Advertisement

Kolkata Derby: ডার্বিতে টিফো নিয়ে নিষেধাজ্ঞা, কেন এমন নির্দেশ ইস্টবেঙ্গলের?

রবিবার ডার্বি ম্যাচে কোনও টিফো নিয়ে ধকা যাবে না। দুই দলের সমর্থকদেরই তা জানিয়ে দিল ম্যাচের আয়োজক ইস্টবেঙ্গল। কিছুদিন আগেই জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ম্যাচে টিফো নিয়ে বিতর্ক হয়েছিল। সমর্থকরা এই টিফো নিয়ে আসায় জরিমানার মুখে পড়তে হয় মোহনবাগান সুপার জায়েন্টকে। ইতিমধ্যেই এই ডার্বি আয়োজন নিয়ে বিতর্ক কম হয়নি। সময় নিয়ে সমস্যার পর টিকিট নিয়েও নানা বিতর্ক শুরু হয়। ঘটনা গড়ায় আদালত পর্যন্ত।

টিফো আনা যাবে না ডার্বিতে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Mar 2024,
  • अपडेटेड 1:16 PM IST
  • ডার্বিতে টিফো নিয়ে ঢুকতে পারবেন সমর্থকরা?
  • ইস্টবেঙ্গলের নির্দেশ নিয়ে বিতর্ক

রবিবার ডার্বি ম্যাচে কোনও টিফো নিয়ে ধকা যাবে না। দুই দলের সমর্থকদেরই তা জানিয়ে দিল ম্যাচের আয়োজক ইস্টবেঙ্গল। কিছুদিন আগেই জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ম্যাচে টিফো নিয়ে বিতর্ক হয়েছিল। সমর্থকরা এই টিফো নিয়ে আসায় জরিমানার মুখে পড়তে হয় মোহনবাগান সুপার জায়েন্টকে। ইতিমধ্যেই এই ডার্বি আয়োজন নিয়ে বিতর্ক কম হয়নি। সময় নিয়ে সমস্যার পর টিকিট নিয়েও নানা বিতর্ক শুরু হয়। ঘটনা গড়ায় আদালত পর্যন্ত।

কেন টিফো নিয়ে আসায় নিষেধাজ্ঞা
প্রত্যেক ডার্বিতেই নানা ধরণের টিফো নিয়ে আসেন দুই দলের সমর্থকরা। তবে সেই টিফোতে বিপক্ষ দলের বিরুদ্ধে অবমাননাকর কিছু থাকলে সমস্যায় পড়তে হবে লাল-হলুদ ক্লাবকে। জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ম্যাচে মোহনবাগানের শাস্তির পরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। এবারেও ডার্বি নিয়ে বিতর্ক কম হয়নি। প্রথমে ডার্বির দিনেই তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। সেই কারণেই সন্ধ্যা সাড়ে সাতটায় ডার্বি শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হবে রাত সাড়ে আটটায়। শুধু তাই নয়, এরপর শুরু হয় টিকিটের দাম নিয়ে বিতর্ক। প্রথমে দেখা যায়, টিকিটের দাম ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কম হলেও মোহনবাগান সমর্থকদের ক্ষেত্রে দাম অনেক বেশি। 

কোর্টে গড়াল বিতর্ক
ডার্বি ম্যাচের টিকিটের দামের বৈষম্য নিয়ে বিতর্ক গড়ায় আদালতে। পাঁচ মোহনবাগান সদস্য আদালতের দারস্থ হন। কোর্টের নির্দেশে টিকিটের দামের বৈষম্য দূর করতে হলেও ঘুরপথে ইস্টবেঙ্গল সমর্থকদের ছাড়ের ব্যবস্থা করেছে ইস্টবেঙ্গল। অনলাইন টিকিটের দেওয়া হয়েছিল বিশেষ প্রোমো কোড। আজ সকাল থেকেই ইস্টবেঙ্গল গ্যালারির জন্য সেই প্রোমো কোড ব্যবহার করে পাওয়া যাচ্ছে টিকিটে  ছাড়। অর্থাৎ আগের মতোই টিকিটের দামে ফারাক থাকল ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের। ফলে টিফোতে এ নিয়ে কটাক্ষ শুনতে হতে পারত ইস্টবেঙ্গলকে সেই জন্যই কি টিফো নিয়ে আসায় নিষেধাজ্ঞা? তা নিয়ে প্রশ্ন উঠছে। 

Advertisement

 ৩ ফেব্রুয়ারি, ISL-এর প্রথম পর্বের ডার্বির আয়োজক ছিল মোহনবাগান। তারাও দামে তারতম্য রেখেছিল। তবে সেটা আনা হয়েছিল বিশেষ ছাড়ের মধ্যে দিয়ে। ডার্বির প্রথম পর্বের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট তাদের সমর্থকদের বিশেষ ছাড় দিয়েছিল। সেটা দেখেই স্বচ্ছতা বজায় রাখার জন্য ইস্টবেঙ্গলের পক্ষ থেকে টিকিটের দামে সেই ছাড় দেওয়া হয়। মোহনবাগানের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে যেই দাবি করা হয়েছে সেটা পুরো মিথ্যা। আমরা ISL ডার্বির প্রথম লেগে বিপুল সংখ্যায় টিকিট বিক্রি করেছি। আমাদের সদস্যদের যেই টিকিট বিক্রি করেছি তাতে ছাড় ছিল। তবে আমাদের সমর্থক ও ওদের সমর্থকদের একই দামে টিকিট দিয়েছি আমরা।
            

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement