Advertisement

Kapil Dev On Bangladesh players PGTI: ভারতে গল্ফেও বাংলাদেশিদের ব্যান? কপিল দেব যা জানালেন...

Kapil Dev On Bangladesh players PGTI: বর্তমানে PGTI ট্যুরে নিয়মিত খেলছেন বাংলাদেশের একাধিক পরিচিত গল্ফার। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য জামাল হোসেন, মহম্মদ সিদ্দিকুর রহমান ও মহম্মদ আকবর হোসেন। তবে BCB-র আইসিসির দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করতে চাননি কপিল।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 05 Jan 2026,
  • अपडेटेड 6:22 PM IST

Kapil Dev On Bangladesh players PGTI: প্রফেশনাল গল্ফ ট্যুর অব ইন্ডিয়া (PGTI)-তে বাংলাদেশি গলফাররা খেলতে পারবেন কি না, তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সোমবার এই কথা স্পষ্ট করে জানালেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ও বর্তমান PGTI প্রেসিডেন্ট কপিল দেব।

সম্প্রতি ভারত সফর নিয়ে বাংলাদেশের ক্রীড়া মহলে টানাপোড়েন শুরু হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে ও সরকারের পরামর্শে আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাতে অস্বীকার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। এর মধ্যেই আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়ে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বলে বিসিসিআই। সেই ঘটনার রেশ গিয়েই প্রশ্ন উঠছে, PGTI-তে বাংলাদেশি খেলোয়াড়দের ভবিষ্যৎ কী হবে। এই প্রসঙ্গে কপিল দেব বলেন,
“সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব। এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

বর্তমানে PGTI ট্যুরে নিয়মিত খেলছেন বাংলাদেশের একাধিক পরিচিত গল্ফার। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য জামাল হোসেন, মহম্মদ সিদ্দিকুর রহমান ও মহম্মদ আকবর হোসেন। তবে BCB-র আইসিসির দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করতে চাননি কপিল।

আরও পড়ুন

সোমবার ‘৭২ দ্য লিগ’ নামে PGTI-র নতুন ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক গল্ফ লিগের একটি দলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কপিল দেব। সেখানে তিনি বলেন, ভারতের গল্ফের দ্রুত উন্নতির জন্য দলগত ফরম্যাট অত্যন্ত প্রয়োজন। কপিলের কথায়,“ক্রিকেট দলগত খেলা, আর গল্ফ মূলত ব্যক্তিগত। কিন্তু ভারতীয় গল্ফের ক্ষেত্রেও দলগত কাঠামো দরকার।”

আইপিএলের উদাহরণ টেনে তিনি বলেন, দলগত প্রতিযোগিতা খেলায় আলাদা মাত্রা যোগ করে। ব্যক্তিগত দক্ষতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই দলগত লড়াই খেলোয়াড়দের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করে। “ব্যক্তিগত পারফরম্যান্স সব সময়ই গুরুত্বপূর্ণ থাকবে। কিন্তু দলগত খেলায় আলাদা উত্তেজনা আছে। গল্ফারদের সেই অভিজ্ঞতাই দিতে চাই,” বলেন কপিল। তিনি আরও জানান, এই লিগের মূল লক্ষ্য গল্ফারদের সামনে তুলে ধরা এবং তাঁদের কণ্ঠস্বরকে আরও জোরালো করা। “ক্রিকেটে যেমন ক্রিকেটাররাই কথা বলেন, গল্ফেও তেমনটাই হওয়া উচিত,” মন্তব্য তাঁর।

Advertisement

‘৭২ দ্য লিগ’-এর প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে ঘোষণা করা হয়েছে UP Prometheans-এর নাম। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আরও পাঁচটি ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement