Advertisement

Kings Cup 2023 India vs Iraq: কিংস কাপে সুনীল নেই, আজ ভারতের সামনে ইরাক, কখন কীভাবে ফ্রিতে দেখবেন ম্যাচ?

কিংস কাপে (Kings Cup 2023) নামছে ভারতের ফুটবল দল (Indian Football Team)। ইতিমধ্যেই এই মরশুমে তিনটি ট্রফি জিতেছে ভারতীয় দল। ত্রিদেশীয় টুর্নামেন্ট, ইন্টারকন্টিনেন্টাল কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারতীয় ফুটবল দল। থাইল্যান্ডের চিয়াং মাই স্টেডিয়ামে শক্তিশালী ইরাকের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল।

ভারতীয় দলভারতীয় দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Sep 2023,
  • अपडेटेड 1:57 PM IST

কিংস কাপে (Kings Cup 2023) নামছে ভারতের ফুটবল দল (Indian Football Team)। ইতিমধ্যেই এই মরশুমে তিনটি ট্রফি জিতেছে ভারতীয় দল। ত্রিদেশীয় টুর্নামেন্ট, ইন্টারকন্টিনেন্টাল কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারতীয় ফুটবল দল। থাইল্যান্ডের চিয়াং মাই স্টেডিয়ামে শক্তিশালী ইরাকের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল।
 

দলে নেই সুনীল ছেত্রী
কিংস কাপে ভারতীয় দলে নেই ক্যাপ্টেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। সদ্যজাত ছেলে ও স্ত্রী সোনমের জন্য এই টুর্নামেন্ট থেকে ছুটি চেয়ে নিয়েছেন তিনি। ফলে বেশ চাপে থেকেই এই নক আউটে প্রথম ম্যাচ খেলতে নামছে ভারতের ফুটবল দল। তবে গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু, সন্দেশ ঝিঙ্গানের মতো সিনিয়র প্লেয়াররা রয়েছেন। ইরাকের বিরুদ্ধে ম্যাচে নামার আগে বেশ সতর্ক ইগর স্টিম্যাচ। তিনি বলেন, ‘আরব গাল্ফ কাপ চ্যাম্পিয়ন। ওমান, কাতার এবং সৌদি আরবের মতো দলকে হারিয়ে এশিয়ান কাপেও ওরা অন্যতম ফেভারিট। আমাদের কাছে খুবই কঠিন ম্যাচ। ছেলেরা উপভোগ করুক, এটাই চাইব।’
 

কীভাবে দেখবেন ম্যাচ?

এই ম্যাচ দেখা যাবে ইউরো স্পোর্টসে। বিকেল চারটে থেকে শুরু হবে এই ম্যাচ। জিও টিভিতে বিনা পয়সায় দেখা যেতে পারে এই ম্যাচ। ফিফা র্যা ঙ্কিং-এ ইরান ভারতের থেকে ২৯ ধাপ এগিয়ে রয়েছে। তবে দারুণ ছন্দে রয়েছেন সন্দেশ ঝিঙ্গনরা। ফলে লড়াই বেশ হাড্ডাহাড্ডি হবে বলেই আশা করছেন ভারতীয় দলের সমর্থকরা। 


ইরাক কোচ জেসুস কাসাস বলছেন, ‘ভারত কোনও ভাবেই সহজ প্রতিপক্ষ নয়। ওদের বেশ কিছু ম্যাচ দেখেছি। গোছানো দল। আক্রমণের অনেক রাস্তাই জানে। ছোট পাস খেলায় যেমন দক্ষ তেমনই লং পাসেও প্রতিপক্ষকে বিব্রত করতে পারে। আমাদের লক্ষ্য এই টুর্নামেন্ট জেতা এবং বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রস্তুতি সারা।’ কিংস কাপে ২০১৯ সালের সংস্করণে ভারতের কোচ হিসেবে অভিষেক টুর্নামেন্ট ছিল ইগর স্টিমাচের। আয়োজক থাইল্যান্ডকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল ভারত।    
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement