Advertisement

Kolkata Derby: মরসুমের প্রথম ডার্বিতে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল, কোথায় Free-তে দেখবেন ম্যাচ?

শনিবার মরসুমের প্রথম ডার্বিতে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়েন্ট। এবারের ডার্বি থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ইস্টবেঙ্গল। অন্যদিকে নিজেদের ফর্ম ধরে রাখতে মরিয়া মোহনবাগানও। ভোররাতে শহরে চলে এসেছেন ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ব্রুজো। লাল-হলুদের ডাগ আউটে দেখা যাবে তাঁকে। কলকাতায় এসেই সমর্থকদের আশ্বাসও দ্যেছেন নয়া স্প্যানিশ বস। এই ডার্বিতে শিরোপার জন্য নয়, বরং গৌরব এবং শহরের শ্রেষ্ঠত্বের জন্য লড়াই হবে। 

আইএসএল ডার্বির টিকিট কবে? যা জানা যাচ্ছেআইএসএল ডার্বির টিকিট কবে? যা জানা যাচ্ছে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Oct 2024,
  • अपडेटेड 12:18 PM IST

শনিবার মরসুমের প্রথম ডার্বিতে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়েন্ট। এবারের ডার্বি থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ইস্টবেঙ্গল। অন্যদিকে নিজেদের ফর্ম ধরে রাখতে মরিয়া মোহনবাগানও। ভোররাতে শহরে চলে এসেছেন ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ব্রুজো। লাল-হলুদের ডাগ আউটে দেখা যাবে তাঁকে। কলকাতায় এসেই সমর্থকদের আশ্বাসও দ্যেছেন নয়া স্প্যানিশ বস। এই ডার্বিতে শিরোপার জন্য নয়, বরং গৌরব এবং শহরের শ্রেষ্ঠত্বের জন্য লড়াই হবে। 

কখন কীভাবে দেখবেন ডার্বি?
সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে এই ডার্বি। জিও ব্যবহারকারীরা ফ্রিতেই দেখতে পাবেন এই ডার্বি। জিও সিনেমা অ্যাপে দেখা যাবে এই ম্যাচ। Sports18-৩ এবং AsianetPlus-এর মাধ্যমে দর্শকরা ডার্বির উত্তেজনা অনুভব করতে পারবেন। এই টেলিভিশন সম্প্রচারটি পুরো দেশ জুড়ে ফুটবল প্রেমীদের কাছে পৌঁছে যাবে, যা কলকাতা ডার্বির জনপ্রিয়তা বৃদ্ধি করবে।

ডার্বির পারদ চড়ছে
প্রত্যাশার পারদ ক্রমেই বাড়ছে। সমর্থকরা তাদের দলের জন্য প্রাণবন্ত সমর্থন নিয়ে প্রস্তুত। তারা মাঠে আসবে তাদের গায়ে দলের রঙের জার্সি পরে, ব্যানার হাতে নিয়ে এবং বিভিন্ন গান গেয়ে।এই ডার্বি শহরের সীমানা ছাড়িয়ে যাওয়ার এক অঙ্গীকার। আগামী ১৯ অক্টোবর, কলকাতার শহরের রাজপথগুলো ফুটবলের উন্মাদনায় ভরে যাবে। কলকাতা ডার্বি একটি মহাকাব্যিক মুহূর্তের অপেক্ষায় রয়েছে। ফুটবল প্রেমীদের জন্য এটি একটি বিশেষ দিন হবে, যা তাদের আবেগকে পুনরুজ্জীবিত করবে।    

কোন জায়গায় দুই দল?
এবারের কলকাতা ডার্বিতে দুই ক্লাবই তাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামবে। ইস্টবেঙ্গল তাদের নতুন কোচ অস্কার ব্রুজোর নেতৃত্বে শক্তিশালী একটি দল গঠন করেছে। অন্যদিকে, মোহনবাগানও তাদের শক্তিশালী ফুটবলারদের নিয়ে মাঠে নামবে। উভয় দলের খেলোয়াড়দের জন্য এটি একটি বড় সুযোগ, কারণ তারা শুধু শিরোপার জন্য নয়, বরং নিজেদের ক্যারিয়ারের জন্যও লড়াই করবে। সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে হলে প্রতিটি খেলোয়াড়কে তাদের সেরাটা দিতে হবে। চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে চার নম্বরে মোহনবাগান। আর অন্যদিকে ১৩ নম্বরে অর্থাৎ সবার শেষে ইস্টবেঙ্গল। এখনও একটাও পয়েন্ট পায়নি তারা। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement