Advertisement

Kolkata Derby Live Streaming EB vs MB: ডার্বির টিকিট পাননি? কীভাবে দেখবেন ইস্টবেঙ্গল vs মোহনবাগান ম্যাচ LIVE?

আর মাত্র কয়েকটা ঘণ্টার অপেক্ষা। তারপরেই মরশুমের প্রথম ডার্বিতে (Kolkata Derby) মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal)। মরশুমের প্রথম ডার্বি বলে কথা, টিকিটের চাহিদা যে আকাশ ছোঁবে তা আর বলার অপেক্ষা রাখে না।

মোহনবাগান ও ইস্টবেঙ্গল দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Aug 2023,
  • अपडेटेड 9:04 AM IST

আর মাত্র কয়েকটা ঘণ্টার অপেক্ষা। তারপরেই মরশুমের প্রথম ডার্বিতে (Kolkata Derby) মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal)। মরশুমের প্রথম ডার্বি বলে কথা, টিকিটের চাহিদা যে আকাশ ছোঁবে তা আর বলার অপেক্ষা রাখে না।


এবারের ডার্বিতে বারেবারে টিকিট নিয়ে দলের সমর্থক শুধু নয়, কর্মকর্তাদের মধ্যেও অসন্তোষ সামনে এসেছে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের মধ্যস্থতায়ও যে ক্ষোভ শান্ত হয়নি। মোহনবাগান (Mohun Bagan Super Giant) কর্তারা মেনে নিলেও ইস্টবেঙ্গল (Emami East Bengal) কর্তারা বৈঠক থেকে ওয়াকআউট করেছেন। ফলে বোঝাই যাচ্ছে, মাঠে বসে খেলা দেখার সুযোগ মিস করতে চাইছেন না কেউই। টিকিট দেওয়া শুরু হতেই লম্বা লাইন তিন বড় প্রধানের ক্লাবের সামনে। সেটাই যেন আরও স্পষ্ট করে বলে দিচ্ছে সমর্থকদের কাছে এই ম্যাচের গুরুত্ব। ভোর থেকে ক্লাবের সামনে ভিড় করে এসেছেন সমর্থকরা। সবাই যে টিকিট পেয়েছেন তেমনটা নয়, যারা টিকিট পাননি তাদের টিভিতেই খেলা দেখতে হবে।
 

কোথায় কীভাবে দেখবেন ম্যাচ?
অনেকেই হয়তো জানেন না, ডুরান্ডের ম্যাচ কোথায়, কী ভাবে দেখানো হচ্ছে। বাড়িতে বসে ডার্বির কী ভাবে নেবেন, ভাবছেন তো? কোন চ্যানেলে, কখন, কী ভাবে মরশুমের প্রথম ডার্বি দেখতে পাবেন, কটার সময় ম্যাচ শুরু, অনলাইনেই বা কী ভাবে দেখবেন, যাবতীয় তথ্য জেনে নিন বিস্তারিত ভাবে। বিকেল ৪টে ৪৫ মিনিট থেকে শুরু হবে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান হাইভোল্টেজ ম্যাচ।
এবার ডুরান্ড কাপের সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে সোনি। ডুরান্ড কাপের প্রথম ম্যাচ থেকে শুরু করে সবকটি ম্যাচ সম্প্রচার করা হবে সোনি নেটওয়ার্কে। সোনি স্পোর্টস টেন টু চ্যানেলে দেখা যাবে ডার্বি ম্যাচের সরাসরি সম্প্রচার।

টানা আট ডার্বি হারের পরও ঘুরে দাঁড়ানোর স্বপ্নে বিভোর ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। অন্যদিকে, ডার্বি শুধু নয়, এই মরশুমে জয়ের ধারা অব্যহত রাখার লড়াইয়ে নামছে জুয়ান ফেরান্দোর মোহনবাগান। 
  
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement