কেএল রাহুলকে (KL Rahul) দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার ভর্ৎসনা নিয়ে এবার মুখ খুললেন দেশের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag)। ৮ মে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ম্যাচে হেরেছিল লখনউ। ম্যাচের শেষে ক্যাপ্টেন কেএল রাহুলকে মাঠেই ধমক দিতে দেখা গিয়েছিল এলএসজি মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjiv Goenka)। আর তা নিয়ে উত্তাল হয় সোশ্যাল মিডিয়া। এ ব্যাপারে এর আগে মুখ খুলেছিলেন মহম্মদ শামি। আর এবার রাহুলের পাশে দাঁড়ালেন সেওয়াগ।
বীরু মনে করেন, দলের পরিস্থিতি যাই হোক না কেন কোনও ক্রিকেটারকে প্রকাশ্যে অসম্মান করা যায় না। তিনি বলেন, 'ড্রেসিংরুমে বা প্রেস কনফারেন্সের সময় টিমের মালিকের উচিত দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলা। তাঁদের অনুপ্রাণিত করা। মালিকের ভূমিকা এমনটাই হওয়া উচিত। কিন্তু মালিক যদি এসে জিজ্ঞাসা করেন, এখানে কী হচ্ছে? সমস্যা কী? যদি তিনি টিম ম্যানেজমেন্টের একজন সদস্যকে ধরে ফেলেন এবং একজন ক্রিকেটার সম্পর্কে প্রশ্ন তুলতে শুরু করেন সেটা ঠিক না। কোচ এবং অধিনায়ক দল চালাচ্ছেন, তাই মালিকদের ক্রিকেটারদের সঙ্গে বিতর্কে না জড়ানোই শ্রেয়। তাঁদের উচিত টিমের ক্রিকেটারদের পাশে থাকা।’
দেশের প্রাক্তন তারকা একইসঙ্গে ব্যবসার কথাও টেনে এনেছেন। তিনি বলেন, ‘এই সব ব্যবসায়ীরা বোঝে শুধু লাভ আর ক্ষতি। কিন্তু এখানে তো তাঁর কোনও ক্ষতিও হয়নি। তা হলে কী নিয়ে এত ক্ষুব্ধ? আপনি ৪০০ কোটি টাকা আয় করছেন। এটা এমন ব্যবসা, যেখানে আপনার নিজের কিছুই করার নেই। এখানে কাজ করার জন্য তো অন্যরা আছে। ফলে যা-ই ঘটুক না কেন, আপনার তো লাভ হচ্ছে।’
মালিকদের কাজ ক্রিকেটারদের আরও ভাল খেলতে উৎসাহ দেওয়া। এমনটাই মনে করেন বীরু। প্রাক্তন ওপেনার বলেন, ‘আপনার কাজ ক্রিকেটারদের উদ্দীপিত করা। যে ঘটনাটা ঘটেছে, তাতে এই ক্রিকেটার চলে যেতে চাইলে তো নেওয়ার জন্য আরও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি আছে। আর আপনি যদি একজন ক্রিকেটারকে হারিয়ে ফেলেন, আপনার জেতার সুযোগ তো শূন্য।’