এশিয়া কাপের ম্যাচ পাকিস্তানের প্রাক্তন উইকেট-রক্ষক ব্যাটার কামরান আকমলের (Kamran Akmal) সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন ভারতের প্রাক্তন ব্যাটার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ভারতের ক্রিকেট ভক্তদের সেই ঘটনার কথা নিশ্চয়ই মনে রয়েছে। তবে সেটা নিছক ভুল বোঝাবুঝি ছিল বলে জানিয়েছেন কামরান। বর্তমানে লেজেন্ড ক্রিকেট লিগ খেলতে ওমানে রয়েছেন কামরান আকমল। খেলার ফাঁকে সেই ঘটনার কথা শেয়ার করলেন তিনি। আকমলকে জিজ্ঞাসা করা হয়েছিল তাঁর সবচেয়ে বড় শত্রু গৌতম গম্ভীর নাকি হরভজন সিং (Harbhajan Singh)? এর উত্তরে তিনি বলেন, 'এদের কেউই নয়।' ২০১০ সালের এশিয়া কাপের ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। তখন ম্যাচ চলাকালীন গৌতম গম্ভীর এবং কামরান আকমল নিজেদের মধ্যে তর্কে জড়িয়ে পড়েন। ঘটনায় হস্তক্ষেপ করতে হয়েছিল অন্যান্য ক্রিকেটার আম্পায়ারদের।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বলেন, ''আমার সঙ্গে কোনও ক্রিকেটারের শত্রুতা নেই। শুধুমাত্র ভুল বোঝাবুঝি হয়েছিল। এশিয়া কাপের সময় ভুল বোঝাবুঝি হলেও বর্তমানে আমরা খুব ভালো বন্ধু। আমরা দুজনেই 'এ' দলের হয়ে খেলেছি। গম্ভীর ভারতের হয়ে আর আমি পাকিস্তানের হয়ে।''
ঘটনাটা ঠিক কী ঘটেছিল
২০১০ সালে এশিয়া কাপের ম্যাচে এই ঘটনা ঘটেছিল। পাকিস্তানের প্রাক্তন স্পিনার সৈয়দ আজমল বল করছিলেন আর ব্যাট করছিলেন ভারতের গৌতম গম্ভীর। আজমলের বলে গৌতম গম্ভীর এর বিরুদ্ধে আউটের আবেদন করেন আকমল। জোরালো আবেদনে ক্ষিপ্ত হয়ে ওঠেন গম্ভীর। এরপর দুই ক্রিকেটার এর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ দলের এই তারকাকে নিয়ে টানাটানি হবে IPL-এ জানালেন অশ্বিন
আরও পড়ুন: কার সঙ্গে লড়াই? নতুন লুকে ছবি শেয়ার করে জানালেন বিরাট
ইশান্ত শর্মার সঙ্গেও ঝামেলায় জড়িয়ে ছিলেন আকমল
এখানেই শেষ নয় ইশান্ত শর্মার (Ishant Sharma) সঙ্গে কামরান আকমলের এমনই একটি তর্কাতর্কির ঘটনা ঘটেছিল। বোলিং করার সময় ভারতীয় দলের বোলার ইশান্ত কামরান আকমলের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। কামরান আকমল পাকিস্তানের হয়ে ৫৩ টি টেস্ট ম্যাচ খেলেছেন। প্রায় আড়াই হাজারের বেশি রান করেছেন। তার রানের গড় তিরিশের বেশি।