিদের জামশেদপুরকেও হারিয়ে ফাইনালে ইস্টবেঙ্গল

জামশেদপুর এফসিকে ২-০ গোলে হারিয়ে কলিঙ্গ সুপার কাপের ফাইনালে চলে গেল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন হিজাজি মেহের ও সিভেরিও। লাল-হলুদের হয়ে দ্বিতীয় ম্যাচে নেমেই পেনাল্টি আদায় করে নেন সায়ন বন্দোপাধ্যায়। তবে ক্লেইটনের শট ক্রসবারে লাগে। জিতলেও ইস্টবেঙ্গলের খেলা দেখে মন ভরল না সমর্থকদের।

ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • ভুবনেশ্বর,
  • 24 Jan 2024,
  • अपडेटेड 10:34 PM IST
  • ফাইনালে লাল-হলুদ
  • ২-০ গোলে জিতল ইস্টবেঙ্গল

জামশেদপুর এফসিকে ২-০ গোলে হারিয়ে কলিঙ্গ সুপার কাপের ফাইনালে চলে গেল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন হিজাজি মেহের ও সিভেরিও। লাল-হলুদের হয়ে দ্বিতীয় ম্যাচে নেমেই পেনাল্টি আদায় করে নেন সায়ন বন্দোপাধ্যায়। তবে ক্লেইটনের শট ক্রসবারে লাগে। জিতলেও ইস্টবেঙ্গলের খেলা দেখে মন ভরল না সমর্থকদের।

 
১৯ মিনিটে হিজাজি মেহেরের করা গোলে সুপার কাপের সেমিফাইনালে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ক্লেইটন সিলভার কর্নার জামশেদপুর ডিফেন্ডাররা কোনওমতে ক্লিয়ার করলেও বল আসে সিভেরিওর পায়ে। ডানদিকে কিছুটা দূরহ কোনে চলে গেলেও দারুণ পাস বাড়ান। সেট পিসের জন্য উঠে আসা ডিফেন্ডার হিজাজি মেহের ডান পায়ে টোকা মেরে গোল করে যান। জামশেদপুরের কোনও ডিফেন্ডারই এই বল ক্লিয়ার করতে পারেননি। 

গোল করার আগে অবধি আধিপত্য থাকলেও গোল করার মতো জায়গায় পৌঁছে যেতে পারছিল না ইস্টবেঙ্গল। গোল করেই ঝাঁজ বাড়ান লাল-হলুদ ফুটবলাররা। খালিদ জামিলের ছেলেরা বল পেলেই প্রেস করতে থাকেন সিভেরিও-নন্দাকুমাররা। মানজোরো, হাওকিপরা মাঝে মধ্যেই হিজাজি-পার্দোদের।

৩০ মিনিটে হাওকিপ দারুণ জায়গায় বল পান। পেছনের দিকে বল দেন তিনি চিকাওয়ার দুরন্ত শট হাতে লাগিয়ে বাঁচান প্রভসুকান গিল। ৩৩ মিনিটে স্টিভ আমরি উঠে যাওয়ায় সমস্যা কিছুটা বাড়ে খালিদ জামিলের দলের।   

প্রথমার্ধে শেষ অবধি গোল শোধের চেষ্টা করে যায় জামশেদপুর। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়িয়ে ফেলে লাল-হলুদ। ডার্বির হিরো নন্দাকুমারের পাস পান নিশুকুমার। তাঁর  থেকে গোল করে যান সিভেরিও টোরো। ডান দিক থেকে উঠে এসে কিছুটা সময় বল হোল্ড করেন নন্দা। পাস দেন উঠে আসা নিশুকে। তারগড়ান পাস থেকে প্রথম পোস্টে পুশ করে গোল করে যান সিভেরিও। এরপর চেষ্টা করলেও আর খেলায় ফিরতে পারেনি জামশেদপুর। উল্টে দারুণ শটে গোল করার মতো জায়গায় এসে গিয়েছিলেন নন্দাকুমার। তবে অল্পের জন্য সেই শট বাইরে চলে যায়।  

Advertisement

তবে ইস্টবেঙ্গলের চিন্তা থাকবে গোলরক্ষক প্রভসুকান গিল দুইবার শট মিস করায়। দুই ক্ষেত্রেই বল তাঁর হাত থেকে বেরিয়ে যায়। এছাড়া গোটা মরসুমের মতোই ভাল খেলে গিয়েছে লাল-হলুদ ডিফেন্স। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement