Advertisement

Kolkata Derby: কলকাতা লিগে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল, দেখে নিন লাল-হলুদের সম্ভাব্য একাদশ

গত মরসুমে মহমেডান স্পোর্টিং-এর (Mohammedan Sporting) বিরুদ্ধে কলকাতা লিগের (Kolkata League) ম্যাচে কয়েকজন সিনিয়র ফুটবলারকে খেলিয়ে সমস্যায় পড়তে হয়েছিল ইমামি ইস্টবেঙ্গলকে (Emami East Bengal)। তবে এবার ডার্বিতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট ও ইমামি ইস্টবেঙ্গল (Mohun Bagan Super Giant vs Emami East Bengal)। ইতিমধ্যেই সিনিয়র দলের দেবজিৎ মজুমদার ছাড়াও অনুশীলনে ছিলেন ডেভিড লালরাংসাঙ্গা, পিভি বিষ্ণুরা। কলকাতা লিগের জন্য পাঁচ সিনিয়র দলের ফুটবলারকে রেজিস্টার করিয়েছে লাল-হলুদ।

ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jul 2024,
  • अपडेटेड 12:24 PM IST

গত মরসুমে মহমেডান স্পোর্টিং-এর (Mohammedan Sporting) বিরুদ্ধে কলকাতা লিগের (Kolkata League) ম্যাচে কয়েকজন সিনিয়র ফুটবলারকে খেলিয়ে সমস্যায় পড়তে হয়েছিল ইমামি ইস্টবেঙ্গলকে (Emami East Bengal)। তবে এবার ডার্বিতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট ও ইমামি ইস্টবেঙ্গল (Mohun Bagan Super Giant vs Emami East Bengal)। ইতিমধ্যেই সিনিয়র দলের দেবজিৎ মজুমদার ছাড়াও অনুশীলনে ছিলেন ডেভিড লালরাংসাঙ্গা, পিভি বিষ্ণুরা। কলকাতা লিগের জন্য পাঁচ সিনিয়র দলের ফুটবলারকে রেজিস্টার করিয়েছে লাল-হলুদ।

শুক্রবারের অনুশীলনে গোটা মাঠে দু'দলে ভাগ করে সিচুয়েশন প্র্যাকটিস করালেন রিজার্ভ দলের কোচ বিনো জর্জ। অনুশীলন শেষে তিনি মুখে বললেন বটে পরিবর্তনের তেমন আভাস নেই। তবে, অনুশীলনে স্পষ্ট বোঝা গেল মাঝমাঠ নিয়ে পরীক্ষার রাস্তায় না হাঁটলেও পরিবর্তন আসছে গোলরক্ষক, রক্ষণ এবং আক্রমণে। তিনকাঠির নীচে আদিত্য পাত্রর জায়গায় শনিবারের ডার্বিতে খেলার সম্ভাবনা দেবজিতের। রক্ষণ সম্ভবত আমূল বদলে যাচ্ছে। 

ডিফেন্সে খেলার সম্ভাবনা হীরা মন্ডল, মনোতোষ চাকলাদার, আদিল অমল এবং জোসেফের। মাঝমাঠে সম্ভবত আমন সিকে, তন্ময়, নসিব এবং রোশলকে নামাতে পারেন ইস্টবেঙ্গল কোচ। তবে এদিন অনুশীলনে হালকা চোট পেয়েছেন নসিব। যদিও তাঁর খেলতে সমস্যা নেই বলেই জানালেন বিনো। আক্রমণে ডেভিডকে শুরু থেকে খেলানো নিয়ে আলোচনা চলছে। সঙ্গে বিষ্ণু। পরিবর্তন হিসেবে নেমে পরে ম্যাচে গতি আনবেন সায়ন।

শুক্রবারের অনুশীলনে একটি ট্যাকলকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়েন আমন এবং জেসিন। যদিও বিষয়টায় তেমন গুরুত্ব দিতে নারাজ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। বড় ম্যাচের আগে ইস্টবেঙ্গল রিজার্ভ দলের কোচ বিনো জর্জ বলছেন, 'আমি এবং ফুটবলাররা সবাই জানে এই ম্যাচের গুরুত্ব কতটা। সবাই নিজের সেরাটা দেবে। সিনিয়র ফুটবলাররা দলের সঙ্গে অনুশীলন করেছে। ম্যাচের আগে আমি প্রথম একাদশ নিয়ে সিদ্ধান্ত নেব। মোহনবাগানের ম্যাচ আমি টিভিতে দেখেছি। লক্ষ্য থাকবে এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট ঘরে তোলা। তার জন্য যা যা দরকার ফুটবলাররা সেটাই করবে।' 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement