Advertisement

Kolkata Derby: ডার্বিতে নামছে না মোহনবাগান, কী শাস্তি হতে পারে সবুজ-মেরুনের?

কলকাতা লিগের ডার্বির তারিখ নিয়ে ইস্টবেঙ্গল ও আইএফএ-এর সঙ্গে বৈঠকে বসার আর্জি জানিয়ে বাংলার ফুটবল নিয়ামক সংস্থাকে চিঠি দিল মোহনবাগান সুপার জায়েন্ট। তবে নিজেদের অবস্থানে অনড় আইএফএ। আজই ডার্বি ম্যাচ হবে নৈহাটি স্টেডিয়ামে। এই ম্যাচে মোহনবাগান খেলতে আসে কিনা সেটাই এখন দেখার।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Nov 2023,
  • अपडेटेड 8:23 AM IST
  • মোহনবাগানও বৃহস্পতিবার ম‍্যাচ খেলতে নারাজ
  • তবে নিজেদের অবস্থানে অনড় আইএফএ

কলকাতা লিগের ডার্বির তারিখ নিয়ে ইস্টবেঙ্গল ও আইএফএ-এর সঙ্গে বৈঠকে বসার আর্জি জানিয়ে বাংলার ফুটবল নিয়ামক সংস্থাকে চিঠি দিল মোহনবাগান সুপার জায়েন্ট। তবে নিজেদের অবস্থানে অনড় আইএফএ। আজই ডার্বি ম্যাচ হবে নৈহাটি স্টেডিয়ামে। এই ম্যাচে মোহনবাগান খেলতে আসে কিনা সেটাই এখন দেখার।

কলকাতা লিগের (Kolkata League Derby) ফয়সালা হয়ে গেলেও, ডার্বি ম্যাচের (Kolkata Derby) গুরুত্ব সবসময়ই আলাদা। সোমবার সাংবাদিক বৈঠক করে ডার্বির তারিখ না বদলানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। সেই অবস্থানে এখনও অনড় তিনি। বলেন, 'আমাদের পক্ষে ডার্বি আর পিছিয়ে দেওয়া সম্ভব নয়। অনেক দিক ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডার্বি ওইদিনই হবে।' বুধবার মোহনবাগানের চিঠি পাওয়ার পর অনির্বাণের প্রতিক্রিয়া, 'আইএফএ-এর একটা নিজস্বতা আছে। ডার্বি ম‍্যাচ বৃহস্পতিবারই রাখা হয়েছে। দিন পরিবর্তনের কোনও প্রশ্নই নেই।' বুধবার সকালে মোহনবাগান আইএফএকে চিঠি দেয়। তাঁরা আবেদন করেন, ত্রিপাক্ষিক বৈঠক করে ম‍্যাচের দিন ও স্থান বদল করা হোক।

কিন্তু সেই চিঠি পাওয়ার পর বুধবার দুপুরেই সচিব অনির্বান পাল্টা চিঠি দিয়ে মোহনবাগানকে জানিয়ে দেন যে,বড় ম‍্যাচের প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। এখন হঠাৎ বৈঠক করার সময় নেই। বৃহস্পতিবার নৈহাটিতেই ডার্বি ম‍্যাচ তারা অন রাখছেন। এটাই আইএফএ-চূড়ান্ত সিদ্ধান্ত। অন্যদিকে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকেও একটি চিঠি দেওয়া হয়েছে আইএফএ-এর কাছে। সেখানে বকেয়া টাকা মেটানোর আর্জি জানানো হয়েছে। সেই ব্যাপারেও মুখ খুলেছেন আইএফএ সচিব। তিনি বলেন, 'আমার কাছে চিঠিটা এসেছে। বললেই তো আর টাকা দিয়ে দেওয়া সম্ভব নয়, আইএফএ-র আর্থিক অবস্থাও ভালো নয়। তা সকলেই জানেন।' শুধু তাই নয়, অনির্বাণ মনে করিয়ে দেন, 'আমরা গত মরশুমে কিছু টাকা দিয়েছিলাম। তাঁরা কথা দিয়েছিল, টাকা মিটিয়ে দিলে দল নামাবে। কিন্তু তা হয়নি।'      

Advertisement

মোহনবাগানও বৃহস্পতিবার ম‍্যাচ খেলতে নারাজ। ডার্বি ম‍্যাচে মাঠে দল না নামালে মোহনবাগানের কি ধরনের শাস্তি হতে পারে? জবাবে আইএফএ সচিব অনির্বান দত্ত জানান,”আইএফএ-এর সংবিধানে যা আছে সেটাই হবে।” ডার্বি ম‍্যাচের জন‍্য কোনও টিকিটের ব‍্যবস্থা করা হয় নি। এই ব‍্যাপারে অনির্বানের ব‍্যাখ‍্যা হল, “ডার্বি ম‍্যাচে কোনও টিকিটের ব‍্যবস্থা করা হয়নি। ওপেন টু অল।”

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement