Advertisement

Kalyan Chaubey: 'বাংলার ফুটবলের স্বার্থে...' বিদেশিহীন লিগ নিয়ে মুখ খুললেন AIFF সভাপতি

বাংলার ফুটবলের স্বার্থে বিদেশিহীন লিগই করতে হবে। স্পষ্ট জানিয়ে দিলেন এআইএফএফ (AIFF) সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey)। কলকাতায় আইএফএ কর্তাদের সঙ্গে বৈঠক শেষে এই কথাই জানিয়ে দেন ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থার সভাপতি।

কল্যাণ চৌবে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 May 2023,
  • अपडेटेड 8:54 AM IST

বাংলার ফুটবলের স্বার্থে বিদেশিহীন লিগই করতে হবে। স্পষ্ট জানিয়ে দিলেন এআইএফএফ (AIFF) সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey)। কলকাতায় আইএফএ কর্তাদের সঙ্গে বৈঠক শেষে এই কথাই জানিয়ে দেন ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থার সভাপতি।

সমস্যার কথা তুলে ধরেন আইএফএ কর্তারা
বিদেশি ফুটবলার ছাড়া লিগ করতে হলে স্পনসর, সম্প্রচারকারী চ্যানেলের কর্তৃপক্ষকে বোঝাতে হবে। এমনটাই জানালেন এআইএফএফ সভাপতি কল্যা ণ চৌবে। তপসিয়ার অ্যা লকভ রিজেন্সির ১৭ তলায় আইএফএ-এর সচিব অনির্বান দত্ত, সভাপতি অজিত ব‍ন্দোপাধ্যায়ের সঙ্গে এআইএফএফ সভাপতি কল্যা ণ চৌবে ও সচিব সাজি প্রভাকরণ প্রায় দেড় ঘন্টার বৈঠক করেন। কল্যাআণ চৌবে বলেন,'এআইএফএফ বিদেশিহীন লিগ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কলকাতা লিগে যারা স্পনসর করবে তাদের ব্যওবসা বাংলাতেই। তাদের ব্যরবসায়িক স্বার্থে,বাংলার ফুটবলের স্বার্থে স্পনসরদের এগিয়ে আসতে হবে। বিদেশিহীন লিগ করতে যদি স্পনসররা বাধা দেয় তাহলে স্পনসরদের আইএফএকে বোঝাতে হবে।'

আরও পড়ুন: ঘরোয়া লিগে বিদেশি সমস্যা, স্পন্সর নিয়ে বিড়ম্বনায় IFA? মুখ খুললেন কর্তা


আশাবাদী আইএফএ কর্তারা
এই বৈঠক শেষে আইএফএ সভাপতি অজিত ব‍ন্দোপাধ্যায় বলেন, ‘আমি গত চার-পাঁচ বছর থেকেই বলে আসছি, বিদেশি ফুটবলার ছাড়া লিগ হোক। আমাদের সচিব স্পনসর নিয়ে যে যুক্তি দিয়েছেন সেটাও ফেলে দেওয়ার নয়। তবে আশা করি আমরা স্পনসরদের এই বিষয়টা বোঝাতে পারব।‘ আইএফএ সচিব অনির্বান দত্ত বলেন, ‘ফেডারেশন সভাপতি ও সচিবের সঙ্গে খুব ভাল বৈঠক হয়েছে। আশাকরি সমস্যাবর সমাধান হয়ে যাবে। এছাড়াও আমাদের বেশ কিছু প্রস্তাব ফেডারেশন সভাপতি বাস্তবায়িত করবেন বলে জানিয়েছেন।‘ স্পোর্টস ক্যালেন্ডার তৈরির আবেদন কত্রছিলেন আইএফএ কর্তারা তিনি বলেন, ‘আমরা বলেছি স্পোর্টস ক্যাবলেন্ডার করার আগে আমাদের একটা স্লট দিক। ফেডারেশন সভাপতি সেটা করে দেবেন বলেছেন।‘

Advertisement

আরও পড়ুন: ইস্টবেঙ্গলে খুলছে 'পানশালা', সুরায় মজবেন সদস্যরা? খোঁচা মোহনবাগানের

এই বছর আপাতত পাঁচটি জেলা নিয়ে অনূর্ধ্ব-২৩ চ্যা ম্পিয়নশিপ করার প্রস্তাব দিয়েছেন এআইএফএফ সভাপতি কলাণ চৌবে। এই চ্যাতম্পিয়নশিপ আয়োজন করার সমস্ত খরচ ফেডারেশনই বহন করবে। স্পোর্টস ক্যাইলেন্ডার করার আগে আইএফএকে একটা স্লটও দিচ্ছে ফেডারেশন। তবে সেটা আগামী মরশুম থেকে। পাশাপাশি আইএফএ-এর যে মাঠ আছে (ময়দানের বাস্কেটবল তাঁবুর পিছনে) সেটা নতুন করে তৈরি করার জন্যছ আইএফএ এবং এআইএফএফ যৌথ ভাবে কাজ করবে। এছাড়াও বাংলার তৃণমূল স্তরের ফুটবল উন্নয়নের জন্য আলোচনাও করেন ফেডারেশন ও আইএফএ কর্তারা।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement