Advertisement

Kolkata Derby: ডার্বির আগে ৫ ফুটবলার রেজিস্টার ইস্টবেঙ্গলের, বড় ম্যাচে সম্ভাব্য দল কেমন?

কলকাতা লিগের ডার্বি শনিবার। ঠিক তার আগে সিনিয়র দলের পাঁচ ফুটবলারকে রেজিস্টার করিয়ে ফেলল লাল-হলুদ ক্লাব। সিনিয়র দলে থাকলেও, এই পাঁচ ফুটবলারকে ডার্বি ম্যাচের কথা মাথায় রেখে দলে আনা হয়েছে। সেই তালিকায় রয়েছেন ডেভিড লালহানসাঙ্গা, ভিপি সুহের, দেবজিত মজুমদার, হিরা মন্ডল ও পিভি বিষ্ণু।   

kolkata derby, east bengal vs mohun bagankolkata derby, east bengal vs mohun bagan
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jul 2024,
  • अपडेटेड 4:18 PM IST

কলকাতা লিগের ডার্বি শনিবার। ঠিক তার আগে সিনিয়র দলের পাঁচ ফুটবলারকে রেজিস্টার করিয়ে ফেলল লাল-হলুদ ক্লাব। সিনিয়র দলে থাকলেও, এই পাঁচ ফুটবলারকে ডার্বি ম্যাচের কথা মাথায় রেখে দলে আনা হয়েছে। সেই তালিকায় রয়েছেন ডেভিড লালহানসাঙ্গা, ভিপি সুহের, দেবজিত মজুমদার, হিরা মন্ডল ও পিভি বিষ্ণু।   

অর্থাৎ ডার্বি ম্যাচে আদিত্য পাত্র নয়, ইস্টবেঙ্গলের গোল দুর্গ সামলাবেন দেবজিত মজুমদার। পাশাপাশি সায়ন বন্দোপাধ্যায়দের আক্রমণে সাহায্য করবেন ভিপি সুহের ও ডেভিড। এই মেগা ম্যাচের আগে মোহনবাগান সুপার জায়েন্টও কয়েকজন সিনিয়র দলের ফুটবলারকে রেজিস্টার করাতে পারে সূত্রের খবর। সেই তালিকায় থাকতে পারেন আশিক ক্রুনিয়ান, লিস্টন কোলাসোরা। আশিক চোটের কারণে গত মরসুমে প্রায় খেলতেই পারেননি। তবে এবার মরসুম শুরু হওয়ার আগেই তিনি যোগ দিয়েছেন মোহনবাগান দলে। তাই ডুরান্ড কাপের আগে তাঁকে দেখে নিতে চাইছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। আর সেক্ষেত্রে ডার্বির চেয়ে ভাল মঞ্চ কী হতে পারে?

ইস্টবেঙ্গলে ফিরে এসেছেন দেবজিত মজুমদার। বাঙালি এই গোলকিপার আগেও খেলেছেন লাল-হলুদ জার্সিতে। আবার মোহনবাগানের হয়ে জিতেছেন আই লিগও। ফলে অভিজ্ঞতা অনেক বেশি তাঁর। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তাই গোলের তলাই তাঁকেই দেখা যাবে। ভিপি সুহেরও দীর্ঘদিন ধরে ইস্টবেঙ্গলে। প্রচুর ম্যাচ খেলেছেন। ফলে তাঁকেও রেজিস্টার করা হয়েছে। পিভি বিষ্ণু গত মরসুমে সিনিয়র দলের হয়ে যে ক'টি ম্যাচ খেলেছেন সেখানেই প্রতিভার ছাপ রেখে গিয়েছেন। হীরা মন্ডলও লাল-হলুদের পুরনো সৈনিক। তাঁকে এই মরসুমে ফিরিয়ে এনেছে ইস্টবেঙ্গল। 

ডেভিডের কাছে কলকাতা লিগের মঞ্চ খুবই প্রিয়। মহমেডান স্পোর্টিং-এর হয়ে তিনি এই ট্রফি জিতেছেন। শুধু তাই নয়, হয়েছেন সর্বোচ্চ গোলদাতাও। মূলত সাদা-কালো শিবিরের হয়ে কলকাতা লিগে একের পর এক গোল করেই তিনি প্রচারের আলোয় আসেন। এরপর আই লিগেও দারুণ খেলেছেন তিনি। তাই এই মর্যাদার ম্যাচে তাঁকে নামানো হবে গোল পাওয়ার জন্য।           

Advertisement
Read more!
Advertisement
Advertisement